প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট ঘোষণা বাংলাদেশের
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি উপশম করতে ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট ঘোষণা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বৃহস্পতিবার গ্লাসগোতে কপ-২৬ এর সাইডলাইনে মন্ত্রণালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা করেন।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ঘটনা প্রতি বছর বাংলাদেশে ৫০ হাজার মানুষকে বাস্তুচ্যুত করে। ২০১৭ সালে বন্যার কারণে বাস্তুচ্যুত হওয়া ১৩৫টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ষষ্ঠ ক্ষতিগ্রস্ত দেশ
বিশ্বব্যাংকের গ্রাউন্ডসওয়েল প্রতিবেদনে অনুমান করা হয়েছে, ধীর জলবায়ু পরিবর্তন প্রক্রিয়া যেমন পানির স্বল্পতা, ফসল উৎপাদন হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ১৯ মিলিয়ন মানুষ অভ্যন্তরীণভাবে স্থানান্তরিত হবে।
বাংলাদেশ ২০২১ সালের জানুয়ারিতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যবস্থাপনা বিষয়ে তার জাতীয় কৌশল প্রণয়ন করেছে।
প্রতিমন্ত্রী বলেন, আমি আত্মবিশ্বাসী কপ-২৬ প্রাতিষ্ঠানিক ক্ষতি এবং ক্ষতির জন্য একটি প্রক্রিয়া তৈরি করতে সক্ষম হবে। এই বছরের কপ-২৬ সম্মেলনে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে ছাড়পত্র প্রবর্তনের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন ইউএনবিকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অর্থের প্রয়োজন সে বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানান সচিব।
আরও পড়ুন: জলবায়ু তহবিল পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ
জলবায়ু সহনশীলতা বাড়াতে সহায়তা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া
সৌদির বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ
৩ বছর আগে