টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১
শনিবার ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল
তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শনিবার ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে পাকিস্তান দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।
আগামী ১৯ নভেম্বর দু’দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২০ ও ২২ নভেম্বর হওয়ার কথা রয়েছে। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজের পর ২৬ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু’দলের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সবগুলো ম্যাচ জয়লাভ করেছিল পাকিস্তান। তবে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে দ্বিতীয় সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করে।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), সাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।
আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার পর্যালোচনা করতে বিসিবির কমিটি গঠন
৩ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করছে নিউজিল্যান্ড। বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় আবুধাবিতে ম্যাচটি শুরু হয়েছে।
বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দু’দলই অসাধারণ খেলেছে।
এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হয় কিউরা।
ইংল্যান্ড একাদশ: জশ বাটলার (উইকেটকিপার), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, মইন আলী, এউইন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল সান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম সেমিতে আজ ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি
টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার পর্যালোচনা করতে বিসিবির কমিটি গঠন
৩ বছর আগে
টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার পর্যালোচনা করতে বিসিবির কমিটি গঠন
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফর্মেন্সের পর্যালোচনা করতে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গঠিত কমিটির সদস্যরা হলেন-বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মোহাম্মদ জালাল ইউনুস।
বিশ্ব মঞ্চে বাংলাদেশ দল কেন প্রত্যাশিত পারফর্মেন্স করতে পারেনি তা যাচাই করতে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের সাথে বলার দায়িত্ব দেয়া হয়েছে কমিটিকে এবং প্রাপ্ত ফলাফল বিসিবিকে জানাতে বলা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপে ব্যর্থ হয়ে দেশে ফিরল টাইগাররা
হারের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ সফর
৩ বছর আগে
আফগানদের হারিয়ে সেমিতে নিউজিল্যান্ড, বিদায় ভারতের
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আফগানিস্তানকে আট উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। গ্রুপ-২ এর দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠলো কিউরা।
এদিকে আফগানদের হারার সাথে সাথে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হলো ভারতেরও।
রবিবার আবুধাবিতে টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমে ট্রেন্ড বোল্ড ও টিম সাউথির বোলিং নৈপুণ্যে আফগানদের ১২৪ রানে থামায় কিউরা। নির্ধারিত ২০ ওভার খেলে আট উইকেট হারিয়ে এ রান করতে সক্ষম হয় মোহাম্মদ নবীর দল।
আফগানদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন নাজিবুল্লাহ জাদরান। এছাড়া গুলবাদিন নায়েব ১৫ রান এবং অধিনায়ক মোহাম্মদ নবী করেন ১৪ রান।
কিউদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ট্রেন্ড বোল্ড। ম্যাচসেরাও হয়েছেন তিনি। এছাড়া ২৪ রান দিয়ে দুই উইকেট নেন টিম সাউথি ও ইশ সোধি ১৩ রান দিয়ে এক উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ১১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় কিউরা।
নিউজিল্যান্ডের হয়ে কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ডেভন কনওয়ে ৩৬ রানে অপরাজিত থাকেন।
আফগানদের হয়ে একটি করে উইকেট নেন রশিদ খান ও মুজিব উর রহমান।
এর আগে গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। আর গ্রুপ-১ থেকে সেমিতে উঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: বিশ্বকাপে ব্যর্থ হয়ে দেশে ফিরল টাইগাররা
হারের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ সফর
ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়
৩ বছর আগে
বিশ্বকাপে ব্যর্থ হয়ে দেশে ফিরল টাইগাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম করার পর চার খেলোয়াড় ছাড়া বাংলাদেশ দলের সকল সদস্য শুক্রবার বিকালে দেশে ফিরে এসেছেন।
বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও লিটস দাস পরবর্তীতে দেশে ফিরবেন।
২ নভেম্বর থেকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু হলো অধিকাংশ কোচিং কর্মকর্তা দলে যোগদান করবেন।
চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুই ম্যাচে জিতে সুপার টুয়েলভে যায় বাংলাদেশ। তবে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সব ক’টিতেই হেরেছে মাহমুদউল্লারা।
অভিজ্ঞ মাহমুদউল্লাহ, মুশফিক ও সাকিব আল হাসানের ওপর অনেকটাই নির্ভর করে বাংলাদেশ দল। তবে তারা সবাই বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম করেন। এছাড়া সৌম্য সরকার, লিটন দাস, মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারও বিশ্বকাপে তেমন ভালো করতে পারেননি।
এদিকে বিশ্বকাপ ব্যর্থতার পরপরই ১৯ নভেম্বর থেকে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।
আরও পড়ুন: হারের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ সফর
বিশ্বকাপের শেষ ম্যাচে ৭৩ রানে অলআউট বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
৩ বছর আগে
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশকে ছয় উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। এ হারের মাধ্যমে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলো টাইগাররা।
মঙ্গলবার আবুধাবিতে বাংলাদেশের দেয়া ৮৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। এছাড়া বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ দুইটি এবং মেহেদী হাসান ও নাসুম আহমেদ একটি করে উইকেট নেন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায় মাহমুদউল্লাহর দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মাহাদী হাসান। এছাড়া লিটন দাস করেন ৩৬ বলে ২৪ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।
একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে টাইগাররা। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ডাক পান নাসুম আহমেদ ও শামীম হোসেন।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচেও হেরেছে টাইগাররা। এছাড়া সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের আরেকটি ম্যাচ রয়েছে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: ৮৪ রানে অলআউট বাংলাদেশ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ
৩ বছর আগে
টি-২০ বিশ্বকাপ: ৮৪ রানে অলআউট বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার আবুধাবিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বল খেলে অলআউট হয় টাইগাররা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মাহাদী হাসান। এছাড়া লিটন দাস করেন ৩৬ বলে ২৪ রান। এছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।
একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে টাইগাররা। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ডাক পান নাসুম আহমেদ ও শামীম হোসেন।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচে হেরেছে টাইগাররা এবং কার্যত সেমিফাইনে উঠার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের। তবে সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচ টাইগারদের র্যাংকিং নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
আরও পড়ুন: টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ
৩ বছর আগে
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
মঙ্গলবার আবুধাবিতে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হয়েছে।
একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ ও শামীম হোসেন।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচে হেরেছে টাইগাররা এবং কার্যত সেমিফাইনে উঠার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের। তবে সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচ টাইগারদের র্যাংকিং নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
বাংলাদেশ একাদশ:মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহাদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, টেম্বা বাভুমা (অধিনায়ক), রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করা, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, আনরিখ নর্কিয়া ও তাব্রেইজ শামসি।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবেন না তামিম
বিশ্বকাপ থেকে এখনও অনেক কিছু নেয়ার আছে: মাহমুদুল্লাহ
৩ বছর আগে
নামিবিয়াকে ৬২ রানে হারালো আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নামিবিয়াকে ৬২ রানে হারিয়েছে আফগানিস্তান।
রবিবার শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬০ রান তুলে মোহাম্মদ নবীর দল। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মোহাম্মদ শাহজাদ।
এছাড়া নিজের শেষ ম্যাচে আজঘার আফগান ২৩ বলে ৩১ রান করেন। এর আগে শনিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দেন তিনি।
পরে ব্যাট করতে নেমে আফগান ফাস্ট বোলারদের স্লোয়ার ডেলেভারি মোকাবিলা করতে ব্যর্থ হয় নামিবিয়ার ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান তুলতে সক্ষম হয় তারা। নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ করেন ডেভিড ওয়াইজি।
আফগান ফাস্ট বোলার হামিদ হাসান ৯ রান দিয়ে তিন উইকেট এবং নাবিন উল হক ২৭ রান দিয়ে তিন উইকেট নেন।
আরও পড়ুন: বিশ্বকাপে সাকিবকে আর পাবে না বাংলাদেশ
ভারত-নিউজিল্যান্ড ম্যাচই কি গ্রুপ ২ এর শীর্ষ অবস্থান নির্ধারণ করবে?
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব-সোহানের খেলা নিয়ে শঙ্কা
৩ বছর আগে
বিশ্বকাপে সাকিবকে আর পাবে না বাংলাদেশ
ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘বিশ্বকাপের বাকি ম্যাচে অংশ নেয়া সাকিবের জন্য কঠিন। এটা নিশ্চিত সাকিব এই দুই ম্যাচ খেলতে পারবেন না। কিন্তু আমরা এখনও পিজিও রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, সাকিব প্রথম স্তরের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন এবং বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন বিশ্ব সেরা এই তারকা।
সাকিব এই বিশ্বকাপে ছয় ম্যাচে ১৩১ রান করেন এবং ১১ উইকেট নেন। বিশ্বকাপের চলতি আসরে তার সেরা বোলিং মাত্র ৯ রান দিয়ে চার উইকেট শিকার।
বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ তিন ম্যাচ খেলে সব কটা’য় হেরেছে এবং শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব-সোহানের খেলা নিয়ে শঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সাকিবের দখলে
৩ রানের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
৩ বছর আগে