টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
মঙ্গলবার আবুধাবিতে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হয়েছে।
একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ ও শামীম হোসেন।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচে হেরেছে টাইগাররা এবং কার্যত সেমিফাইনে উঠার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের। তবে সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচ টাইগারদের র্যাংকিং নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
বাংলাদেশ একাদশ:মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহাদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, টেম্বা বাভুমা (অধিনায়ক), রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করা, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, আনরিখ নর্কিয়া ও তাব্রেইজ শামসি।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ