খুলনার সোনাডাঙ্গায় মাথা,গলাসহ শরীরের একাধিক স্থানে ইট দিয়ে আঘাত করে ১১ বছর বয়সী এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা ১২ টার পর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি মাঠে এই হত্যাকাণ্ড ঘটেছে। দুপুর ২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু শুভ হাওলাদার ওই এলাকার ইব্রাহিম হাওলাদারের ছেলে এবং নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের একটি খোলা মাঠের কোনায় রক্তাক্ত অবস্থায় শিশুটির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। এসময় তার মাথা,গলা,হাতসহ একাধিক স্থানে ইটের আঘাতের চিহ্ন দেখা যায়।
আরও পড়ুন: সিলেটে শিশু হত্যা: মাকে আসামি করে বাবার মামলা
পুলিশ জানায়, হত্যার সময় দুর্বৃত্তদের সঙ্গে শিশুটির ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। সেখান থেকে রক্তমাখা একটি ইটও উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল নির্জন হওয়ায় শিশুটিকে হত্যার পর হত্যাকারীরা নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে বলে পুলিশের ধারণা।
নিহতের বাবা ইব্রাহিম হাওলাদার জানান, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাস্তা খাইয়ে ভ্যান নিয়ে তিনি বাইরে বের হন। এসময় শিশুটির মাও ঘরের বাইরে ছিলেন।
সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য শিশুটির লাশ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
হত্যার কারণ ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।