পালরদি নদী
কালকিনির পালরদি নদী থেকে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার
মাদারীপুরের কালকিনির পালরদি নদী থেকে মঙ্গলবার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কুদ্দুস বেপারির ( ৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এই নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।
শিক্ষক আব্দুল কুদ্দুস উপজেলার এনায়েতনগর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
পারিবারিক সুত্র, এলাকাবাসী ও পুলিশ জানায়, আব্দুল কুদ্দুস সোমবার দুপুরে নিজ বাড়ির সামনে ওই নদীতে গোসল করতে নেমে পা পিছলে অথৈ পানিতে নিখোঁজ হন। মঙ্গলবার দুপুরে নদীতে তাঁর লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল জানান, গোসল করতে গিয়ে তিনি নদীর পানিতে ডু্বে যান। পারিবারিক অনুমতিতে তার লাশ দাফন করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু
৩ বছর আগে