জনবল
জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায় রাশিয়া: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায় রাশিয়া বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
রবিবার (২৪ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের প্রতিনিধি দল।
পরে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: বাণিজ্য সম্প্রসারণে নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
তিনি বলেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক। রাশিয়ায় জনবল পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাশিয়া তাদের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন শ্রমিক নিতে চায় দেশটি।
তিনি বরেন, এরপর পর্যায়ক্রমে তারা আরও দক্ষ শ্রমিক নেবে। এছাড়া শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়গুলো কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছে।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রতিষ্ঠানের আধুনিকায়ন গুরুত্বপূর্ণ: সমবায় প্রতিমন্ত্রী
অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
৮ মাস আগে
বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে আগ্রহী মঙ্গোলিয়া: বাণিজ্য প্রতিমন্ত্রী
মঙ্গোলিয়া ডাক্তার-নার্স এবং ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন খাতে দক্ষ জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, বাংলাদেশের অনেক দক্ষ জনবল বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। বিদেশি শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে।
আরও পড়ুন: বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সিআইএস-বিসিসিআইকে একযোগে কাজের আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর
মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত ডাক্তার-নার্স, ইঞ্জিনিয়ার এবং কন্সট্রাকশন, কৃষিসহ বিভিন্ন খাতে জনবল নেওয়ার যে আগ্রহ প্রকাশ করায় দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, মঙ্গোলিয়া দেশটির দ্বিতীয় ভাষা ইংরেজি ঘোষণা করায় ইংরেজিতে দক্ষ জনবলের বড় চাহিদা রয়েছে বলে বাণিজ্য প্রতিমন্ত্রীকে অবহিত করলে তিনি বাংলাদেশ থেকে এ ভাষায় দক্ষ শিক্ষার্থী নেওয়ার আহ্বান জানান।
এ প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ইংরেজিতে অসংখ্য গ্রাজুয়েট রয়েছে যারা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ যেমন-আইএলটিএস, টোফেল, জিআরই করে নিজেদের দক্ষ করে তৈরি করেছে।
আরও পড়ুন: দেশের রপ্তানিযোগ্য পণ্যের নতুন বাজার খোঁজার নির্দেশ বাণিজ্য প্রতিমন্ত্রীর
তিনি বলেন, মঙ্গোলিয়া সরকার বাংলাদেশ থেকে এ ভাষায় দক্ষ শিক্ষার্থীদের সে দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে মঙ্গোলিয়ার সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ তৈরি পোশাকসহ নানা পণ্য পৃথিবীর অনেক দেশে রপ্তানি করে থাকে। সরকার পাটজাত ও চামড়াজাত পণ্য এবং হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করে ব্যাপক কর্মসূচি নিয়েছে। এছাড়া বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসের বিশ্বব্যাপী বাজার সৃষ্টি হয়েছে। মঙ্গোলিয়া সরকারকেও বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি করার আহ্বান জানান।
বৈঠককালে রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ জানান, মঙ্গোলিয়া ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধাভোগী দেশ এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বের চুক্তি রয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, এছাড়া চীন এবং রাশিয়ার সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে অনুকূল সম্পর্ক বিদ্যমান। তাই বাংলাদেশ মঙ্গোলিয়ার সঙ্গে বিনিয়োগসহ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পারে।
আরও পড়ুন: প্রতিটি ক্ষেত্রে আরও স্বচ্ছতা-জবাবদিহি আনার চেষ্টা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
১০ মাস আগে
খুমেক হাসপাতালে অপর্যাপ্ত শয্যা ও জনবল, চিকিৎসায় ভোগান্তি
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রোগীদের অতিরিক্ত ভিড় ও জনবল সংকটের কারণে যথাযথ চিকিৎসা পেতে হিমশিম খেতে হচ্ছে।
৫০০ শয্যার হাসপাতালের ধারণ ক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা ৩ গুণ বেশি হওয়ায় শয্যা স্বল্পতার কারণে খুমেক কর্তৃপক্ষ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।
এছাড়া হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকদেরও প্রতিদিন গড়ে ১ হাজার ৫০০ রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
আরও পড়ুন: ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ: ক্লাস বর্জন খুমেক শিক্ষার্থীদের
খুমেকের উপ-পরিচালক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, নতুন বিভাগ খোলার পর কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবা পরিষেবা সম্প্রসারিত করায় রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভিড় করছেন।
তিনি আরও বলেন, যদিও আমরা রেকর্ড সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা দিতে অনেক সংগ্রাম করছি, তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
সম্প্রতি হাসপাতালে পরিদর্শনের সময় ইউএনবির এই সংবাদদাতা দেখতে পান, হাসপাতাল ভবনের প্রবেশদ্বারের কাছে মেঝে, বারান্দা এবং সিঁড়িগুলোতে রোগীদের উপচে পড়া ভিড়। বিছানার স্বল্পতার কারণে অনেকেই মেঝেতে মাদুর, বাথরুমের কাছে এবং সিঁড়িতে বিশ্রাম নিচ্ছিলেন।
রূপসা উপজেলা থেকে বাবাকে নিয়ে হাসপাতালে আসা জাহাঙ্গীর আলম বলেন, শ্বাসকষ্ট নিয়ে বাবাকে নিয়ে এসেছি। গত ৭ দিন ধরে তিনি বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। বারান্দায় ফ্যান না থাকায় গরমে বাবার খুব কষ্ট হচ্ছে।
আরও পড়ুন: শুক্রবার থেকে খুমেক হাসপাতালের ৩ চিকিৎসক নিখোঁজ
১ বছর আগে
শিশুদের সুরক্ষায় সমাজসেবা কর্মীবাহিনীকে শক্তিশালী করার প্রতিশ্রুতি সরকারের
বাংলাদেশ সরকার ছয় হাজার নতুন সামাজিক কর্মী নিয়োগ করে তিন হাজার জনবল থেকে ৯ হাজার জনবলে উন্নীত করবে।
সাড়ে চার লাখ শিশুর ওপর চালানো জাতীয় পারিবারিক জরিপে দেখা যায়, ১৫ বছরের কম বয়সী ৮৯ শতাংশ শিশু নিয়মিত শারিরীক ও মানসিক নির্যাতনের শিকার। জরিপের এই ফলাফলের পরপরই এই যুগান্তকারী সিদ্ধান্ত আসলো।
সোমবার ঢাকায় অনুষ্ঠিত প্রথমবারের মতো ‘বাংলাদেশে শিশু সুরক্ষা বিষয়ক জাতীয় সিম্পোজিয়াম’-এ শিশু সুরক্ষা পরিষেবা জোরদার
করা এবং সমাজকর্মীদের সংখ্যা ২০০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
ইউনিসেফ এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ আয়োজনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিম্পোজিয়ামটি উদ্বোধন করেন। এবং একটি ভিডিও বার্তায় শিশু সুরক্ষা পরিষেবাগুলোকে কমিউনিটি পর্যায়ে সহলভ্য করার গুরুত্বের ওপর জোর দেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সরকারের লক্ষ্য হল একটি পেশাদার সামাজিক পরিষেবা কর্মীবাহিনী গড়ে তোলা। আর শিশু হেল্পলাইন নম্বরটি হলো ১০৯৮। যাতে কোনো শিশু পিছনে পড়ে না থাকে সেজন্য শিশু সুরক্ষা ভাতা, স্বেচ্ছাসেবক, কিশোর শিশু এবং সম্প্রদায়ের লোকদের জড়িত সম্প্রদায়-ভিত্তিক বিস্তৃত পরিষেবাগুলোর মতো শিশু সুরক্ষা পরিষেবাগুলোর সরবরাহ বাড়ায়।’
বাংলাদেশে ত্রিশ লাখেরও বেশি শিশু শিশুশ্রমে আটকে আছে। এর মধ্যে এক কোটি ৩০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত।
প্রতি পাঁচজন শিশুর একজন প্রাথমিক বিদ্যালয় শেষ করে না। প্রায় অর্ধেক শিশুর জন্ম নিবন্ধন নেই।
আরও পড়ুন: সরকার ওজনস্তর রক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করছে: জলবায়ু পরিবর্তন মন্ত্রী
এক লাখেরও বেশি শিশু প্রাতিষ্ঠানিক যত্ন ও পারিবারিক সহায়তা বঞ্চিত। প্রতি দুই কন্যাশিশুর মধ্যে একজনের শিশু অবস্থায় বিয়ে দেয়া হয়। এছাড়াও লাখ লাখ শিশু রাস্তায় বাস করে।
‘সমাজকর্মীরা সমাজের গভীরে পৌঁছায় যেখানে শিশুদের তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, আরও বেশি শিশুকে জটিল পেশাগত যত্ন থেকে উপকৃত হতে সমাজকর্মীদের সংখ্যায় এই
অকল্পনীয় বৃদ্ধির জন্য আমি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই।
আজকের উচ্চ পর্যায়ের শিশু সুরক্ষা সিম্পোজিয়ামের আলোচনায় প্রতিবন্ধী শিশুদের অধিকার ও চাহিদা এবং শিশু সুরক্ষা আইনি কাঠামোর বিষয়ে সরকার, সুশীল সমাজ, বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক অংশীদারদের সমাজসেবা
কর্মশক্তি, ঝুঁকি এবং হস্তক্ষেপের প্রাথমিক সনাক্তকরণ বিষয়ে একমত হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে শিশুদের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ‘২০২৪ সালে ৮০ বিলিয়ন ডলার এবং ২০২৬ সালে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা সরকারের’
তিনি বলেন, ‘আমাদের আজকের অনুষ্ঠান শিশুদের সহিংসতা, অপব্যবহার এবং শোষণ থেকে, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশু এবং প্রতিবন্ধী শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি অনন্য সুযোগ। ইইউ বাংলাদেশে শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে সরকারকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও সুপ্রিম কমিটি অন চাইল্ড রাইটস এর সদস্য হাইকোর্টের বিচারপতি শেখ হাসান।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশ সরকারকে যৌথভাবে একটি বিস্তৃত জাতীয় শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে ইউনিসেফ।
আরও পড়ুন: সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে
মালয়েশিয়া বাংলাদেশ থেকে আরও জনবল নেবে
সফররত মালয়েশিয়ার প্ল্যান্টেশন, ইন্ডাস্ট্রি এবং কমোডিটি বিষয়ক মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা বিনতে কামারউদ্দিন বলেছেন, মালয়েশিয়া; বিশেষ করে বৃক্ষরোপণ খাতে বাংলাদেশ থেকে আরও বেশি জনবল নিয়োগ করতে আগ্রহী।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়ার মন্ত্রী এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের বলেন, বৃক্ষরোপণ খাতে সরকার-টু-গভর্নমেন্ট (জি২জি) চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করা যাবে কিনা সে প্রস্তাব নিয়ে আলোচনা করেন জুরাইদা কামারউদ্দিন।
সফররত মন্ত্রী বলেন, প্রস্তাবিত নিয়োগ পদ্ধতির মাধ্যমে তারা শ্রমিকদের জন্য উপযুক্ত আবাসন ও বেতনসহ মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান এবং নিয়োগ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ এবং ঝামেলা ও হয়রানিমুক্ত করতে চান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, তারা কর্মীদের তদারকি করার জন্য একটি ট্র্যাকিং সিস্টেম চালু করতে আগ্রহী।
আরও পড়ুন: মালয়েশিয়াকে পাম অয়েলের দাম কমানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
এ বিষয়ে জুরাইদা কামারউদ্দিন বলেন, মালয়েশিয়া মনে করে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।
প্রধানমন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে।
এসময় মালয়েশিয়ার মন্ত্রী করোনা মহামারি সফলভাবে মোকাবিলা করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।
তিনি বলেন, শেখ হাসিনা বিশ্বের সকল নারীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন, কারণ বিশ্বের নারী নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যতম প্রভাবশালী।
শেখ হাসিনা বাংলাদেশে করোনা ভ্যাকসিনেশন সহায়তা প্রদানের জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
এসময় মালয়েশিয়ার মন্ত্রী জুরাইদাও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
বৈঠকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের মৈত্রীর বন্ধন রক্তের অক্ষরে লেখা: তথ্যমন্ত্রী
ডি-৮ এর শক্তিশালী অর্থনৈতিক জোট হওয়ার সক্ষমতা রয়েছে: প্রধানমন্ত্রী
২ বছর আগে
চাকরি: সাউথইস্ট ব্যাংক লিমিটেডে জনবল নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের পাঁচটি বিভাগে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: সরকারি/বেসরকারি যে-কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রাম এলাকায় এজেন্ট ব্যাংকিং ও এসএমই ব্যাংকিংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল করা হতে পারে।
বেতন: প্রথম বছরে ১৬ হাজার টাকা। দ্বিতীয় বছর থেকে ১৮ হাজার টাকা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগ।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য এ ওয়েবসাইট (https://www.southeastbank.com.bd/) ভিজিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২১।
আরও পড়ুন: চাকরি: বিজিবিতে নিয়োগ
পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
৩ বছর আগে