শেষকৃত্য
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর
১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বাকিংহাম প্যালেস শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
অন্ত্যেষ্টিক্রিয়ার আগে চার দিন রানির মরদেহ ওয়েস্টমিনস্টার হলে থাকবে, সেখানে সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবে।
এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, রানির মরদেহ বর্তমানে বালমোরাল ক্যাসেলের বলরুমে রয়েছে।
রাজকীয় কর্মকর্তারা এটিকে ‘শান্ত মর্যাদার একটি দৃশ্য’ বলে অভিহিত করেছেন।
রবিবার রানির মরদেহ ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে। মঙ্গলবার এডিনবারা বিমানবন্দর থেকে রয়াল এয়ার ফোর্সের বিমানে মরদেহ পৌঁছবে লন্ডনে।
বুধবার সেটি আকাশপথে বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হবে।
পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে ১০টি বিষয়
রানি দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাক্রম
২ বছর আগে
শিনজো আবের শেষকৃত্য আজ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য উপলক্ষ্যে বিদায় জানাতে মঙ্গলবার কয়েক হাজার মানুষ তার বাসভবনের সামনে জড়ো হয়েছেন।
শোকার্ত নাগরিকেরা আবের মৃতদেহ বহনকারী মোটরগাড়ির ছবি তুলে, ‘আবে সান’ বলে স্লোগান দিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রিয় নেতাকে বিদায় জানান।
এর আগে সোমবার রাতে টোকিওর জোজোজি মন্দিরে আবের জন্য রাত জাগেন পরিবারের ঘনিষ্ঠ কিছু মানুষ, দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দলের সিনিয়র নেতারা।
দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী আবে দুই বছর আগে পদত্যাগ করার পরেও দেশটির প্রভাবশালী ব্যক্তি ছিলেন।
আরও পড়ুন: শিনজো আবের হত্যাকাণ্ড: নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন
২ বছর আগে
কুড়িগ্রামে দাদার শেষকৃত্যের পরেই বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাদার শেষকৃত্য শেষে সমাধিস্থলে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ ঘটনা। নিহত যুবক রামকৃষ্ণ ঝিনুক (২০) বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামের রঞ্জিত রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল থেকে শুরু হওয়া নিহত যুবকের দাদা হরেকান্ত রায়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা রাতে গিয়ে শেষ হয়।দাদার সমাধিস্থল আলোকিত করার জন্য রামকৃষ্ণ ঝিনুক বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় সকেট সেটিং করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, নিহত যুবকের দাদার শেষকৃত্য সম্পন্নের পরেই বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি রামকৃষ্ণ ঝিনুক মারা গেছেন। আমি ঘটনাস্থলে রাত দুটো পর্যন্ত উপস্থিত ছিলাম।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩
৩ বছর আগে