লিটার
সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা, খোলা তেল ১৬৭ টাকা এবং খোলা পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
আগামী ১৫ দিনের মধ্যে আরও এক দফা ভোজ্যতেলের দাম কমানো হবে বলেও জানান তিনি৷
রবিবার (১১ জুন) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সপ্তম সভা শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, ‘আজকের সভায় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি। আজকে আলোচনা করেছি বর্তমানে আমদানি পরিস্থিতি কেমন আছে, দাম কেমন হওয়া উচিত।’
আরও পড়ুন: রমজানের আগে ওএমএসের ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই দেখেছেন পেঁয়াজের দাম কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমদানির অনুমতি দেওয়ার পরে আজকে আমরা সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আমদানিকারকরা দাম কমিয়ে দেবেন।’
তপন কান্তি ঘোষ বলেন, ‘বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ১০ টাকা কমিয়ে ১৬৭ টাকা করা হয়েছে। যা আগে ছিল যথাক্রমে ১৯৯ টাকা ও ১৭৭ টাকা। আর খোলা পাম তেল লিটারে ১৩৫ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং বোতলজাত সুপার পাম তেল লিটারে ১৬৭ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬৫ টাকা করা হয়েছে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের চাহিদা ৩ লাখ টনের কাছাকাছি। স্থানীয় উৎপাদন হয় দুই লাখ টন, আর বাকি ১৮ লাখ টনই আমদানি করতে হয়।
আরও পড়ুন: ওএমএস-এর জন্য ২.২০ কোটি লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে টিসিবি
আবারও বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম
১ বছর আগে
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমল
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম হবে প্রতি লিটার ১৭৮ টাকা।
সোমবার ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।
আরও পড়ুন: আবারও বাড়ল সয়াবিন তেলের দাম
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সঙ্গে বৈঠকের পর বিভিওআরভিএমএ আজ এ ঘোষণা দিয়েছে।
এতে বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ দশমিক ২৯ শতাংশ কমেছে বলে সমিতির নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাঁচ লিটারের বোতল সয়াবিন তেলের দাম ৯৪৫ টাকা থেকে কমে ৮৮০ টাকা হবে। একইভাবে প্রতিলিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৮ টাকা।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৭ টাকা
সয়াবিন তেলের দাম লিটারে কমল ৬ টাকা
২ বছর আগে
পাম তেলের দাম লিটারে ৩ টাকা কমেছে
লিটারে ৩ টাকা কমেছে পাম তেলের দাম। মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিভিওআরভিএমএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোলা পাম তেলের দাম এখন প্রতি লিটার ১৩০ টাকা দামে বিক্রি হবে।
এর আগে রবিবার বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা কমায়।
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৬০ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সয়াবিন তেল মজুত রাখায় ব্যবসায়ীর জরিমানা
ভোজ্যতেলের আমদানির ওপর ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি
শৈলকুপায় সয়াবিন তেল মজুদ রাখায় ২ জনের জরিমানা
২ বছর আগে
ডিজেল, কেরোসিনের দাম বেড়ে লিটার প্রতি ৮০ টাকা
সরকার খুচরা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মূল্য অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২ টার পর থেকে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ৬৫ টাকার পরিবর্তে ৮০ টাকায় বিক্রি হবে। তবে, অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের দাম অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তাদের আমদানি করা দামের চেয়ে লিটার প্রতি ডিজেল ১৩ দশমিক ০১ টাকায় ও ফার্নেস অয়েল ৬ দশমিক ২১ টাকায় বিক্রি করায় প্রতিদিন সরকারের ২০ কোটি টাকার ক্ষতি হচ্ছে।
তাই, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে পেট্রোলিয়ামের দাম বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
চালের দাম বৃদ্ধির কোনো কারণ নেই: খাদ্যমন্ত্রী
‘আওয়ামী সিন্ডিকেটের’ মুনাফার জন্য বিদ্যুতের দাম বৃদ্ধি: বিএনপি
৩ বছর আগে