গ্লাসকো
গ্লাসগো থেকে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠান শেষ করে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন পৌঁছেছেন।
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সপ্তাহের যুক্তরাজ্য ও ফ্রান্স সফরের অংশ হিসেবে ৯ নভেম্বর পর্যন্ত লন্ডন অবস্থান করবেন। এরপর তিনি প্যারিসের উদ্দেশ্যে রওনা হবেন।
প্রধানমন্ত্রী ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্যারিসে অবস্থান করবেন। প্যারিস সফরকালে তিনি ফরাসি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
এর আগে ৩১ অক্টোবর স্কটল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা এবং প্যারিস থেকে ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন: বিশ্বকে জলবায়ু অভিবাসীদের দায়িত্ব ভাগ করে নিতে হবে: প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী নারীরা: প্রধানমন্ত্রী
স্কটল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৩ বছর আগে