জিটি সিরিজ
চলতি বছর প্রিমিয়াম সেগমেন্টে আলোড়ন তুলবে রিয়েলমি
দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, ২০২১ সালে বিশ্বের বিভিন্ন বাজারে অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করেছে এবং চলতি বছর এর জিটি সিরিজের ফোনের সাথে প্রিমিয়াম ও হাই-এন্ড স্মার্টফোন বাজারে ব্যাপক সাড়া ফেলতে যাচ্ছে।
নতুন বছর আগমনের সঙ্গে সঙ্গে রিয়েলমি এর ব্যবহারকারীদের জন্য আরও উদ্ভাবনী স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই উপলক্ষে, রিয়েলমি’র প্রতিষ্ঠাতা এবং সিইও স্কাই লি গত বছর রিয়েলমি’র অর্জিত মাইলফলকসমূহ এবং নতুন বছরে এই স্মার্টফোন নির্মাণকারীর পরিকল্পনা বর্ণনা করে একটি খোলা চিঠি লিখেছেন।
গত বছরের আগস্টে, সবচেয়ে কম সময়ে সারা বিশ্বে ১০ কোটি স্মার্টফোন শিপমেন্টের মাধ্যমে দ্রুততম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয় রিয়েলমি। এই রেকর্ডভাঙা অর্জনের পর, রিয়েলমি’র বার্ষিক স্মার্টফোন বিক্রির পরিমাণ ছয় কোটি ইউনিটের রেকর্ড ছোঁয়, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি।
ইতোমধ্যে ২১টি ভিন্ন ভিন্ন বাজারে শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় থাকা রিয়েলমি গত বছরের তৃতীয় পাক্ষিকে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি অ্যান্ড্রয়েড ব্র্যান্ডে পরিণত হয়েছে।
স্কাই লি বলেন, “প্রতিষ্ঠানের আরঅ্যান্ডডি রিসোর্সের ৭০ শতাংশ হাই-এন্ড প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার সাথে আমরা প্রিমিয়াম বিভাগে প্রবেশের জন্য প্রযুক্তি এবং ডিজাইনে আরও বেশি উদ্ভাবনের চেষ্টা করবো।”
আরও পড়ুন: বৈশ্বিক বাজারে জিটি ২ সিরিজ নিয়ে আসছে রিয়েলমি, উন্মোচিত হলো ডিজাইন
২০২১ রিয়েলমি’র জন্য একটি সাফল্যমণ্ডিত বছর ছিলো। কারণ, গত বছর রিয়েলমি বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত ব্র্যান্ডে পরিণত হয়। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম আয়োজিত ব্ল্যাক ফ্রাইডে, ১১.১১ এবং দিওয়ালি উৎসবের মতো ক্যাম্পেইনে রিয়েলমি বিভিন্ন রেকর্ড গড়েছে এবং সর্বাধিক বিক্রিত পণ্যের তালিকার শীর্ষে জায়গা দখল করেছে।
বছরের সেরা ফ্ল্যাগশিপ ফোন রিয়েলমি জিটি নিও ২ বিশ্বের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন দারাজের ১১.১১ সেলে ‘টপ ১ বেস্ট সেলিং ৫জি স্মার্টফোন’ এর স্বীকৃতি অর্জন করে। ভারতে, ফ্লিপকার্ট প্ল্যাটফর্মে ৪০ শতাংশের অধিক বিক্রয়ের সঙ্গে এই প্ল্যাটফর্মেও রিয়েলমি শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডের জায়গা দখল করে।
এছাড়া, বাংলাদেশ, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াতে দারাজের মতো স্থানীয় প্ল্যাটফর্মে রিয়েলমি টপ ১ সর্বাধিক বিক্রিত স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পায়।
উল্লেখ্য, রিয়েলমি আগামী তিন বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।
আরও পড়ুন: দারাজের ১২.১২ ক্যাম্পেইনে রিয়েলমি’র নতুন মাইলফলক
বিশ্বের প্রথম তিনটি প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে রিয়েলমির জিটি ২ সিরিজে উন্মোচন
২ বছর আগে
গ্লোবালি লঞ্চ হচ্ছে বছরের সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি ২ প্রো
স্ন্যাপড্রাগন® ৮ জেন ১ মোবাইল প্ল্যাটফর্ম সম্বলিত নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে রিয়েলমি। কোয়ালকম স্ন্যাপড্রাগন টেক সামিট ডিজিটাল ২০২১ এ সম্প্রতি ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ‘রিয়েলমি জিটি ২ প্রো’ নামের নতুন এই ফ্ল্যাগশিপ ব্র্যান্ডটির সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন হবে এবং এটি ব্যাপক প্রশংসিত রিয়েলমি জিটি সিরিজের প্রথম প্রো ডিভাইস হতে যাচ্ছে।
ফোরজি থেকে ফাইভজি যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে সারা বিশ্বের গ্রাহকদের জন্য উচ্চ মানসম্পন্ন, শক্তিশালী স্মার্টফোন নিয়ে আসার লক্ষ্যে শুরু থেকেই কোয়ালকম টেকনোলজিসের সঙ্গে কাজ করছে রিয়েলমি। ২০২১ সালে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ও ৮৭০ ফাইভজি মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা প্রথম স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম রিয়েলমি। সারা বিশ্বের বাজারে ব্যাপক আলোড়ন তোলে স্ন্যাপড্রাগন ৮৭০ যুক্ত রিয়েলমি জিটি নিও ২ ফাইভজি এবং স্ন্যাপড্রাগন ৮৮৮ যুক্ত রিয়েলমি জিটি।
বর্তমানে কোয়ালকমের সর্বশেষ অত্যাধুনিক চিপসেট সংযোজিত ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে রিয়েলমি। এটি গেমিং, এআই সক্ষমতা এবং ফাইভজি’র ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মোচন করবে এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নিশ্চিতভাবে নতুন মাত্রা যোগ করবে।
এ ব্যাপারে রিয়েলমি’র ভিপি চেস শ্যু বলেন, ‘কোয়ালকম টেকনোলজিস সব সময়ই রিয়েলমি’র অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। রিয়েলমি কয়েক মাস আগে রিয়েলমি জিটি ২ প্রো তৈরির কাজ শুরু করেছে এবং শিগগিরই সারা বিশ্বের তরুণ ব্যবহারকারীদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে এমন উচ্চ মানসম্পন্ন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসবে।’
উল্লেখ্য, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সঙ্গে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।
আরও পড়ুন: বিক্রির নতুন রেকর্ড গড়ল রিয়েলমি সি২৫ওয়াই
দেশের বাজারে এলো ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি নিও ২
দারাজে নতুন রেকর্ড করল রিয়েলমি `জিটি মাস্টার এডিশন’
৩ বছর আগে
বাংলাদেশে জিটি সিরিজের সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে রিয়েলমি
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সব সময়ই তরুণ ব্যবহারকারীদের জন্য সেরা স্মার্টফোন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্র্যান্ডটি সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ সিরিজ থেকে স্থানীয় বাজারে জিটি মাস্টার এডিশন উন্মোচন করেছে। তারই ধারাবাহিকতায় ব্র্যান্ডটি এখন তাদের জনপ্রিয় জিটি সিরিজ থেকে আরেকটি স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি তাদের এ সিরিজের সর্বশেষ ও সেরা ফোন।
এর পাশাপাশি অন্যান্য সিরিজের স্মার্টফোন ও বিশ্বব্যাপী উন্মোচিত হওয়া সর্বশেষ এওআইটি পণ্য বাজারে আনতেও প্রস্তুতি নিচ্ছে ব্র্যান্ডটি। নভেম্বরে ব্যবহারকারীদের জন্য রিয়েলমি’র অনেক চমক অপেক্ষা করছে বলেও জানা গেছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কিছুদিন আগেই বাজারে আসা রিয়েলমি জিটি মাস্টার এডিশন ইতোমধ্যে স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ফোনের সবগুলো ইউনিট বিক্রি হয়ে গেছে। জিটি সিরিজের ফোনের প্রতি ক্রেতাদের বিপুল উৎসাহ দেখে রিয়েলমি তাদের ফ্ল্যাগশিপ সিরিজ থেকে আরেকটি স্টাইলিশ ও উন্নতমানের ফোন বাজারে আনার সিদ্ধান্ত নেয়।
দেশের প্রথম ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর সমৃদ্ধ ফোন রিয়েলমি জিটি মাস্টার এডিশনে রয়েছে ইন্ডাস্ট্রির প্রথম ৬৪ মেগাপিক্সেল স্ট্রিট ফটোগ্রাফি ক্যামেরা সেটআপ। এছাড়া এ ফোনে রয়েছে ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। চমৎকার স্টাইলিশ এ ফোনটি ডিজাইন করেছেন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়া। রিয়েলমি’র জিটি সিরিজের নতুন ফোন এর ফিচারগুলোও আরও উন্নত ও স্টাইলিশ হবে।
আরও পড়ুন: দারাজে নতুন রেকর্ড করল রিয়েলমি `জিটি মাস্টার এডিশন’
নতুন ফোন বাজারে আনার মধ্য দিয়ে রিয়েলমি প্রযুক্তিগত দিক থেকে আরেক ধাপ এগিয়ে যাবে। কিছুদিন পূর্বেই ব্র্যন্ডটি দেশের বাজারে তাদের প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক’ এনেছে। সামনের দিনগুলোতে রিয়েলমি ব্যবহারকারীদের জন্য আরও লাইফস্টাইল পণ্য ও স্মার্ট ডিভাইস আনবে। এই কৌশলের অধীনে রিয়েলমি সামনের দিনগুলিতে ব্যবহারকারীদের জন্য আরও সমৃদ্ধ পণ্য নিয়ে আসবে।
রিয়েলমি আগামী তিন বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভ জি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভ জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। তারই অংশ হিসেবে রিয়েলমি নতুন আরেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনার জন্যও প্রস্তুতি নিচ্ছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভ জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।
ক্যানালিসের তথ্য মতে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড হয়েছে রিয়েলমি। তাছাড়া কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, সম্প্রতি বিশ্বব্যাপী শীর্ষ ছয় স্মার্টফোন বিক্রেতার তালিকায় জায়গা করে নিয়েছে এই ব্র্যান্ডটি।
আরও পড়ুন: বাজারে এল রিয়েলমির ফ্ল্যাগশিপ কিলার জিটি মাস্টার এডিশন
বিশ্বব্যাপী ৫জি পণ্য সরবরাহে প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে রিয়েলমি
৩ বছর আগে