কেমিকেল কারখানা
চট্টগ্রামে কেমিকেল কারখানায় আগুন
চট্টগ্রামের পাহাড়তলী সাগিরকা এলাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি কেমিকেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষণিভাবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ভেতরে কোনো মানুষ আটকে আছে কি না তাও নিশ্চিত করতে পারেনি দমকল বাহিনী।স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশের হোমল্যান্ড নামে একটি রাসায়নিক কারখানায় সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এর কয়েক মিনিট পর সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্টেডিয়ামের নিরাপত্তায় রাখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে খুন, আটক ২আগুনের তীব্রতা বেশি থাকায় পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, আগুন নেভানোর কাজে যোগ দেয় ১২টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। রাসায়নিক কারখানাটিতে বিপুল দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে হানিফ পরিবহনের ধাক্কায় নিহত ২
৩ বছর আগে
গাজীপুরে কেমিকেল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট
গাজীপুরের শ্রীপুরে একটি কেমিকেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাওনা টেপিরবাড়ি এলাকার এ এস এম কেমিকেল কারখানার একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসসহ আশপাশের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: রূপগঞ্জে কারখানায় আগুন: শনাক্ত ২৪ জনের লাশ বুঝে পেল পরিবার
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
মতিঝিলে বিসিআইসি ভবনে আগুন
৩ বছর আগে