সৌদি রিয়াল
আশকোনায় ইসলামী ব্যাংকের হজ বুথ চালু
হজযাত্রীদের সেবার জন্য ঢাকার আশকোনাস্থ হজ ক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
শুক্রবার (৩ জুন) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা হজ বুথের উদ্বধন করেন।
হজ বুথে হজযাত্রীদের ডলার ও সৌদি রিয়াল এনডর্সমেন্ট ও বিনিময় সেবা, এটিএম ও তথ্য সেবা এবং হজ পালনের গাইড বই প্রদান করা হচ্ছে।
এসময় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান, সিনিয়র এক্সিকিউটিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, একিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পড়ুন: দেশবাসীর জন্য দোয়া করুন, হজযাত্রীদের প্রতি প্রধানমন্ত্রী
২ বছর আগে
শাহজালালে বৈদেশিক মুদ্রা পাচারকালে ২ যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে দুইজন বহির্গমণ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বাংলাদেশি মুদ্রার এক কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়েল নিয়ে বাহরাইন যাওয়ার চেষ্টা করছিল তারা। বিমানবন্দর আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।
আটক যাত্রীরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার জুয়েল(৩৬) এবং কুমিল্লা জেলা নিবাসী গোলাম রব্বানী(৪৬)।
আরও পড়ুন: শাহজালালে ১০ কোটি টাকা মূল্যের ১৫ কেজি সোনাসহ আটক ১
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, শুক্রবার ৫ টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন।এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের দুজনকে হোল্ডিং লাউঞ্জের ভিতর থেকে আটক করে। এসময় তাদের লাগেজ থেকে ছয় লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৪০ লক্ষ টাকার সমমূল্যের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নজরদারি করা হয়।
জিয়াউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দুবাইয়ে এসব মুদ্রা পাচারই তাদের উদ্দেশ্য ছিলো। প্রতি সপ্তাহেই তারা দুবাইয়ে যাতায়াত করেন। সোনা চোরাচালানের উদ্দেশ্য এসব মুদ্রা ব্যবহার করা হতে পারে।
আরও পড়ুন: শাহজালালে পৌনে তিন কেজি স্বর্ণ, ৯২টি ফোনসহ আটক ৫
৩ বছর আগে