ইসলামী ছাত্র শিবির
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, চাঁদপুরে শিবির কর্মী আটক
ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বৃহস্পতিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক মো. শিহাব উদ্দিন উপজেলার বাসিন্দা।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়ের সৈয়দ বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার বিস্তারিত জানানো হবে।
পড়ুন: যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
কক্সবাজারে ইউএনএইচসিআর অফিসের সামনে রোহিঙ্গা যুবকের আত্মহত্যার চেষ্টা
২ বছর আগে
কক্সবাজারে শ্রমিক লীগ নেতা হত্যা: সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার হত্যা মামলায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা ও সাংবাদিক ইমাম খাইরকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (আইন ও মিডিয়া) মো.আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজার শহরের চাউল বাজার এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম সিকদারের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছাত্র শিবিরের সাবেক নেতা ও সাংবাদিক ইমাম খাইরকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অতিরিক্ত অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার ইমাম খাইর কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস ফুলছড়ি এলাকার ফরিদুল আলমের ছেলে। ইমাম খাইর ছাত্র শিবিরের কক্সবাজার সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং কক্সবাজার শহর শাখার সাবেক সভাপতি ছিলেন। সাবেক শিবির নেতা ইমাম চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা ‘চট্টগ্রাম মঞ্চ’ এর কক্সবাজার জেলা প্রতিনিধি ও কক্সবাজারের স্থানীয় দৈনিক ‘কক্সবাজার ৭১’ এর নির্বাহী সম্পাদক। তিনি প্রধানমন্ত্রীর অনুদান প্রাপ্ত একজন সংবাদকর্মী।
র্যাব আরও জানিয়েছে, ইমাম খাইর শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম সিকদার হত্যা পরিকল্পনায় জড়িত ছিলেন। নিহতের স্বজনদের অভিযোগ, ইউপি নির্বাচনে স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত আলীর নেতৃত্বে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় গত ৯ নভেম্বর হামলায় আহত কুদরত উল্লাহ সিকদার বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ২১ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার
মেজর মেহেদী আরও বলেন, কক্সবাজার সদরে শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম সিকদারের চাঞ্চল্যকর হত্যার ঘটনার পর থেকে র্যাব রহস্য উদঘাটনে তৎপরতা শুরু করে। এতে প্রাথমিকভাবে কিছু তথ্য র্যাবের কাছে আসে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজার শহরের চাউল বাজার এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ভাড়া বাসা থেকে ইমাম খাইরকে আটক করা হয়।
উল্লেখ্য, কক্সবাজার সদরের লিংকরোড স্টেশনে জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তার ছোট ভাই মেম্বার কুদরত উল্লাহ সিকদারকে গত ৫ নভেম্বর রাতে দুর্বৃত্তরা গুলি করে। কুদরত উল্লাহ সিকদার ও তার ভাই জহিরুল ইসলাম সিকদার এ সময় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
গুলিবিদ্ধ দুই সহোদরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর দুইদিন দিন পর গুলিবিদ্ধ জহিরুল ইসলাম সিকদার মারা যান।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুদরত উল্লাহ সিকদার পুনরায় মেম্বার নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: দেশে ফিরে গ্রেপ্তার শিবির ক্যাডার সরোয়ার
বগুড়ায় ‘নাশকতার পরিকল্পনা’ করার সময় শিবিরের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার
২ বছর আগে