কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)
৫৯৪ দিন পর ক্লাসে ফিরলো কুবির শিক্ষার্থীরা
দীর্ঘ ৫৯৪ দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)সশরীরে ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার (০২ নভেম্বর)শ্রেণিকক্ষে সশরীরে ক্লাসে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা।
সকাল থেকেই শিক্ষার্থী পরিবহনের বাসগুলো শিডিউল অনুযায়ী ক্যাম্পাসে আসতে শুরু করে। এসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস।
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু
ক্লাসে ফেরার অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘ প্রায় ২০ মাস পর ক্লাসে ফিরতে পেরে আমরা আনন্দিত। করোনার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে শুরুর সাথেই হোঁচট খায়। আমাদের জীবন থেকে অনেক সময় নষ্ট হয়ে গেছে, এখন ক্লাস শুরুর পর আমরা দ্রুতই সে ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ২৭ অক্টোবর আবাসিক হলগুলো খুলে দিয়েছি। মঙ্গলবার থেকে ক্যাম্পাস খুলছে। সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষা শুরু রবিবার
করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে তিন দফায় সশরীরে চূড়ান্ত পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সবশেষে অনলাইন মাধ্যমে এবং সশরীরে শুরু হওয়া পরীক্ষা চালিয়ে আসছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৩ বছর আগে