লিটারে ৩ টাকা কমেছে পাম তেলের দাম। মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিভিওআরভিএমএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোলা পাম তেলের দাম এখন প্রতি লিটার ১৩০ টাকা দামে বিক্রি হবে।
এর আগে রবিবার বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা কমায়।
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৬০ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সয়াবিন তেল মজুত রাখায় ব্যবসায়ীর জরিমানা