মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দারা। রবিবার দেশের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকালে ঢাকার উত্তরা, গাজীপুরের পুবাইল ও নেত্রকোনার মোহনগঞ্জ এলাকায় একাধিক অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, টঙ্গী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র করিমুল্লাহ, মোহনগঞ্জ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আল রাফি টুটুল ও হাবিবুল্লাহ বাহার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মারুফ।
আরও পড়ুন: ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে এসএসসি পরীক্ষার্থী’র আত্মহত্যা
দলটি বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রশ্ন প্রদানের জন্য মেসেঞ্জার ও ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন দিত।
এই প্রতারক চক্রের বিভিন্ন পেজ ও গ্রুপের ফলোয়ারের সংখ্যা ৪৭ হাজার বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আটককৃতরা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ৫০০-২০০০ টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেয়ার আশ্বাস দেয় এবং এই আশ্বাসে তারা নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে অগ্রিম টাকা গ্রহণ করে।
এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: হলে স্মাটফোন ব্যবহার: এসএসসি পরীক্ষা থেকে ৪ শিক্ষক বহিষ্কার