প্রশ্নপত্র ফাঁস
ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের (উত্তর) ওয়েবভিত্তিক ক্রাইম ইনভেস্টিগেশন টিম ঢাকা, জয়পুরহাট ও বগুড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
আটকরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সবুজ আহমেদের ছেলে আনাফিউল নাফিজ ইকবাল ও আসিফ তালুকদার।
তাদের মধ্যে আনাফিউল জয়পুরহাটের মহিপুর হাজী মহসিন সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
রবিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মা ও ২ ছেলেকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাদাত রহমানের পর শিক্ষা মন্ত্রণালয়ের সিকিউরিটি ইনচার্জ সেজে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে গ্রেপ্তার আসিফ ফেসবুকে পোস্ট দিয়ে ভর্তিচ্ছুদের টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে ঢাবির শুক্রবারের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করতে বলেন।
একইভাবে 'বি' (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটের প্রশ্নপত্র পেতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২০ হাজার টাকা অগ্রিম দিতে বলে ফেসবুকে পোস্ট দিয়েছে ওই কলেজ শিক্ষার্থী আনাফিউল। প্রশ্নপত্র প্রত্যাশীদের পরীক্ষার পর বাকি ৩০ হাজার টাকা দিতে বলেন।
গ্রেপ্তার আনাফিউল ভর্তিচ্ছুদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ভর্তিচ্ছুদের কাছ থেকে ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে জানান ডিবির এই কর্মকর্তা।
তবে প্রশ্নপত্র ফাঁস হয়নি উল্লেখ করে এটিকে গুজব বলে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের আশ্বস্ত করে ঢাবি কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার পৃথক দুটি মামলা দায়েরের পর আনাফিউল ও আসিফকে গ্রেপ্তার করা হয় বলেও জানান ডিবি প্রধান।
আরও পড়ুন: বাবাকে মারধর করায় ছেলের ২০ দিনের কারাদণ্ড
৯ মাস আগে
রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে শিক্ষকসহ আটক ১৯
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রংপুরে ১৯ জনকে আটক করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ৮০টি মোবাইল ফোন ও ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে রংপুর মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসায় ঢুকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার পরীক্ষা চলাকালীন সিন্ডিকেট দলের সদস্য শিক্ষকরা অভিনব কায়দায় আধুনিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে তা বাইরে সরবরাহ করেন। এরপর বাইরে থেকে উত্তর সরবরাহের মাধ্যমে পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকে তৎপর থাকায় বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু করে। একপর্যায়ে পরীক্ষা কেন্দ্র থেকে আটজন পরীক্ষার্থী এবং অন্যভাবে তিনজন পরীক্ষার্থীকে আটক করা হয়। এছাড়া তিনজন শিক্ষকসহ সিন্ডিকেট দলের আরও পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এসময় ৮০টি মোবাইল ফোন ও আধুনিক ডিভাইস জব্দ করা হয়।
পুলিশ কমিশনার বলেন, সাধারণ প্রশ্নপত্র ফাঁস হয় পরীক্ষা শুরুর আগে। কিন্তু এখানে আগে থেকে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। মূলত পরীক্ষা শুরুর পর অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে তার উত্তর সরবরাহের মাধ্যমে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
তিনি জানান, রংপুর ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা থেকে এই সিন্ডিকেট দলের আরও সদস্যদের আটক করা হয়েছে। এ বিষয়ে আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও বদলি পরীক্ষা দেওয়ায় আটক ১৮
১ বছর আগে
প্রশ্নপত্র ফাঁসে ঢাকায় গ্রেপ্তার জনপ্রতিনিধিকে বগুড়া জেলা আ’লীগ থেকে বহিস্কার
বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার জনপ্রতিনিধি মাহবুবা নাসরীন রূপাকে বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রবিবার বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আল রাজি জুয়েল জানান, গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদে ঢাকায় সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সঙ্গে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা নাসরীন রূপার বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই তাকে দল থেকে অব্যাহতি দেয়া হলো।
আরও পড়ুন: নির্বাচনী সহিংসতা: কুমিল্লায় আ.লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ১২
ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, জয়-লেখকসহ আহত ১০
ভাইরাল হওয়া ফোনালাপ এডিটেড: দাবি কুমিল্লার আ.লীগ নেতার
২ বছর আগে
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা: আটক ৩
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দারা। রবিবার দেশের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকালে ঢাকার উত্তরা, গাজীপুরের পুবাইল ও নেত্রকোনার মোহনগঞ্জ এলাকায় একাধিক অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, টঙ্গী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র করিমুল্লাহ, মোহনগঞ্জ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আল রাফি টুটুল ও হাবিবুল্লাহ বাহার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মারুফ।
আরও পড়ুন: ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে এসএসসি পরীক্ষার্থী’র আত্মহত্যা
দলটি বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রশ্ন প্রদানের জন্য মেসেঞ্জার ও ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন দিত।
এই প্রতারক চক্রের বিভিন্ন পেজ ও গ্রুপের ফলোয়ারের সংখ্যা ৪৭ হাজার বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আটককৃতরা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ৫০০-২০০০ টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেয়ার আশ্বাস দেয় এবং এই আশ্বাসে তারা নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে অগ্রিম টাকা গ্রহণ করে।
এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: হলে স্মাটফোন ব্যবহার: এসএসসি পরীক্ষা থেকে ৪ শিক্ষক বহিষ্কার
৩ বছর আগে