জমির দখল
মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
একটি জমির দখল নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার আদেশ অমান্য করায় আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ চার জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। বাকি তিনজন হচ্ছেন-আলফাজ, হারুনুর রশিদ ও জফলুল হক।
বুধবার (২৪ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রুল জারি করেন। আগামী এক সপ্তাহের মধ্যে মেয়র জাহাঙ্গীরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: রিভিউ আবেদন করবেন আ’লীগের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর
তিনি জানান, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জেরে দখলে থাকা ব্যক্তি আশরাফ উদ্দিন আহমেদ হাইকোর্টে রিট করেন। তখন হাইকোর্ট তার জমিতে শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে এবং তাকে ওই জমিতে অবস্থানের ক্ষেত্রে কোন ধরণের ডিস্টার্ব না করার নিষেধাজ্ঞা দেন। ওই নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে গত ২১ জুন মেয়র জাহাঙ্গীর ও তার লোকজন ওই জমি নিজের দাবি করে ব্যবহারে বাধা দেন। তাই জাহাঙ্গীর আলমসহ চার জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন আশরাফ উদ্দিন আহমেদ। আজ শুনানি নিয়ে রুল দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। আলোচনা চলছে তাকে মেয়র পদ থেকে অপসারণ করার বিষয়েও।
পড়ুন: মেয়র আইভীর ভাইয়ের মামলায় সাংবাদিক কারাগারে
নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
৩ বছর আগে
৬৮ বছর পর জমির দখল বুঝে পেল মালিক
দিনাজপুরের নবাবগঞ্জে আদালতের আদেশে দীর্ঘ ৬৮ বছর পর প্রায় ৫৪ বিঘা জমি বুঝে পেল প্রকৃত মালিক। যার মুল্য প্রায় ২২ কোটি টাকা।
জমির মধ্যে রয়েছে ফসলী, ভিটা, বাগানসহ বাড়ির জায়গা।
বৃহস্পতিবার দুপুরে লাল পতাকা টাঙিয়ে ও ঢাকঢোল বাজিয়ে জমির দখল বুঝে দেন দিনাজপুর জেলা যুগ্ম জজ আদালতের অ্যাডভোকেট কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।
আরও পড়ুন: সিলেটে ৩ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার
মামলা সূত্র জানায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের প্রাণকৃঞ্চপুর (চড়ারহাট) গ্রামের মো. সেকেন্দার আলী চৌধুরীর বাবা মৃত আলতাফ হোসেন চৌধুরী পৈত্রিক সূত্রে তার চাচাদের কাছে জমির অংশ দাবি করে ১৯৫৩ সালে আদালতে বাটোয়ারা মামলা করেন। এরপর থেকে দীর্ঘ ৬৮ বছর আদালতে মামলা চলার পর ২০২১ সালে উচ্চ আদালত থেকে সেকেন্দার আলী গংরা রায় পান। এই অবস্থায় নবাবগঞ্জ উপজেলার ছোটমাগুরা ও ইটাখুর মৌজায় অবস্থিত ১৭ দশমিক ৬৯ একর জমির সীমানা নির্ধারণ করে বুধবার সেকেন্দার গংদের বুঝে দেয়া হয়।
আরও পড়ুন: বিমানের বেদখল হওয়া ২০০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার
অ্যাডভোকেট কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, দিনাজপুর আদালতের নির্দেশে তিনি মামলার ডিক্রিদার সেকেন্দার গংদের জমির দখল বুঝে দিতে এসেছেন। পুলিশের উপস্থিতিতে তাকে জমির দখল বুঝে দেয়া হয়েছে।
এদিকে, মামলার ডিক্রিদার সেকেন্দার আলী বলেন, ‘দীর্ঘ দিন মামলা চলার পর আদালতের রায় পেয়ে আদালতের সহযোগিতায় জমির দখল বুঝে পেয়েছি। এতদিন পর হলেও আমরা জমি ফিরে পেয়ে খুশী হয়েছি।’
৩ বছর আগে