তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন
এক ইউনিয়নের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যানসহ সকল সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হোসেন জানান, গত ১১ নভেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিন যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের ১৩টি পদে একক প্রার্থী থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: বরিশালে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ভ্যানচালকের মৃত্যু, আটক ৩
নির্বাচিতরা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার, সাধারণ সদস্য পদে নাজিম উদ্দিন, কবির হোসেন, শাহজালাল সরকার, অরুন মিয়া, বিপ্লব মিয়া, নজরুল ইসলাম, আহাদ আলী, মো. মজনু মিয়া, কামরুল হাসান ও সংরক্ষিত নারী সদস্য পদে আসমা আক্তার, আমেনা খাতুন ও মিনা আক্তার।
আরও পড়ুন: নির্বাচনে জয়ী হওয়ার একদিন পরে চাঁদপুরে ইউপি সদস্যের মৃত্যু
উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিতব্য হবে। তবে, ভোটের আগেই সেখানকার আটটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত আট জনের মধ্যে সাত জনই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং বাকি একজন স্বতন্ত্র প্রার্থী ।
৩ বছর আগে