সাজেদা বেগম
চট্টগ্রামে গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ নারীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর এলাকায় গ্যাস লাইেনর লিকেজ হয়ে অগ্নিদগ্ধের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
সাজেদা বেগম (৪৯) নামে এ নারী মঙ্গলবার (২ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পুলিশ জানায়।
এর আগে সোমবার রাতে কাট্টলীর ‘মরিয়ম ভিলা’ নামে ভবনের একটি বাসায় অগ্নিদগ্ধ হন তিনিসহ একই পরিবারের ছয়জন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, রাত পৌনে ৮টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ সাজেদা বেগম মারা যান। আগুনে তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
পড়ুন: চট্টগ্রামে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬
এর আগে, সোমবার (১ নভেম্বর) রাত দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ‘মরিয়ম ভিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারের ছয়জন দগ্ধ হয়। তারা হলেন, সাজেদা বেগম (৪৯) শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আকতার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৭)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে ওই ভবনের একটি বাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। কিন্তু ফায়ার সার্ভিসকে অগ্নিনির্বাপণ কাজ করতে হয়নি। স্থানীয়ভাবে আগুন নেভানো হয়। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানাবে ফায়ার সার্ভিস।
গৃহকর্তা জামাল শেখ জানান, মশা মারার ইলেকট্রিক ব্যাটের সুইচ অন করতেই ঘরে জমে থাকা গ্যাস ধপ করে জ্বলে ওঠে। এতে পরিবারে ছয় সদস্য অগ্নিদগ্ধ হয়।
পড়ুন: নারায়ণগঞ্জে কারখানায় গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
৩ বছর আগে