এলিসি প্রাসাদ
ফ্রান্সের এলিসি প্রাসাদে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
ফ্রান্স সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলিসি প্রাসাদে এক জাকজমকপূর্ণ সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের পর প্রথমে প্রেসিডেন্টের গার্ড শেখ হাসিনাকে অভিবাদন জানান। এরপর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তাঁকে সাদর অভ্যর্থনা জানান। এরপর দুই রাষ্ট্রপ্রধান ফটো সেশনে অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত এক আলোচনার পর দুই নেতা মধ্যাহ্নভোজ করেন এবং এরপর তেতে-এ-তেতে যান।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা উপস্থিত ছিলেন। এরপর রিপাবলিকান গার্ড শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সংবর্ধনা ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
সন্ধ্যায় ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে ফরাসি প্রধানমন্ত্রীর সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ম্যাটিগননে পৌঁছালে ফরাসি প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন।
আরও পড়ুন:প্যারিসের উদ্দেশে লন্ডন ত্যাগ করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীতে যোগ দেবেন। প্রথমবারের মতো ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে যোগ দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেবেন। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর নামে আন্তর্জাতিক পুরস্কারটি বিজয়ী ব্যক্তি বা সংস্থাকে দেয়া হবে।
প্যারিস সফরে শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফরাসি প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সঙ্গেও বৈঠক করবেন। পরে, তিনি ফরাসি সিনেট পরিদর্শন করবেন, সেখানে চলমান সিনেট অধিবেশনে তিনি আনুষ্ঠানিক সংবর্ধনা গ্রহণ করবেন।
শেখ হাসিনা আগামী ১১ নভেম্বর প্যারিস শান্তি ফোরামে যোগ দেবেন। এরপর তিনি ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে যাবেন। সেখান থেকে তিনি এলিসি প্যালেসে যাবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আয়োজিত নৈশভোজে যোগ দিতে।
১২ নভেম্বর হাসিনা প্যারিস শান্তি ফোরামে অংশ নেবেন। এছাড়া সাউথ-সাউথ ও ত্রিদেশীয় সহযোগিতার উপর একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
আরও পড়ুন:ড্রোন হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী
গ্লাসগো থেকে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২ বছর আগে