জাতিসংঘ ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অফ দ্য পার্টিস
বিশ্বকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কপ-২৬ শুরু
জলবায়ু পরিবর্তন ও এর ক্ষতিকর প্রভাব মোকাবিলা করার লক্ষ্যে বিশ্বকে ঐক্যবদ্ধ করতে সোমবার গ্লাসকোর স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসে (এসইসি) ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৬) শুরু হয়েছে।
এ বছর কপ-২৬ যুক্তরাজ্য আয়োজন করেছে। এতে বিশ্ব নেতারা চলতি শতকের মাঝামাঝি সময়ের মধ্যে বৈশ্বিক নেট কার্বন নিঃসরণ শূন্যতে এবং বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার লক্ষ্যে একত্রিত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এর সভাপতিও।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ব্রটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন স্বাগত জানান।
জাতিসংঘ ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অফ দ্য পার্টিস এ যোগ দিতে রবিবার প্রধানমন্ত্রী স্কটল্যান্ডে পৌঁছান।
কপ-২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানের পর শেখ হাসিনা বক্তব্য দেবেন।
এর আগে ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে কোনো দেশ সুরক্ষিত নয়: প্রধানমন্ত্রী
স্কটল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
৩ বছর আগে