পোল্যান্ড
পোল্যান্ডে উচ্চশিক্ষা: আবেদন, পড়াশোনার খরচ, ও স্কলারশিপসহ যাবতীয় সুযোগ-সুবিধা
একটি দেশে তখনি শিক্ষার সুস্থ পরিবেশ গড়ে ওঠে, যখন সেখানে মেধা ও বুদ্ধির স্বাধীন ও সঠিক চর্চা হয়। একটি দক্ষ জনগোষ্ঠী দেশের সংস্কৃতি ও সভ্যতাকে নাগরিকদের জন্য কল্যাণকর করে তুলতে পারে। এর নিরীখেই বিকশিত হয় উন্নত জীবনধারণ, যা প্রতিটি মানুষেরই কাম্য। আর এই কারণেই ইউরোপ অভিমুখী হচ্ছে বিশ্বের নানা প্রান্তের উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীরা। বছরের পর বছর ধরে পেশাদার জনশক্তি তৈরি করে আসছে বাস্তবধর্মী শিক্ষা ব্যবস্থার প্রতিনিধি শেনজেনভুক্ত দেশগুলো। এগুলোর মধ্যে অন্যতম একটি দেশ পোল্যান্ডে উচ্চশিক্ষা নিয়ে আজকের প্রবন্ধ। চলুন, পোল্যান্ডে অধ্যয়ন খরচ ও স্কলারশিপসহ ক্যারিয়ার গঠনের যাবতীয় সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পোল্যান্ডে কেন পড়তে যাবেন
উচ্চশিক্ষা লাভে এই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য রাষ্ট্রটিকে বেছে নেওয়ার নেপথ্যে প্রধান কারণ হতে পারে এর আর্থ-সামাজিক অবস্থা। মাত্র ২৯ দশমিক ১ অপরাধ সূচক নিয়ে শীর্ষ সহিংসতাহীন দেশগুলোর তালিকায় পোল্যান্ড রয়েছে ২৮ নম্বরে। পৃথিবীর শান্তিপূর্ণ দেশগুলোর সারিতে
৩২ নম্বর অবস্থানে থাকা এই দেশটির বৈশ্বিক শান্তি সূচক ১ দশমিক ৬৭৮। সর্বসাকূল্যে, ১৪৯ দশমিক ৩ জীবনমান সূচক নিয়ে উন্নত জীবনধারণে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে পোলিশ জাতির অবস্থান ৩৯ নম্বর।
এরপরেই সবচেয়ে আকর্ষণীয় কারণটি হচ্ছে স্বল্প খরচে মানসম্মত শিক্ষা। এখানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রতি বছর গড়ে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার অধ্যয়ন ফি নেওয়া হয়। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ২ লাখ ৯৮ হাজার ৬৯৪ থেকে ৪ লাখ ১৮ হাজার ১৭১ টাকার (১ মার্কিন ডলার = ১১৯ দশমিক ৪৮ বাংলাদেশি টাকা) সমান। শুধু তাই নয়, পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো তাদের সমস্ত বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য আবাসনের ব্যবস্থাও করে।
কম ফি নেওয়ার পরেও শিক্ষার মানের সঙ্গে এতোটুকু আপোস করা হয়নি। বিশ্ব কিউএস র্যাংকিং-এ এর বিদ্যাপীঠগুলোর অবস্থান তারই প্রমাণ। পোল্যান্ডের প্রথম সারির বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ওয়ারস-এর র্যাংক ২৬২’তে। জাগিলোনিয়ান ইউনিভার্সিটি এবং ওয়ারস ইউনিভার্সিটি অফ টেকনোলজি রয়েছে যথাক্রমে ৩০৪ এবং ৫৭১ নং অবস্থানে।
পোল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত শিক্ষা কার্যক্রমের নাম বোলোগ্না, যা গোটা ইউরোপে মেনে চলা হয়। এর ফলে এখান থেকে অর্জিত ডিগ্রিগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। শুধু ইউরোপেই নয়, এর বাইরে বিশ্বের যে কোনো চাকরির বাজারে যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে পোলিশ ডিগ্রির।
আরও পড়ুন: বাংলাদেশে থেকে জার্মান ভাষার আন্তর্জাতিক সার্টিফিকেট পাওয়ার উপায়
পোল্যান্ডে উচ্চশিক্ষার জন্য আবেদনের পূর্বশর্ত
আন্ডারগ্রাজুয়েশনে ভর্তির জন্য একাডেমিক শিক্ষা কার্যক্রমে ১২ বছর অতিবাহিত করতে হবে। এখানে প্রতিটি চূড়ান্ত পরিক্ষায় সর্বনিম্ন ৬০ শতাংশ নাম্বার পেতে হবে। জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) পদ্ধতিতে প্রোগ্রাম অনুসারে ন্যূনতম গ্রেডের প্রয়োজনীয়তা ভিন্ন হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে জিপিএ ২ দশমিক ৫ চাওয়া হয়ে থাকে।
ইংরেজি ভাষা দক্ষতার জন্য আইইএলটিএস-এ প্রতিটি ব্যান্ডে ৫ দশমিক ৫ সহ সামগ্রিক স্কোর ৬ থাকতে হয়।
মাস্টার্স-এর জন্য ৩ থেকে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে, যেখানে কোনো পরীক্ষায় ৬০ শতাংশের নিচে পাওয়া যাবে না। আইইটিএলএস-এ প্রতিটি ব্যান্ড স্কোর অবশ্যই ৬ দশমিক ৫ বা তার ওপরে থাকতে হবে।
এছাড়া ডিজাইন, মেডিকেল, বা প্রকৌশলের মত প্রোগ্রামগুলোর ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা পূরণের প্রয়োজন হতে পারে।
পোল্যান্ডের সেরা বিশ্ববিদ্যালয় এবং চাহিদা সম্পন্ন কোর্সের তালিকা
.
গোটা ইউরোপে বহুল সমাদৃত ১০টি পোলিশ শিক্ষা প্রতিষ্ঠান:
- ইউনিভার্সিটি অফ ওয়ারস
- জাগিলোনিয়ান ইউনিভার্সিটি
- ওয়ারস ইউনিভার্সিটি অফ টেকনোলজি
- অ্যাডাম মিকিউইচ ইউনিভার্সিটি পোজনান
- পোজনান ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সেস
- জিডান্স্ক ইউনিভার্সিটি অফ টেকনোলজি
- এজিএইচ (একাডেমিয়া গরনিক্জো-হাটনিক্জা) ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি
- নিকোলাস কোপার্নিকাস ইউনিভার্সিটি
- ইউনিভার্সিটি অফ রোক্ল
- রোক্ল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি |
আরও পড়ুন: মালয়েশিয়ায় উচ্চশিক্ষা: উপায়, খরচ ও সুযোগ-সুবিধা
পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সেরা বিষয়গুলো:
মেডিসিন, মনোবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, আইন, ব্যবসা ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং, কলা, নকশা, এবং স্থাপত্য |
৩ মাস আগে
ইউরোয় এমবাপ্পের প্রথম গোলেও জিততে পারল না ফ্রান্স
ইউরোতে ক্যারিয়ারের প্রথম গোল পেলেন কিলিয়ান এমবাপ্পে, চলতি আসরে নিজেদের খেলোয়াড়দের পা থেকে প্রথম গোল পেল ফ্রান্স, তবুও ‘ডি’ গ্রুপের তৃতীয় ও শেষ রাউন্ডের ম্যাচটিতে জয়বঞ্চিত হয়েছে ফ্রান্স।
ডর্টমুন্ডের জিগনাল ইডুনায় মঙ্গলবার রাতে পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। দুই গোলই এসেছে পেনাল্টি থেকে। ফ্রান্সের হয়ে এমবাপ্পে ও পোল্যান্ডের হয়ে রবের্ট লেভানডফস্কি গোল দুটি করেন।
এই ড্রয়ে তিন ম্যাচে এক জয় ও দুটি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকে শেষ ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স। অপরদিকে, মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিদায় নিয়েছে পোল্যান্ড।
দিনের অন্য ম্যাচে নাটকীয় লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছে অস্ট্রিয়া। ফলে ফেবারিট ফ্রান্স ও ডাচদের টপকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোতে উঠেছে তারা।
আরও পড়ুন: অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মদ্রিচদের কাঁদিয়ে শেষ ষোলোয় ইতালি
নাকে আঘাত লাগায় এক ম্যাচ বিশ্রামে থেকে এদিন বিশেষ মাস্ক পরে মাঠে নামেন এমবাপ্পে। অন্যদিকে, ইনজুরিতে পড়া লেভানডফস্কিও ইউরোরর চলতি আসরে প্রথমবার পোল্যান্ডের শুরুর একাদশে ফেরেন।
এমবাপ্পে একাদশে ফেরায় ফ্রান্সের আক্রমণে কিছুটা ধার বাড়ে। তবে প্রথম দুই ম্যাচ হারা পোল্যান্ডও ভয়ডরহীন ফুটবল খেলে। ফলে সমানে সমানে লড়াইতে শেষ হয় প্রথমার্ধ।
তবে, তারকা আর অভিজ্ঞতায় ভরা ফ্রান্সই আক্রমণ-প্রতি আক্রমণ, গোলের সুযোগ তৈরি, বলের দখল ইত্যাদি ক্ষেত্রে পোলিশদের চেয়ে এগিয়ে ছিল।
প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে পোল্যান্ডকে চেপে ধরে ফ্রান্স। দেম্বেলে ও এমবাপ্পে দুটি দারুণ সুযোগ তৈরি করলেও তা থেকে গোলবঞ্চিত হয় তারা। ফলে জাল অক্ষত রেখেই বিরতিতে যায় দুই দল।
৫ মাস আগে
পোল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ককে শেখ হাসিনার অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ডোনাল্ড ফ্রান্সিসজেক টাস্ককে অভিনন্দন জানিয়েছেন।
ডোনাল্ড টাস্ককে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, ‘পোল্যান্ড প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
তিনি বলেন, ‘এটি আপনার গতিশীল নেতৃত্বের প্রতি পোল্যান্ডের জনগণ এবং সরকারের আস্থার প্রতিফলন। আপনি ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত পোল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।’
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোল্যান্ডের জনগণ আবারও আপনার দূরদর্শী নেতৃত্ব থেকে উপকৃত হবে।’
আরও পড়ুন: কমন ফান্ড ফর কমোডিটিজের এমডি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত বেলালকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থনের জন্য পোল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে পোল্যান্ডই প্রথম স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং জাতিসংঘে বাংলাদেশের দ্বার খুলে দিতে ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ লাভের পাশাপাশি জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোতে সমর্থন দিয়েছে।
তিনি বলেন, ‘বছরের পর বছর আমাদের সম্পর্ক দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে কভার করে গভীরতা ও মাত্রায় বৃদ্ধি পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে দু'দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক ও বন্ধুত্ব আমাদের অভিন্ন সমৃদ্ধির জন্য শক্তিশালী সম্পর্কের লক্ষ্যে আরও উন্নতি প্রত্যক্ষ করবে।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ কামনা করেন এবং পোল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ- ২০২৩: প্রথম জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদকে রাষ্ট্রপতির অভিনন্দন
১ বছর আগে
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আর্জেন্টিনার খেলা থাকা মানেই সমর্থকদের প্রথম চাওয়া মেসির গোল। জয়তো প্রতিটি দলই চায়, সে স্বাদেই সমর্থকদের উল্লাস। কিন্তু বৃহস্পতিবারের খেলায় লিওনেল মেসি যখন পেনাল্টিতে স্কোর করতে পাড়লেন না, তখন গ্যালারিতে নিস্তব্ধতা দেখা যায়।
বিরতির আগে গোলশূন্য অবস্থায় থেকে যায়। যে ম্যাচ নির্ধারণ করবে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার সম্ভাবনা, সে ম্যাচেই নাকি মেসি থাকবে গোলশূন্য, তাও আবার পেনাল্টি মিস করে!
বিরতি থেকে ফিরে মিনিট না যেতেই স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ম্যাক অ্যালিস্টার। ৪৬ মিনিটের সেই গোল আর্জেন্টিনার বিশ্বজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস ফিরিয়ে দেয়। খেলোয়াড়দের মধ্যেও যেন ফিরে পায় প্রাণ। নিশ্চয়ই মেসি তার সতীর্থদের কোনো বার্তা দিয়েছেন যে আজকে জিততেই হবে!
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
৬৭ মিনিটে হুলিয়ান আলভারেস গোল করে মোটামুটি ম্যাচটির জয় আর্জেন্টিনার পক্ষে নিয়ে আসেন তিনি। ফলাফলে ২-০ স্কোরে পোল্যান্ডের বিপক্ষে জয় লাভ করে আর্জেন্টিনা। সেজনির আটকানো পেনাল্টিতে স্টেডিয়াম ৯৭৪-এ যে শোকের ছায়া নেমে আসে তা কাটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনারা এখন মানসিকভাবে পরের পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
পোলিশদের খেলায় একধরনের নিস্তব্ধতা দেখা যায়। যেখানে আর্জেন্টিয়ান নিয়েছে ২৩টি শট, সেখানে পোল্যান্ডের ছিল মাত্র চারটি। যার একটিও টার্গেটে ছিল না। তবে মেসিদের টার্গেটে ছিল ১২টি শট। আর্জেন্টিনার দখলে ছিল ৭৪ শতাংশ বল।
গ্রুপ সি-এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ ডি-এর রানার-আপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শনিবার দিবাগত রাত ১টায়।
আরও পড়ুন: ভ্যান গালের নেতৃত্বে নেদারল্যান্ডস বিশ্বকাপে এগিয়ে যাওয়ার উপক্রম
বিশ্বকাপ ফুটবল-২০২২: বেলজিয়ামকে ২-০ গোলে হারাল মরক্কো
২ বছর আগে
ফ্রান্স বনাম তিউনিসিয়া লাইভ স্ট্রিমিং: কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup Qatar 2022) আজ রাতে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স বনাম তিউনিসিয়া (France vs Tunisia)। বিশ্বকাপে অপরাজিত যাত্রা ধরে রাখার অভিযানে নামবে ফ্রান্স, টিকে থাকতে জয়ের বিকল্প নেই তিউনিসিয়ার।
সবার আগে নকআউট নিশ্চিত করেছে শিরোপাধারী ফ্রান্স। জটিল সমীকরণে টিকে আছে তিউনিসিয়ার প্রথমবার দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা। দুই দল এবার প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে।
আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার লড়বে ফ্রান্স ও তিউনিসিয়া। ‘ডি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন ফ্রান্স বনাম তিউনিসিয়া ম্যাচ সরাসরি
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেওয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম তিউনেসিয়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম তিউনেসিয়া লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: ফ্রান্স বনাম তিউনেসিয়া ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টফি অ্যাপে লাইভ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ফ্রান্স বনাম তিউনেসিয়া ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজী টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্রান্স বনাম তিউনেসিয়া ম্যাচ।
ফ্রান্স বনাম তিউনেসিয়া ম্যাচ কোথায় খেলা হবে?
কাতার বিশ্বকাপ ২০২২, ফ্রান্স বনাম তিউনেসিয়া খেলাটি অনুষ্ঠিত এডুকেশন সিটি স্টেডিয়াম, দোহা
আরও পড়ুন: পর্তুগাল বনাম উরুগুয়ে লাইভ স্ট্রিমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ফ্রান্স বনাম তিউনেসিয়া খেলা কখন?
ফ্রান্স বনাম তিউনেসিয়া খেলা ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টায়।
বিশ্বকাপের জন্য ফ্রান্স বনাম তিউনেসিয়া সম্ভাব্য একাদশ
ফ্রান্স সম্ভাব্য একাদশ বনাম তিউনেসিয়া
ফ্রান্স: (৪-২-৩-১): স্টিভ মান্দান্ডা (গোলরক্ষক), পাভার্ড, কামাভিঙ্গা, ভারানে, কোনাতে, ফোফানা, গুয়েনডোজি, কোমান, গ্রিজম্যান, এমবাপে, থুরাম
তিউনিসিয়া: (৩-৪-২-১): দাহমেন (গোলরক্ষক), তালবি, মেরিয়াহ, ব্রন, কেচরিদা, লাইদুনি, খিরি, আবদি, মাসাকনি, নাইম, খাজরি ফ্রান্স বনাম তিউনেসিয়া :
ফ্রান্স বনাম তিউনেসিয়া মুখোমুখি পরিসংখ্যান
তিউনিসিয়া এবং ফ্রান্সের মধ্যে এটাই প্রথম প্রতিযোগিতামূলক লড়াই। তিউনিসিয়া তাদের ১৭টি বিশ্বকাপ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে। তিউনিসিয়ার ২৬ জনের স্কোয়াডে ১০ জনের জন্ম হয়েছে ফ্রান্সে। কাগজে কলমে ও শক্তির বিচারে ঢের এগিয়ে ফ্রান্স। তবে অঘটনের বিশ্বকাপে ঘটতে পারে যেকোন কিছুই। শেষ মুহূর্তেও বদলে যেতে পারে খেলার চিত্র। তবে ফ্রান্সকে চমকে দিতে নিজেদের সেরা ফুটবলটাই খেলতে হবে তিউনিসিয়াকে।
আরও পড়ুন: পর্তুগাল বনাম উরুগুয়ে লাইভ স্ট্রিমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
২ বছর আগে
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
FIFA World Cup Qatar 2022 Argentina vs Poland Live:
ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) আজ মাঝরাতে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড (Argentina vs Poland)। এবারের আসরে আগামী বৃহস্পতিবার মাঠে নামবে আর্জেন্টিনা-পোল্যান্ড। ‘সি’ গ্রুপের ম্যাচটি দোহার স্টেডিয়াম ৯৭৪-এ শুরু বাংলাদেশ সময় রাত একটায়। আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়ে যাবে পোল্যান্ডের। ড্র হলে সম্ভাবনা রয়েছে লিওনেল মেসিদেরও, তবে নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর। তবে পরবর্তী রাউন্ডে খেলতে হলে অবশ্যই পোল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনাকে জয়লাভ করতে হবে।
সৌদি আরবের বিপক্ষে অঘটনের শিকার হয়ে কোণঠাসা হয়ে পড়েছে আর্জেন্টিনা। পোল্যান্ডের বিপক্ষে লড়াইটি তাদের জন্য ফাইনালের মতোই। মরণ কামড় দেয়ার সব চেষ্টাই করবে দলটি। তাই এই ম্যাচে পা ফসকালেই একরকম বিদায় লিওনেল মেসিদের। কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল-২০২২: কোস্টারিকার কাছে জাপানের হার, স্পেন ও জার্মানির পথ সুগম
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কীভাবে দেখবেন আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ সরাসরি
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কীভাবে খেলার খবর রাখবেন।
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
টফি অ্যাপে লাইভ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজী টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল-২০২২: বেলজিয়ামকে ২-০ গোলে হারাল মরক্কো
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ কোথায় খেলা হবে?
কাতার বিশ্বকাপ ২০২২, আর্জেন্টিনা এর তৃতীয় ম্যাচ হবে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড এবং এই খেলাটি অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায় রাশ অ্যান্ড আবউন্ড স্টেডিয়ামে।
আর্জেন্টিনা এবং পোল্যান্ডের খেলা কখন?
আর্জেন্টিনা এবং পোল্যান্ডের খেলা ১ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায়।
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা বনাম পোল্যান্ড সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ বনাম পোল্যান্ড
আর্জেন্টিনা:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, লিন্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
পোল্যান্ড সম্ভাব্য একাদশ
পোল্যান্ড:
শেজনি (গোলরক্ষক), ক্যাশ, গ্লিক, বেরেশিন্সকি, কিভিওর, ক্রিচোভিয়াক, শিমান্সকি, জিয়েলিন্সকি, জালেভস্কি, কামিন্সকি, লেভানদোভস্কি
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড: মুখোমুখি পরিসংখ্যান
আর্জেন্টিনা এবং পোল্যান্ড এ পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে তার মধ্য আর্জেন্টিনা ৬ টিতে জয়লাভ করেছে পোল্যান্ড ৩ ম্যাচে জয় পেয়েছে। ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা এবং পোল্যান্ড ২ বার মুখোমুখি হয়েছে তার মধ্যে আর্জেন্টিনা ১ বার ও পোল্যান্ড ১ বার জয় পেয়েছে।
আর্জেন্টিনা এবং পোল্যান্ডের পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে আর্জেন্টিনা বেশি শক্তিশালী। তবে, এখানে বলা যায় পোল্যান্ড আর্জেন্টিনার থেকে পোল্যান্ড কম শক্তিশালী নয় অবশ্যই আর্জেন্টিনা কে হারানোর ক্ষমতা রাখে পোল্যান্ড। দুই দলই বেশ শক্তিশালী হওয়ায় এই খেলাটি দেখতে ভালো। কিভাবে খেলাটি সরাসরি দেখবেন নিচে লিংকসহ দেয়া হল।
আরও পড়ুন: ভ্যান গালের নেতৃত্বে নেদারল্যান্ডস বিশ্বকাপে এগিয়ে যাওয়ার উপক্রম
২ বছর আগে
সৌদি আরব বনাম পোল্যান্ড লাইভ স্ট্রীমিং: কোথায় , কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
FIFA World Cup Qatar 2022: Saudi Arabia vs Poland Live: দেখতে দেখতে আজ কাতার বিশ্বকাপের ৬ষ্ঠ দিন। গত রাত ১টায় ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র ম্যাচের মধ্য দিয়ে ৬ষ্ঠ দিনের সূচনা। আজকের (২৬/১১/২০২২) তৃতীয় ম্যাচে এশিয়ান ফুটবলে মুসলিম শক্তি সৌদি আরব মাঠে নামবে পোল্যান্ডের বিপরীতে। এর আগে দুইটি দলই তাদের প্রথম ম্যাচ খেলেছে। একদিকে সৌদি আরব বিশ্বচ্যাম্পিয়ন এবং এবারের বিশ্বকাপে হট ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে অপর দিকে পোল্যান্ড তাদের নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সাথে গোল শূণ্য ড্র করেছে।
অপরদিকে আজ জিতলেই সৌদি আরব নক আউট পর্বে চলে যাবে ইতিহাস সৃষ্টি করে।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচ?
বিশ্বকাপ ফুটবল ২০২২ এর প্রতিটি ম্যাচ বাংলাদেশের ১টি সরকারি টিভি চ্যানেলসহ মোট ৩টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে। আপনি যদি তিউনেশিয়া বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ টি টিভিতে দেখতে চান সেক্ষেত্রে BTV, Gazi TV অথবা T-Sports চ্যানেলে দেখতে পারবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে সৌদি আরব বনাম পোল্যান্ড লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
টিভিতে পোল্যান্ড বনাম সৌদি আরব লাইভ খেলা
বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
পাকিস্তান: ARY Digital Network
নেপাল: Media Hub Private Limited
ভারতীয় উপমহাদেশ: Sony Network
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টফি অ্যাপে লাইভ বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সাথে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ সৌদি আরব বনাম পোল্যান্ড দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইচবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচ।
বিশ্বকাপের জন্য সৌদি আরব বনাম পোল্যান্ড সম্ভাব্য একাদশ
সৌদি আরব সম্ভাব্য একাদশ
সৌদি আরব : আল ওয়াইস (গোলরক্ষক), আল শাহারানি, মাদু, আল আমারি, আল ঘানাম, আল নাজাই, আল মালিকি, আল দাওসারি, আল ফারাজ, আল মৌলাদ, আল শেহরি।
পোল্যান্ড সম্ভাব্য একাদশ
পোল্যান্ড: (৩-৪৩): সেজনি (গোলরক্ষক), বেডনারেক, কিভিওর, গিলিক, জুরকোস্কি, ক্রাইচোয়াক, বিয়েলিক, জালেউস্কি, জিলিনস্কি, লেভানদোভস্কি, সিমানস্কি।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ স্ট্রীমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
২ বছর আগে
পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশিদের দ্রুত যোগাযোগ করতে বলেছে
পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশিদের যত তাড়াতাড়ি সম্ভব দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।
ইউক্রেনের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে দূতাবাস শুক্রবার সর্বশেষ জরুরি পরামর্শটি জারি করে।
এর আগে, ভারতীয় নাগরিকদের ইউক্রেনে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়।
শিক্ষার্থীসহ ভারতীয় নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেয়া হয়েছে।
কতজন বাংলাদেশি ইউক্রেনে অবস্থান করছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ৯/১১-এর সন্ত্রাসী হামলার স্মরণে ঢাকায় মার্কিন দূতাবাসে পতাকা অর্ধনমিত
কাবুলে রুশ দূতাবাসে বিস্ফোরণ, দূতাবাসের ২ কর্মীসহ নিহত ৩
পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায় নিরাপদে পৌঁছেছে চার শতাধিক বাংলাদেশি
২ বছর আগে
পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্র ইউক্রেনকে আরও উন্নত ও অধিক পরিমাণে সামরিক সহায়তা সরবরাহের প্রতিশ্রুতি দেয়ার একদিন পরে বুধবার এই পদক্ষেপ নিয়েছে ক্রেমলিন।
এদিকে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের জেরে ইউরোপে গ্যাসের দাম ২৫ শতাংশ বেড়েছে। বেঞ্চমার্ক ডাচ ফিউচার প্রতি মেগাওয়াট ঘণ্টায় প্রায় ১০০ ইউরো থেকে প্রায় ১২৫ ইউরোতে উন্নীত হয়েছে।
রাষ্ট্র-নিয়ন্ত্রিত রুশ জায়ান্ট গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানায়, রাশিয়ান মুদ্রা রুবলে অর্থ প্রদান করতে অস্বীকার করায় তারা পোল্যান্ড ও বুলগেরিয়ার সঙ্গে তাদের প্রাকৃতিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে।
তারা চলতি মাসের শুরু থেকে কোনো অর্থ পায়নি বলেও জানায় প্রতিষ্ঠানটি।
এদিকে ইউরোপীয় নেতারা রাশিয়ার এই ধরণের আচরণকে ‘ব্ল্যাকমেইল’ বলে সমালোচনা করেছেন।
আরও পড়ুন: পুতিন ও জেলেনস্কির সঙ্গে দেখা করবেন জাতিসংঘের মহাসচিব
বুলগেরিয়ার প্রধানমন্ত্রী কিরিল পেটকভও গ্যাস সরবরাহ স্থগিত করাকে ব্ল্যাকমেইল বলে অভিহিত করে বলেছেন, এটি ‘তাদের চুক্তির চরম লঙ্ঘন।’
তিনি বলেন, ‘আমরা এই ধরনের চক্রের কাছে নতি স্বীকার করব না।’
বুলগেরিয়া ৯০ শতাংশেরও বেশি গ্যাস পায় রাশিয়া থেকে। দেশটির কর্মকর্তারা বলেছেন, তারা অন্য বিকল্প উৎস অনুসন্ধানের কাজ করছে। যেমন আজারবাইজান।
তবে রিস্ট্যাড এনার্জির বিশ্লেষক এমিলি ম্যাকক্লেইন বলেছেন, পোল্যান্ডের পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস সংরক্ষিত আছে এবং দেশটি শিগগিরই অনলাইনে আসা দুটি পাইপলাইন থেকে উপকৃত হবে।
আরও পড়ুন: আগামী সপ্তাহে কিয়েভে দূতাবাস খুলবে যুক্তরাজ্য
গণতন্ত্র রক্ষায় অবদানের জন্য পুরস্কার পেলেন জেলেনস্কি
২ বছর আগে
ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত এক নাবিক
ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি'র ওপর রকেট হামলায় একজন নাবিক নিহত হয়েছেন।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৪৭) মারা গেছেন।
এছাড়া ইউএনবির সঙ্গে আলাপকালে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আনাম চৌধুরী বলেন, বুধবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটের দিকে ৩৩৬ নং অলভিয়া বন্দরে নোঙ্গর করে রাখা জাহাজের ব্রিজে এ রকেট হামলা হয়। এতে ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান। এছাড়া বাকি সবাই ভালো আছেন। সবার তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
পড়ুন: পুতিনকে ‘মূল্য’ দিতে হবে, হুঁশিয়ারি বাইডেনের
রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের জলসীমায় আটকে পড়েছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এই জাহাজটি। এতে ২৯ জন নাবিক রয়েছে বলে বিএসসি সূত্রে জানা গেছে। এর মধ্যে একজনের মৃত্যু হল।
বিএসসি সূত্রে জানা যায়, সিরামিকের কাঁচামাল 'ক্লে' পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়।
তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্যবোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং কর্পোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।
জানা গেছে, গত রবিবারও (২৭ ফেব্রুয়ারি) জাহাজটি ওই বন্দরের সামনে নদীতে নোঙর করে রাখা ছিল। জাহাজটি অলভিয়া বন্দর থেকে পণ্যবোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল।
এর আগে, ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে তুরস্কের ইরেগলি হয়ে ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছে বাংলার সমৃদ্ধি। ২২ ফেব্রুয়ারি জাহাজটি বন্দরে নোঙ্গর করে।
পড়ুন: যুদ্ধ নিয়ে নতুন আলোচনায় রাজি ইউক্রেন ও রাশিয়া
এশিয়ার লাখো মানুষ বাস্তুহারা হবে: জাতিসংঘ
২ বছর আগে