বিশ্বকাপ জয়
অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়
নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্ল্যাক ক্যাপসদের আট উইকেট ও ৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় অজিরা।
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের ৮৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর করে ব্ল্যাক ক্যাপসরা। অজি বোলার হ্যাজেলউড চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট নেন।
পড়ুন: অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড, কে হাসবে শেষ হাসি
জবাবে ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক অ্যারন ফিঞ্চক হারায় অস্ট্রেলিয়া। তবে তিনে নামা মিচেল মার্শকে নিয়ে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার ডেভিড ওয়ার্নার দ্বিতীয় উইকেট জুটিতে ৯২ রান করেন। ওয়ার্নার চারটি চার এবং তিনটি ছয়ে ৩৮ বলে ৫১ রান করেন। মার্শ ছয়টি চার এবং তিনটি ছয়ে ৫০ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে করেন ২৮ রান। শেষ পর্যন্ত ১৮ দশমিক ৫ ওভারে ১৭৩ রান করে প্রথমবারে মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার স্বাদ পায় অস্ট্রেলিয়া। এর আগে ২০১০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল অস্ট্রেলিয়ার।
এদিকে ২০১৫ এর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও অজিদের কাছে হারল নিউজিল্যান্ড। এছাড়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও ব্ল্যাক ক্যাপসরা ইংল্যান্ডের কাছে হেরেছিল।
পড়ুন: দীর্ঘ ১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ
ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল
৩ বছর আগে