দিনাজপুরের নবাবগঞ্জে আদালতের আদেশে দীর্ঘ ৬৮ বছর পর প্রায় ৫৪ বিঘা জমি বুঝে পেল প্রকৃত মালিক। যার মুল্য প্রায় ২২ কোটি টাকা।
জমির মধ্যে রয়েছে ফসলী, ভিটা, বাগানসহ বাড়ির জায়গা।
বৃহস্পতিবার দুপুরে লাল পতাকা টাঙিয়ে ও ঢাকঢোল বাজিয়ে জমির দখল বুঝে দেন দিনাজপুর জেলা যুগ্ম জজ আদালতের অ্যাডভোকেট কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।
আরও পড়ুন: সিলেটে ৩ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার
মামলা সূত্র জানায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের প্রাণকৃঞ্চপুর (চড়ারহাট) গ্রামের মো. সেকেন্দার আলী চৌধুরীর বাবা মৃত আলতাফ হোসেন চৌধুরী পৈত্রিক সূত্রে তার চাচাদের কাছে জমির অংশ দাবি করে ১৯৫৩ সালে আদালতে বাটোয়ারা মামলা করেন। এরপর থেকে দীর্ঘ ৬৮ বছর আদালতে মামলা চলার পর ২০২১ সালে উচ্চ আদালত থেকে সেকেন্দার আলী গংরা রায় পান। এই অবস্থায় নবাবগঞ্জ উপজেলার ছোটমাগুরা ও ইটাখুর মৌজায় অবস্থিত ১৭ দশমিক ৬৯ একর জমির সীমানা নির্ধারণ করে বুধবার সেকেন্দার গংদের বুঝে দেয়া হয়।
আরও পড়ুন: বিমানের বেদখল হওয়া ২০০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার
অ্যাডভোকেট কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, দিনাজপুর আদালতের নির্দেশে তিনি মামলার ডিক্রিদার সেকেন্দার গংদের জমির দখল বুঝে দিতে এসেছেন। পুলিশের উপস্থিতিতে তাকে জমির দখল বুঝে দেয়া হয়েছে।
এদিকে, মামলার ডিক্রিদার সেকেন্দার আলী বলেন, ‘দীর্ঘ দিন মামলা চলার পর আদালতের রায় পেয়ে আদালতের সহযোগিতায় জমির দখল বুঝে পেয়েছি। এতদিন পর হলেও আমরা জমি ফিরে পেয়ে খুশী হয়েছি।’