নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে এক সৌদি প্রবাসীর স্ত্রী রেশমা খাতুন নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
রেশমা খাতুন চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়া এলাকার গোবিন্দপুর এলাকার মোল্লা বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ৪ বছর আগে পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে সৌদিতে যায় শিমুল। তবে ৩ মাস আগে রেশমা তার পঞ্চম শ্রেণির স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে আলাদা বাসায় একাই ভাড়া থাকতেন। মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে পাঠায় রেশমা। পরে দুপুর ২টার দিকে তার মেয়ে স্কুল থেকে ফিরে ডাকাডাকি করেন। ভেতর থেকে সাড়া না পেয়ে তার রুমের জানালা দিয়ে দেখেন রেশমা ফাঁসিতে ঝুলে রয়েছে। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে বিকাল ৪টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, খবর পেয়ে প্রবাসীর স্ত্রীর ঘরের দরজার তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
আরও পড়ুন: নাটোরে আদিবাসী স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
৬ মাস আগে
মেহেরপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
মেহেরপুর সদর উপজেলায় তানিয়া খাতুন নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার সুবিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত তানিয়া ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শামিম হোসেনের স্ত্রী। তার এক সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, তানিয়া খাতুন মোবাইল ফোনে তার স্বামীর সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর বাড়ির পাশে একটি আম গাছে তাকে ঝুলে থাকতে দেখে। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পরিবারের লোকজন জানান, মোবাইল ফোনের স্বামীর সঙ্গে ঝগড়া করার পরপরই সে গলায় ফাঁস দেয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে একটি অপমৃত্য মামলা হয়েছে।
৮ মাস আগে
নাটোরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নাটোরে নিজ বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জংলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সালমা বেগম (৩০) ওই এলাকার সাইফুলের স্ত্রী এবং ওই এলাকার একটি চিটাগুড় কারখানার কর্মী।
নাটোর থানার পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে এনজিওর কিস্তির টাকা পরিশোধ নিয়ে চিটাগুড় কারখানার কর্মী সালমার সঙ্গে তার স্বামী সাইফুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইফুল স্ত্রী সালমাকে মারধর করে। এরপর দুপুরে নিজ ঘরে সালমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে সালমার স্বামী পলাতক রয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
সিরাজগঞ্জে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্ড থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ধুল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোছা. সালমা খাতুন (১৯) বড়ধুল গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
আরও পড়ুন: নওগাঁয় ধানখেত থেকে নারীর লাশ উদ্ধার
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে সালমা নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে প্রতিবেশিরা সালমাকে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
আরও পড়ুন: খানসামায় ধানখেতের পাশ থেকে নারীর লাশ উদ্ধার
ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য জানা যাবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
৩ বছর আগে