থিয়েটার বিভাগ
রাবি শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের এক শিক্ষার্থীকে রাতভর শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে একই বিভাগের ১০ থেকে ১২ জন সিনিয়রের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতভর তাকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ছাদে এ নির্যাতন করা হয়।
ভুক্তভোগী সামি এম সাজিদ থিয়েটার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র এবং প্রধান অভিযুক্তরা হলেন একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তপু ও রুবেল এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুদ।
ভুক্তভোগীর কয়েকজন বন্ধুর মতে, থিয়েটার বিভাগের কয়েকজন সিনিয়র সাজিদকে শামসুজ্জোহা হলের ছাদে ডেকে পাঠান। এরপর তাকে ভোর ৪টায় ছাড়ে। পরে অসুস্থ অনুভব করলে শুক্রবার দুপুরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
এদিকে অভিযোগ অস্বীকার করে আব্দুল্লাহ আল মাসুদ বলেন, থিয়েটার বিভাগের কয়েকজন সিনিয়র ও সাজিদ শামসুজ্জোহা হলের ছাদে ছিলেন এবং সাজিদকে নির্যাতন করা হয়নি।
থিয়েটার বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুজ্জামান বলেন, সাজিদকে কয়েকজন সিনিয়র সারারাত নির্যাতন করেছে বলে তারা শুনেছেন। তিনি বলেন, ‘পুরো ঘটনা জেনে আমরা আইনি ব্যবস্থা নেব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম পর্যবেক্ষণ করছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীদের আবাসিক ও পরিবহন ফি মওকুফ
রাবিতে ভিসি সোবহানের দেয়া ১৩৮ জনের নিয়োগ স্থগিত
রাবির নতুন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার
৩ বছর আগে