আঞ্জু হত্যা
সুনামগঞ্জে আঞ্জু হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল
সুনামগঞ্জে আঞ্জু মিয়া হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন- আবদুর রহিম, এরশাদ মিয়া, জুলহাস, এমরান মিয়া ও মহরম আলী। আসামিদের সকলের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মোদেরগাঁও গ্রামে।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। পরে বশির আহমেদ পাঁচ আসামির ফাঁসি বহালের রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ী গ্রামের বাসিন্দা আঞ্জু মিয়ার সাথে আসামিদের পূর্ব বিরোধ ছিল। ২০০৬ সালের ১৫ নভেম্বর সকালে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে আঞ্জু মিয়ার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওইদিনই আঞ্জু মিয়ার ছেলে নজরুল ইসলাম তাহিরপুর থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে ২০১৬ সালের ৭ এপ্রিল আঞ্জু মিয়া হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রণয় কুমার দাশ এ দণ্ড দেন।
মামলার অন্য ছয় আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। একই সঙ্গে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। সোমবার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় দেন হাইকোর্ট।
আরও পড়ুন: রংপুরে ‘পুলিশি নির্যাতনে’ মৃত্যু: তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ
প্রতারণার মামলা: সাহেদকে জামিন দেননি হাইকোর্ট
সাবেক এমপি আউয়ালকে জামিন দেননি হাইকোর্ট
২ বছর আগে