নারী লাশ উদ্ধার
খানসামায় ধানখেতের পাশ থেকে নারীর লাশ উদ্ধার
দিনাজপুরের খানসামা উপজেলার পূর্ব হাসিমপুরের ধান খেতের পাশ থেকে অলোকা রানী (৪৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
শনিবার সকালে এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী অনিল কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: রাজশাহী সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খানাসামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন জানান, ভোরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৬ নম্বর গোয়ালদিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেয়। পরে ধানের খেতের পাশে ফাঁকা জায়গায় থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠনো হয়েছে।
আরও পড়ুন: মেঘনায় নিখোঁজ কোস্টগার্ড সদস্যের লাশ উদ্ধার
তবে অলোকা রানীর পিতৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে তার স্বামী অনিল কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৩ বছর আগে