ইমরাউল রাফাত
তিথির অসুখ: ইমরাউল রাফাত পরিচালিত চরকির নতুন ওয়েব ফিল্ম
বর্তমান সময়ের জনপ্রিয় নাট্যকার ইমরাউল রাফাত এবার নিয়ে আসছেন ওয়েব সিনেমা। ‘তিথির অসুখ’ শিরোনামের সিনেমাটির প্রিমিয়ার হবে দেশীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে ৪ নভেম্বর, ২০২১। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে প্রথম দর্শনে মুভিটি বেশ ইতিবাচক সাড়া পায়। তথাকথিত ব্যবসায়িক সিনেমার গণ্ডি পেরিয়ে ওটিটি অরিজিনালগুলো ইতোমধ্যেই চলচ্চিত্র জগতে বিপ্লব নিয়ে আসছে। এ মুভিটিও সেই মিছিলে একটি সরব অংশীদার হতে যাচ্ছে। ট্রেলারে রহস্যময় ফুটেজগুলো দেখে বুঝার উপায় নেই কী হতে যাচ্ছে ছবির কাহিনী। চলুন, নতুন মুক্তি হতে যাওয়া ছবিটির ব্যাপারে কিছু তথ্য জেনে নিই।
রহস্য প্রেমীদের খোরাক জোগাতে ‘তিথির অসুখ’
কফিন, সাপ, লাশ! হরর সিনেমা এই তাৎপর্যপূর্ণ তিনটি উপাদানের সাথে দ্বৈত সত্ত্বা এবং ভবিতব্যের স্বপ্নের এক দারুণ উপস্থাপন দেখা গেছে ‘তিথির অসুখ’ মুভির ট্রেলারে। আবহ সঙ্গীতে ‘রজনী হইশ্না অবসান’ গানটি শুরুতেই যেন পুরো গল্পের নির্যাস আস্বাদনের তাড়না দিলো। এরপর যত সামনে এগুলো পুরো সিনেমাটোগ্রাফি যেন ততটাই দৃষ্টিকে বেঁধে রাখলো চমকে উঠার জন্য।
আরও পড়ুন: পুরাতন বান্টি-বাবলি জুটিকে টপকাতে আসছে বান্টি অর বাবলি-২
দর্শকদের অনেকেই ছোট্ট ভিডিওটিতে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত অনম বিঃশ্বাসের ‘দেবী’কে খুঁজে পাচ্ছেন। কেননা এতে আছে পুরোনো বাড়ি জুড়ে আতঙ্কিত অপ্রকৃতিস্থ নারীর পায়চারি আর তাকে সাহায্য করতে মনরোগ বিশেষজ্ঞের প্রচেষ্টা। তাছাড়া ‘দেবী’র মত এখানেও জমকালো রঙের আধিক্য চোখে পড়েনি। মিনিমালিজমের সীমারেখার মধ্যে থেকে রহস্যগল্পের প্রায় প্রতিটি উদ্দীপককে সতর্কতার সাথে স্পর্শ করা হয়েছে। ছোট ছোট সংলাপ আর অভিব্যক্তিগুলো অকুণ্ঠচিত্ত্বে অভিনেতা-অভিনেত্রীদের দক্ষতার পরিচয় দিচ্ছে।
‘তিথির অসুখ’ ওয়েব ফিল্ম নির্মাণ
‘তিথির অসুখ’-এর নির্মাতা ইমরাউল রাফাত ছোট পর্দায় মুলধারার রোমান্টিক ও কমেডি নাটক পরিচালনার মাধ্যমেই বেশি সুনাম কুড়িয়েছেন। পরিচালনার হাতেখড়িটা তাঁর হয়েছিলো বর্তমান সময়েরই আরেক জনপ্রিয় নাট্য নির্মাতা আশফাক নিপুণের সাথে সহযোগী পরিচালক হিসেবে কাজ করে।
রাফাতের পরিচালিত প্রথম খণ্ড নাটক ‘চতুরঙ্গ’ যেখানে তিনি তার চারটি শর্টফিল্ম এক সাথে করে একটি চিত্রনাট্য তৈরি করেন। তাঁর প্রথম ধারাবাহিক ‘পাশ্ব প্রতিক্রিয়া’ আরটিভিতে প্রচারিত হয়।
আরও পড়ুন: ইডফায় লড়বে সাইমনের ‘অন্যদিন’
চিত্রনাট্যের ক্ষেত্রে দর্শকদের চাহিদাকে অধিক গুরুত্ব দেয়া রচয়িতা ইমরাউল রাফাত-এর গল্প নির্ভর সিনেমা বানানোর কাজ এই প্রথম।
প্রথম দিকে নিজের রচনার কাজগুলোই পরিচালনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তখনো তাঁর ভালো লাগা জনরার সাথে দর্শক চাহিদা মিলে যেতো। সেদিক থেকে ভাবলে, এই রোমান্টিক কমেডি নাটক নির্মাতা অনেকটা তাঁর নিজের গণ্ডি থেকে বের হয়েই নির্মাণ করছেন এই রহস্যধর্মী চলচ্চিত্র ‘তিথির অসুখ’।
‘তিথির অসুখ’ ওয়েব ফিল্মের অভিনেতা-অভিনেত্রীরা
‘তিথির অসুখ’ চলচ্চিত্রের মুল চরিত্রে আছেন এ সময়ের জনপ্রিয় তারকা তাসনিয়া ফারিন। চরকিতে এর আগেও তিনি কাজ করেছেন মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে। এছাড়া জি-৫ ওটিটি প্ল্যাটফর্মে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস এ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজটির মাধ্যমে তিনি ব্যাপকভাবে সমাদৃত হন। এর বাইরে টিভি নাটকে খুব কম সময়েই নিজের একটি আলাদা অবস্থান করে নিয়েছেন এই নতুন অভিনেত্রী।
আরও পড়ুন: টম হল্যান্ডের ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম’ নিয়ে সিনেমাপাড়ায় হৈচৈ
‘তিথির অসুখ’ ওয়েব ফিল্মে তার বিপরীতে থাকছেন ‘স্বপ্নজাল’-এর নায়ক ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘রূপকথা’ যা প্রকাশ পেয়েছিলো বায়োস্কোপ-এ। সর্বশেষ চরকিতে মুক্তিপ্রাপ্ত ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে তাসনিয়া ফারিনের সাথে তিনিও ছিলেন।
‘তিথির অসুখ’-এ আরও দেখা যাবে ছোট ও বড় পর্দার সুপরিচিত মুখ ইন্তেখাব দিনারকে।
পরিশিষ্ট
এতটুকু নিশ্চিত করে বলা যায় যে, বাংলাদেশের রহস্য বা হরর ক্যাটাগরিকে সমৃদ্ধ করতে দারুণ একটি মুভি হতে যাচ্ছে ‘তিথির অসুখ’। ঢালিউডে রহস্য ও হরর-এর মিশ্রণ নেই বললেই চলে। খুব সীমিত পর্যায়ের যেগুলো হয়েছে সেগুলোর মান নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। সেদিক থেকে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনের রচিত ‘দেবী’ চলচ্চিত্রের এখন পর্যন্ত কোনো জুড়ি নেই। তাই ‘তিথির অসুখ’-এর শুভ মহরত শুধু অনলাইন বাংলা কন্টেন্টের এক অপূর্ব সংযোজন হবে তা নয়, বাংলাদেশি গল্পে দর্শকদের স্বাদেরও বৈপ্লবিক পরিবর্তন আনবে।
আরও পড়ুন: পুনিথ রাজকুমার: কান্নাড়া চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতার পরোপকারী ক্ষণস্থায়ী জীবন
৩ বছর আগে