ইউনিয়ন নির্বাচনী
বেগমগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ গুলিবিদ্ধ ৩
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমানসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে গুলি বিনিময়ের এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন-সুলতানপুর গ্রামের স্বতন্ত্র প্রার্থীর ভাই মৃত শফিকুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৬) ও মোশাকপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মিরাজ হোসেন (২৪)।
স্থানীয়দের বরাতে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন পাটোয়ারী ও বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) আনিসুর রহমানের মধ্যে কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে ধাওয়া ও পাল্টা-ধাওয়ায় বিদ্রোহী প্রার্থী মো. আনিসুর রহমানসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: প্রচারণার সময় হঠাৎ হামলায় পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসআই (নিরস্ত্র) অমর্ত্য মজুমদারের নির্দেশে কনস্টেবল মো. আশিক ৪ রাউন্ড রাবার গুলি, কনস্টেবল নাহিদ ৪ রাউন্ড সিসা গুলি, কনস্টেবল রাকিব দুই রাউন্ডসহ মোট ১০ রাউন্ড রাবার গুলি ছুড়ে। পরবর্তীতে ভ্রাম্যমাণ টিম এসে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মো. আনিসুর রহমানের ছোট ভাই মোহাম্মদ আলী, স্বতন্ত্র আওয়ামী লীগের বিরোধী প্রার্থীর খালাতো ভাই মো. মিরাজকে পুলিশ আটক করে।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রে র্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন।
এদিকে, দুপুরে হাজীপুর ইউনিয়নের ১০৮ নং কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় দু’জনকে আটক করা হয়েছে।
তারা হলেন, হাজীপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত আফজাল উদ্দিন বাবুর ছেলে মোহাম্মদ জুয়েল (২৫) ও হাজীপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে কামরুল হাসান (১৭)।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েলকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কামরুলকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।
এর আগে, সকালে ছয়ানি ইউনিয়ন ৮ নং দোয়ালিয়া কেন্দ্রের বাইরে বলের বাড়ির পশ্চিম উত্তর পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি ছোরা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সাবেক নারী ইউপি সদস্যের বাড়ির সামনে ইউপি সদস্যের লাশ
অপরদিকে, সকাল সাড়ে ৮টায় আমানুল্যাপুর ইউনিয়নের মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে পলোয়ানপুল থেকে আমিশাপাড়া রাস্তার ওপর বড় বাড়ির দরজার সামনে কতিপয় বহিরাগত লোক চাদর গায়ে দাঁড়ানো ছিল। স্পেশাল স্ট্রাইকিং-১ এর ইনচার্জ বেগমগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে উক্ত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অজ্ঞাতনামা একজনের একটি পিস্তল মাটিতে পড়ে যায়। এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ দৌড়ে পিস্তল উদ্ধার ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে গেলে তাহাদের গায়ে থাকা চাদর ছুড়ে মারে। চাদর এসআই আনোয়ার হোসেনের পায়ে পেঁচিয়ে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে দুই হাত ও পায়ে জখম হয়। অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ব্যক্তিকে শনাক্ত করে আটক ও পিস্তল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
বিকাল ৩টায় রসুলপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান বিজয়কে নগদ ৬০ হাজার টাকাসহ বিজিবি ও ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা আটক করেন।
৩ বছর আগে