ওয়ানডে বিশ্বকাপ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত
ভারতের সাথে যৌথভাবে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ছেলেদের নির্ধারিত ওভারের সব ফরম্যাটের টুর্নামেন্টের স্বাগতিক দেশের নাম চূড়ান্ত করেছে আইসিসি।
বাংলাদেশ এককভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করলেও পর্যাপ্ত মাঠ না থাকায় আইসিসি সে প্রস্তাবে রাজি হয়নি।
২০১৪ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ। এছাড়া ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে বাংলাদেশ।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আইসিসির এমন বড় কোনো টুর্নামেন্টের অংশ হবে। এর আগে ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে।
২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রপির আয়োজন করবে পাকিস্তান। ১৯৯৬ সালের পর বৈশ্বিক কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান।
২০২৭ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। একই বছরের অক্টোবর বা নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করলেও এবারই এই বৈশ্বিক আসরের স্বাগতিক দেশ হবে নামিবিয়া।
২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এর ১২ মাস পর ভারত চ্যাম্পিয়ন্স ট্রপির আয়োজন করবে।
২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। ১৯৯৯ সালের পর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক হবে।
এছাড়া পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। আর টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়নস অস্ট্রেলিয়া, রানারআপ নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সাথে সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলবে।
আরও পড়ুন: মুশফিককে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়
২ বছর আগে