মুন্সীগঞ্জ সদর উপজেলার সেলিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুজন মোল্লার (৫০) বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত সুজন মোল্লা।
শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলিয়া দেওয়ানকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানিয়েছেন, ঝগড়া-মারামারির একপর্যায়ে সেলিনা অন্য ঘরে আত্মরক্ষার চেষ্টা করলেও পেছন থেকে তার ঘাড়ে কোপ দিয়ে নির্মমভাবে হত্যা করেন সুজন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, নিহত সেলিনা বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। ৯ মাস আগে সুজন মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। প্রথম তিন মাস সংসার ভালো চললেও গত ছয় মাস ধরে সুজন তার স্ত্রীকে সন্দেহ করে প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
নিহত গৃহবধূ সেলিনার মা সুফিয়া বেগম বলেন, সুজ ন একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। সন্দেহের বশে সে প্রায়ই আমার মেয়েকে মারধর করত। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সালিশও হয়েছে, কিন্তু তাতেও শান্ত হয়নি সে।
তিনিও আরও জানান, সেলিনার এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে। আগের ঘরের মেয়ে সোহানা আক্তারের বকচরে বিয়ে হয়। মেয়েটির সন্তান হয়েছে, আর সেই সন্তান দেখতে যাওয়া নিয়েই প্রাণঘাতী এই ঝগড়া বাঁধে।