ইট
চুয়াডাঙ্গায় ‘দুর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে’ প্রাণ গেল শিশুর
চুয়াডাঙ্গার চৌগাছায় দুর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে এক শিশু নিহত হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলার আইলহাঁস ইউনিয়নের রায়লক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত জীবন কুমার বদি (১৩) উপজেলার পুরোপাড়া গ্রামের শ্রী বিকাশ কুমারের ছেলে এবং পুরোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
এদিকে শিশু জীবন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই শিশুকে আটক করেছে পুলিশ।
আটক দুই শিশু হলো- রায়লক্ষীপুর গ্রামের বশির উদ্দীনের ছেলে শাকিল (১৫) এবং সমির হোসেনের ছেলে সিয়াম (১৪)।
আরও পড়ুন: চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে জীবন কুমার বদি উপজেলার আইলহাঁস ইউনিয়নের রায়লক্ষীপুর গ্রামে মাসি সুচরিতার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে মুশলধারায় বৃষ্টি হওয়ায় মাসির ছেলে সৌরভের সঙ্গে ফুটবল খেলতে যায় জীবন। খেলা শেষে এলাকার ছেলেদের সঙ্গে আইলহাঁস-রায়লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে তারা।
হঠাৎ দূর থেকে দুর্বৃত্তরা ইট ছুড়লে শিশু জীবনের মাথায় লাগলে পুকুরেই রক্তক্ষরণ হয়ে সে মারা যায়। গোসল করে অন্যান্য শিশুর ওপরে উঠলে তারা জীবনের মৃত ভাসমান লাশ দেখতে পায় তারা।
জীবনের ভাসমান লাশের খবর পেয়ে মাসি সুচরিতাসহ পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পুকুর থেকে তুলে তার মাথায় রক্তাক্ত জখম দেখে।
জীবনের মাসির ছেলে সৌরভ জানায়, আইলহাঁস-রায়লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্য থেকে ইট জাতীয় বস্তু তার মাথার ওপরে পড়ে। পড়তেই সে পানিতে ডুবে যায়। আমরা পানি থেকে উপরে উঠতেই জীবনের ভাসমান লাশ দেখি।
আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, কয়েকজন বাচ্চা পুকুরের পানিতে গোসল করছিল। এসময় জীবন কুমার নামে শিশুটি অনেকক্ষণ পানি থেকে না উঠলে খোঁজাখুজি করা হয়। এরপর শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
তিনি আরও বলেন, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন আছে। পুকুরের পানির মধ্যে কিছু আছে, নাকি কারোর কোনো আঘাতে তার মৃত্যু হয়েছে; এটা নিশ্চিত বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বলা যাবে।
এঘটনায় কয়েকজন শিশুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
১ বছর আগে
চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু
যশোরের চৌগাছায় পাঁচতলা একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের মাইক্রো স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শ্রেয়া বালা (৭) শহরের নিরিবিলি পাড়ার হোমিওপ্যাথি চিকিৎসক শংকর কুমারের মেয়ে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, এদিন সকাল সাড়ে ১০ টায় শ্রেয়া তার মায়ের সঙ্গে ডাক্তার জিল্লুর রহমানের নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় ভবনের উপর থেকে শ্রেয়ার মাথায় ইট পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক ডা.সাইমা নাহিন শান্তা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় বেলা ১২ দিকে শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে ইঁদুর মারার বিষ খেয়ে শিশুর মৃত্যু!
ঠাকুরগাঁওয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
খুলনায় ইট দিয়ে মাথায় আঘাত করে শিশু হত্যা
খুলনার সোনাডাঙ্গায় মাথা,গলাসহ শরীরের একাধিক স্থানে ইট দিয়ে আঘাত করে ১১ বছর বয়সী এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা ১২ টার পর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি মাঠে এই হত্যাকাণ্ড ঘটেছে। দুপুর ২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু শুভ হাওলাদার ওই এলাকার ইব্রাহিম হাওলাদারের ছেলে এবং নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের একটি খোলা মাঠের কোনায় রক্তাক্ত অবস্থায় শিশুটির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। এসময় তার মাথা,গলা,হাতসহ একাধিক স্থানে ইটের আঘাতের চিহ্ন দেখা যায়।
আরও পড়ুন: সিলেটে শিশু হত্যা: মাকে আসামি করে বাবার মামলা
পুলিশ জানায়, হত্যার সময় দুর্বৃত্তদের সঙ্গে শিশুটির ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। সেখান থেকে রক্তমাখা একটি ইটও উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল নির্জন হওয়ায় শিশুটিকে হত্যার পর হত্যাকারীরা নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে বলে পুলিশের ধারণা।
নিহতের বাবা ইব্রাহিম হাওলাদার জানান, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাস্তা খাইয়ে ভ্যান নিয়ে তিনি বাইরে বের হন। এসময় শিশুটির মাও ঘরের বাইরে ছিলেন।
সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য শিশুটির লাশ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
হত্যার কারণ ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: খুলনায় শিশু হত্যা মামলায় সৎ মায়ের মৃত্যুদণ্ড
নাটোরে ধর্ষণের পর শিশু হত্যা, পিতা-পুত্র আটক
২ বছর আগে
কয়লা সংকটে ফরিদপুরে ইট উৎপাদন বন্ধ
ফরিদপুরে ইটভাটায় জ্বালানি সংকট ও উচ্চ মূল্যের কারণে চলতি মৌসুমে এখনো উৎপাদন শুরু করতে পারেনি ভাটা মালিকরা। এর ফলে প্রায় ২০ হাজার ইট ভাটা শ্রমিক বেকার (কর্মহীন) অবস্থায় রয়েছে।
জেলা ভাটা মালিক সমিতি জানিয়েছে, ফরিদপুর জেলায় ছোট বড় ১২৮টি ইটভাটা রয়েছে। তার মধ্যে ৮টি দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। চালু রয়েছে ১২০টি ভাটা, এর মধ্যে অটো ইটভাটা রয়েছে ৭টি বাকি ১১৩টি ইটভাটা চলে কয়লা পুড়িয়ে।
গত মৌসুমে ভাটা মালিকরা ইট পোড়ানোর কাজে ব্যবহৃত জ্বালানি (কয়লা) টন প্রতি সাড়ে ৮ হাজার থেকে ৯ হাজার টাকায় কিনেছিল। কিন্তু চলতি মৌসুমে করোনা মহামারির কারণে কয়লা আমদানি সংকট রয়েছে। এরপরও আবার যা পাওয়া যাচ্ছে তার জন্য টন প্রতি ১৯ হাজার থেকে ২২ হাজার টাকা গুনতে হচ্ছে। আর তাই ভাটা মালিকেরা সময় মতো ভাটায় ইট কাটা শুরু করতে পারছে না।
সরেজমিনে ফরিদপুরে সদর উপজেলার ডিক্রীরচর, নর্থচ্যানেল ও চরমাধবদিয়া ইউনিয়নে বিভিন্ন ইটভাটায় গিয়ে দেখা যায়, গত বছরের উৎপাদিত ইট এরই মধ্যে বিক্রি শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু নতুন করে উৎপাদনে না যাওয়ায় ফরিদপুরে ইট সংকট দেখা দিয়েছে। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সরকারি উন্নয়ন কাজে ঠিকাদাররা ইট কিনে কাজ করতে হিমশিম খাচ্ছে। আর নতুন ইট উৎপাদনের পর যে দামে বিক্রি হবে তা বর্তমান বাজার দরের দ্বিগুণ। তাই মাথায় হাত পড়েছে বাড়ি করতে চাওয়া সাধারন মানুষ ও নতুন করে কাজ পাওয়া ঠিকাদারদের।
আরও পড়ুন: চট্টগ্রামের অবৈধ ইটভাটা উচ্ছেদে বাধা কাটল
৩ বছর আগে