সামরিক কর্মকর্তা
বুরকিনা ফাসোতে জঙ্গী হামলায় নিহত ২০
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে এক জঙ্গী হামলায় কমপক্ষে ১৯ জন সামরিক কর্মকর্তা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রবিবার দেশটির সাউম প্রদেশের ইনাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির নিরাপতমন্ত্রী ম্যাক্সিম কোনে।
বুরকিনা ফাসোর সরকারি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে নিরাপত্তামন্ত্রী কোনে বলেন, (সামরিক) ফাঁড়িটি একটি কাপুরুষোচিত ও বর্বর হামলার শিকার হয়েছে। তবে লড়াইকালে আমাদের ফোর্স সম্মান ও নিষ্ঠার সাথে তাদের অবস্থান ধরে রেখেছে।
এক বার্তায় তিনি জানান, মৃতের সংখ্যা পরিবর্তিত হতে পারে এবং বাড়তে পারে।
নাম প্রকাশের না শর্তে এক সৈনিক জানান, ঘটনাস্থলে দিয়ে উড়ে যাওয়ার সময় একটি সামরিক হেলিকপ্টার অনেক লাশ দেখতে পেয়েছে।
সংঘাতে জর্জরিত দেশটিতে ধারাবাহিক সহিংস ঘটনার তালিকায় সর্বশেষ যোগ হলো এ হামলা। আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) এর সাথে যুক্ত জিহাদি গোষ্ঠীগুলো দেশটি পাঁচ বছরেরও বেশি সময়য় ধরে দখলে নিয়েছে। আর তাদের বিভিন্ন সহিংস হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন আরও ১৪ লাখের বেশি মানুষ।
আরও পড়ুন: ড্রোন হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী
মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় নিহত ২
কাবুলে সামরিক হাসপাতালে আইএসের হামলায় নিহত ৭
৩ বছর আগে