স্ত্রীকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জে ‘স্ত্রীকে কুপিয়ে হত্যার পর’ পালিয়েছেন স্বামী
মুন্সীগঞ্জ সদর উপজেলার সেলিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুজন মোল্লার (৫০) বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত সুজন মোল্লা।
শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলিয়া দেওয়ানকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানিয়েছেন, ঝগড়া-মারামারির একপর্যায়ে সেলিনা অন্য ঘরে আত্মরক্ষার চেষ্টা করলেও পেছন থেকে তার ঘাড়ে কোপ দিয়ে নির্মমভাবে হত্যা করেন সুজন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, নিহত সেলিনা বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। ৯ মাস আগে সুজন মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। প্রথম তিন মাস সংসার ভালো চললেও গত ছয় মাস ধরে সুজন তার স্ত্রীকে সন্দেহ করে প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
নিহত গৃহবধূ সেলিনার মা সুফিয়া বেগম বলেন, সুজ ন একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। সন্দেহের বশে সে প্রায়ই আমার মেয়েকে মারধর করত। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সালিশও হয়েছে, কিন্তু তাতেও শান্ত হয়নি সে।
তিনিও আরও জানান, সেলিনার এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে। আগের ঘরের মেয়ে সোহানা আক্তারের বকচরে বিয়ে হয়। মেয়েটির সন্তান হয়েছে, আর সেই সন্তান দেখতে যাওয়া নিয়েই প্রাণঘাতী এই ঝগড়া বাঁধে।
২০২ দিন আগে
বাগেরহাটে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে ‘হত্যা’, স্বামী পলাতক
পারিবারিক কলহের জের ধরে বাগেরহাটের ফকিরহাটে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামীর বিরুদ্ধে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্যামবাগাত গ্রামে ওই নারীর বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আরিফা বেগম (১৮) খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনাটি গ্রামের মো. হেলাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত হেলাল উদ্দিন পেশায় অটোচালক। তাদের এক বছর বয়সী ছেলে সন্তান রয়েছে।
এ ঘটনায় নিহত আরিফা বেগমের শাশুড়ি লিপি বেগম (৪০) ও সৎ মা জাহান বেগমকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আরও পড়ুন: নোয়াখালীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, গত শুক্রবার আরিফা বেগম এক বছর বয়সী ছেলেকে নিয়ে ফকিরহাটের শ্যামবাগাত গ্রামে তার বাবা বাসায় চলে আসে। পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে তার স্বামী লোকজন নিয়ে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও সৎমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে হেলাল উদ্দিনসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে বলে ওসি জানান।
আরও পড়ুন: পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর ব্যক্তিগত মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা
নিহত আরিফা বেগমের পরিবারের অভিযোগ, ২০১৩ সালে আরিফা বেগম ভালোবেসে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ইউসুফ আলীর ছেলে হেলাল উদ্দিনকে বিয়ে করে। বিয়ের পর থেকে নানাভাবে তার ওপর নির্যাতন চালিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। প্রায় সময় আরিফা স্বামীর বাড়ি থেকে তার মায়ের ভাড়া বাসায় চলে আসতো। গত শুক্রবার আরিফা ছেলেকে সাথে নিয়ে তার বাবা বাসায় চলে আসে। সোমবার রাতে আরিফার স্বামী শ্বশুরবাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
১৪৮৬ দিন আগে