ইস্পাহানি
চলন্ত বাস থেকে যাত্রীকে লাথি মেরে ফেলা দেয়ায় চালক, হেলপার গ্রেপ্তার
বাড়তি ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রামে চলন্ত বাস থেকে এক যাত্রীকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়ার অভিযোগে বাসের চালক এবং হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে এ সময় বাসটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দু’জন হলেন- বাসের চালক মো. আশরাফ এবং হেলপার মো. হানিফ।
এর আগে শুক্রবার (১২ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নম্বর গেইট থেকে ইস্পাহানির মোড়ে বাসযাত্রী আবদুল হামিদকে লাথি মেরে বাস থেকে রাস্তায় ফেলে দিলে তিনি আহত হন।
আহত যাত্রী আবদুল হামিদ বলেন, আমি নগরীর দুই নম্বর গেইট মোড় থেকে লালখান বাজার যাচ্ছিলাম। ওয়াসা মোড় পার হতেই হেলপার আমার কাছ থেকে ভাড়া চাইলে আমি ৫ টাকা দেই। কিন্তু সে ৮ টাকা দাবি করে। আমি বেশি টাকা দিতে না চাইলে সে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়৷
আরও পড়ুন: দ্বিগুণ ভাড়ায় চট্টগ্রাম মহানগরীতে বাস চলাচল শুরু
বাস থেকে ফেলে দেয়ার কথা স্বীকার করে আটক বাস চালক ও হেলপার জানান, যাত্রী হামিদ হেলপারকে মারধরের চেষ্টা করছিল। হাতাহাতির এক পর্যায়ে তাকে বাস থেকে ফেলে দেয়া হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, 'পাঁচ টাকার ভাড়া আট টাকা নেয়া নিয়ে বাড়াবাড়ি হয়। এক পর্যায়ের বাসের হেলপার যাত্রীকে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় এবং তিনি আহত হন। পুলিশের সহায়তায় তাকে মেডিকেলে ট্রিটমেন্ট করা হয়। আমরা চালক এবং হেলপার দু'জনকেই গ্রেপ্তার করেছি এবং বাসটি আটক করেছি।'
এ ঘটনায় কোতোয়ালি থানায় প্রাণনাশের চেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন যাত্রী আবদুল হামিদ।
আরও পড়ুন: চট্টগ্রামে দেশীয় অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক
৩ বছর আগে