উদ্ধার কার্যক্রম
পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার কাজ স্থগিত
মানিকগঞ্জের পাটুরিয়ায় যানবাহনসহ ফেরি ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত নদীর তলদেশ থেকে ৮টি কাভার্ডভ্যান, ৬টি ট্রাক ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, ঢাকায় আন্তমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেয়া হবে।
তিনি জানান, ফেরি উদ্ধার কাজ কী প্রক্রিয়ায়, কখন শুরু হবে সেটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই হবে। তবে ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ‘রুস্তম’কে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস, ডুবুরি দল,নৌডুবুরি দল ও কোস্ট গার্ডের উদ্ধারকর্মীরাও পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছেন।
এদিকে উদ্ধার হওয়া যানবাহনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকে থাকা অনেক টাকার মালামাল উদ্ধার হয়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ মালিকরা। তাদের দাবি মালামালগুলো যেন তুলে দেয়া হয়। এছাড়া তারা ক্ষতি পূরণের দাবিও জানিয়েছেন।
উল্লেখ্য,বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে পণ্যবোঝাই ১৪টি যানবাহন ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি আমানত শাহ নদীতে ডুবে যায়।
আরও পড়ুন: ফেরিডুবি: পাটুরিয়ায় ৪র্থ দিনের উদ্ধার কাজে ‘রুস্তম’
ফেরি উদ্ধারে প্রয়োজনে বেসরকারি সহায়তা নেয়া হবে: বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
পাটুরিয়ায় যানবাহনসহ ফেরিডুবি
৩ বছর আগে