সুপার টুয়েলভে
টি-২০ বিশ্বকাপ ২০২২: উন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আইরিশরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। তিন ম্যাচে দুই হারে গ্রুপ বি থেকে সুপার টুয়েলভে খেলার আশা শেষ হয়ে গেছে দু’বারের চ্যাম্পিয়নদের। আয়ারল্যান্ডের পাশাপাশি দিনের অপর ম্যাচে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের মধ্যকার জয়ী দল সুপাল টুয়েলভে খেলবে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজের অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৪৬ রান করে দলটি। ব্র্যান্ডন কিং ছয়টি চার ও একটি ছয়ে ৪৮ বলে সর্বোচ্চ ৬২ রান করেন।
গ্যারেথ ডেলানি ১৬ রানে তিন উইকেট শিকার করেন।
জবাবে ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আয়ারল্যান্ড। ওপেনার পল স্টার্লিং ছয়টি চার ও দুটি ছয়ে ৪৮ বলে ৬৬ রান করেন। তিনে নামা লোরকান টাকার ৩৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। এছাড়া অপর ওপেনার অ্যান্ড্রু বালবির্নি ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন।
এদিকে বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপ এ-এর শীর্ষ থেকেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এছাড়া নেদারল্যান্ডস গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে থেকে সুপার টুয়েলভে খেলবে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারাল স্কটল্যান্ড
টি-২০ বিশ্বকাপ ২০২২: সুপার টুয়েলভে শ্রীলঙ্কা ও উইন্ডিজের মুখোমুখি হতে পারে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ ২০২২: শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়ার চমক
২ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম সেমিতে আজ ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮ টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দল এবার মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে।
ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দু’দলই বিশ্বকাপের সুপার টুয়েলভে চারটি করে ম্যাচ জিতেছে।
ইংল্যান্ড গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেট বেশ ভালো খেলছে। এদিকে নিউজিল্যান্ডও সাম্প্রতিক বছরগুলোতে আইসিসির চারটি বড় টুর্নামেন্টের মধ্যে তিনটিতে ফাইনালে উঠেছে।
আরও পড়ুন: টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার পর্যালোচনা করতে বিসিবির কমিটি গঠন
চোট পেয়ে ইংল্যান্ডের ওপেনার জেসন রয় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় তার জায়গায় জেমস ভিন্সকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইংলিশ অলরাউন্ডার মঈন আলী বলেছেন, রয়কে হারানো বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কা। তবে রয়ের জায়গায় যে সুযোগ পেয়েছে সে-ও ভালো করতে প্রস্তুত রয়েছে।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেছেন, ২০১৯ সালে লর্ডসে ফাইনাল হারার স্মৃতির সাথে আজকের ম্যাচের কোনো সম্পর্ক নেই।
বিশ্বকাপে দারুণ ফর্মে থাক ইংল্যান্ডের জস বাটলার একটি সেঞ্চুরিসহ ২৪০ রান করেছেন। অপরদিকে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার মার্টিন গাপটিল। পাঁচ ম্যাচে তার সংগ্রহ ১৭৬ রান।
দুবাইয়ে আগামীকাল (১১ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। ফাইনাল হবে ১৪ নভেম্বর।
আরও পড়ুন: আফগানদের হারিয়ে সেমিতে নিউজিল্যান্ড, বিদায় ভারতের
বিশ্বকাপে ব্যর্থ হয়ে দেশে ফিরল টাইগাররা
২ বছর আগে