আর্জেন্টিনার খেলা থাকা মানেই সমর্থকদের প্রথম চাওয়া মেসির গোল। জয়তো প্রতিটি দলই চায়, সে স্বাদেই সমর্থকদের উল্লাস। কিন্তু বৃহস্পতিবারের খেলায় লিওনেল মেসি যখন পেনাল্টিতে স্কোর করতে পাড়লেন না, তখন গ্যালারিতে নিস্তব্ধতা দেখা যায়।
বিরতির আগে গোলশূন্য অবস্থায় থেকে যায়। যে ম্যাচ নির্ধারণ করবে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার সম্ভাবনা, সে ম্যাচেই নাকি মেসি থাকবে গোলশূন্য, তাও আবার পেনাল্টি মিস করে!
বিরতি থেকে ফিরে মিনিট না যেতেই স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ম্যাক অ্যালিস্টার। ৪৬ মিনিটের সেই গোল আর্জেন্টিনার বিশ্বজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস ফিরিয়ে দেয়। খেলোয়াড়দের মধ্যেও যেন ফিরে পায় প্রাণ। নিশ্চয়ই মেসি তার সতীর্থদের কোনো বার্তা দিয়েছেন যে আজকে জিততেই হবে!
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
৬৭ মিনিটে হুলিয়ান আলভারেস গোল করে মোটামুটি ম্যাচটির জয় আর্জেন্টিনার পক্ষে নিয়ে আসেন তিনি। ফলাফলে ২-০ স্কোরে পোল্যান্ডের বিপক্ষে জয় লাভ করে আর্জেন্টিনা। সেজনির আটকানো পেনাল্টিতে স্টেডিয়াম ৯৭৪-এ যে শোকের ছায়া নেমে আসে তা কাটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনারা এখন মানসিকভাবে পরের পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
পোলিশদের খেলায় একধরনের নিস্তব্ধতা দেখা যায়। যেখানে আর্জেন্টিয়ান নিয়েছে ২৩টি শট, সেখানে পোল্যান্ডের ছিল মাত্র চারটি। যার একটিও টার্গেটে ছিল না। তবে মেসিদের টার্গেটে ছিল ১২টি শট। আর্জেন্টিনার দখলে ছিল ৭৪ শতাংশ বল।
গ্রুপ সি-এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ ডি-এর রানার-আপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শনিবার দিবাগত রাত ১টায়।
আরও পড়ুন: ভ্যান গালের নেতৃত্বে নেদারল্যান্ডস বিশ্বকাপে এগিয়ে যাওয়ার উপক্রম