ভুক্তভোগী উদ্ধার
কক্সবাজারে ২ ‘অপহরণকারী’ আটক, ভুক্তভোগী উদ্ধার
কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকা থেকে দুজন অপহরণকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা। এসময় মো. হাবিবুল্লাহ (৫৫) নামে একজন ভুক্তভোগী উদ্ধার করা হয়।
সোমবার সকাল পৌনে ১১টায় র্যাব-১৫ এর সিনিয়র সহাকরী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাটোরে তাঁতী লীগের সভাপতি আটক
আটকরা হলেন, মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার মো. নাসিমের ছেলে মো. ইকবাল হাসান (৩২) ও সদরের পাহাড়তলী এলাকার মো. নুরুল হকের ছেলে মো. রাশেদুল হক (৩৪)।
র্যাব জানায়, অভিযোগের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোন এলাকা থেকে র্যাবের একটি দল একজন ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
আরও পড়ুন: সিলেটে ২ নেপালি নাগরিক আটক
আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, তারা ১৪ নভেম্বর মাগরিবের নামাজের পর ভুক্তভোগীকে অপহরণ করে সুগন্ধা বিচ পয়েন্ট সংলগ্ন হোটেল-মোটেল জোনে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে, অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
২ বছর আগে