কোচিং
সিটিই শেষ ক্লাব, জানিয়ে দিলেন গার্দিওলা
কোচিং ক্যারিয়ারে ম্যানচেস্টার সিটিই শেষ ক্লাব বলে জানিয়েছেন ক্লাবটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। পাশাপাশি ক্লাব ফুটবল ছাড়লেও আন্তর্জাতিক ফুটবল কোচিংয়ে নাম লেখানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
গার্দিওলার অধীনে গত আট বছরে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্যা শিরোপা জিতেছে সিটি। তবে সম্প্রতি কোচিং ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন সিটিকে টানা চারটি প্রিমিয়ার লিগ জেতানো এই কোচ। সাত ম্যাচ টানা জয়বঞ্চিত থাকার পর গত সপ্তাহে জিতেছে তার দল।
অবশ্য দলের এমন পারফরম্যান্সে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার সম্পর্কের ঘাটতি হয়নি। সম্প্রতি ২০২৭ সাল পর্যন্ত সিটির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন ৫৩ বছর বয়সী পেপ। এই মেয়াদ পূর্ণ করলে ক্লাবটিতে দশ বছরের বেশি সময় অতিবাহিত করবেন তিনি।
আরও পড়ুন: সিটি সমর্থকদের সুখবর দিলেন গার্দিওলা
সম্প্রতি স্প্যানিশ শেফ দানি গার্সিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন গার্দিওলা। সেখানে কোচিংয়ে নিজের ভবিষ্যৎসহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন তিনি।
গার্সিয়ার ইউটিউব চ্যানেল দেসমন্তাদিতোয় প্রকাশিত ভিডিওতে গার্দিওলাকে বলতে শোনা যায়, ‘(সিটি ছাড়ার পর) আমি আর কোনো ক্লাবের কোচিং করাব না। সুদূর ভবিষ্যতে কী হবে জানি না, তবে এটুকু বলতে পারি যে সিটি ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে ফের একই কাজ করা- এসব আর করছি না।’
‘আসলে ওই পরিমাণ প্রাণশক্তি আর আমার নেই।… না না আর নয়!’
ক্লাব ফুটবল ছাড়লেও জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টিও তার বিবেচনায় রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের কোচ হয়তো হতে পারি, সেটা আলাদা বিষয়।’
‘আমি সত্যি সত্যিই এসব ছাড়তে চাই। সব ছেড়েছুড়ে গলফ খেলতে চাই, কিন্তু পারি না। তবে যখন মনে হবে যে যথেষ্ট হয়েছে, আর নয়, তখন অবশ্যই আমি থেমে যাব।’
আরও পড়ুন: ৫-০ গোলে জয়ের রাতে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ভাঙল সিটি
১ সপ্তাহ আগে
মেডিকেল ভর্তি পরীক্ষা: ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে কোচিং
মেডিকেল কলেজগুলোতে আগামী শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার কারণে মেডিকেল ভর্তি কোচিং ৯ জানুয়ারি থেকে এক মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষাসংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রী বলেন, এক মাস পর ৮ মার্চ ডেন্টালের বিডিএসের ভর্তি পরীক্ষা হবে।
তিনি বলেন, ‘মেডিকেলে ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) গতবারের মতো এবারও ৪০ রাখা হয়েছে। মাইগ্রেশনের সময় আমরা তিনবার দিচ্ছি। বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য সব কলেজকে উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা সবগুলো কলেজে চয়েজ একবারে দিতে পারবে। সরকারি মেডিকেল কলেজগুলোতেও একই নিয়ম বহাল।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিদেশি শিক্ষার্থীরা ৪ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। দেশীয় ছাত্র-ছাত্রীরা যারা ভর্তি হতে চান, তারা ১১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদনের বিজ্ঞপ্তি ১০ তারিখে দেওয়া হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমার শেষ তারিখ ২৪ জানুয়ারি।
তিনি বলেন, ‘রোল নম্বর প্রদান, সিট প্ল্যানসহ এই বিষয়গুলো ২৬ জানুয়ারি হয়ে যাবে। প্রবেশপত্র বিতরণ হবে ৫ ফেব্রুয়ারি। হাজিরা শিট ডাউনলোড করা যাবে ৮ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
এবারও ভর্তি ফি ১ হাজার টাকা রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে মোট ১১ হাজার ৭২৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি মেডিকেল কলেজগুলোতে ৫ হাজার ৩৮০টি আসন রয়েছে। সরকারি মেডিকেল কলেজগুলোতে ১ হাজার ৩০টি সিট বাড়ানো হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন ৬ হাজার ৩৪৮টি। আর্মি মেডিকেল কলেজে আসন রয়েছে ৩৭৫টি।’
১১ মাস আগে
৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে: দীপু মনি
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
তিনি বলেন, আগামী ৬ নভেম্বর থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত শুরু হবে। শেষ হবে ১৩ ডিসেম্বর।
মন্ত্রী বলেন, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। তারমধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। গতবারের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।
পরীক্ষায় মোট কেন্দ্র ২ হাজার ৬৪৯টি এবং মোট প্রতিষ্ঠান ৯ হাজার ১৮১টি।
দীপু মনি বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ কেন্দ্রে মোবাইল বা কোনো ডিভাইজ নিয়ে যেতে পারবে না। ভারপ্রাপ্ত কর্মকর্তা শুধু বাটন মোবাইল নিতে পারবেন। ছবি উঠাতে পারে এমন ফোন নিতে পারবেন না।
মন্ত্রী বলেন, কোচিং সেন্টার বন্ধ করা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। এটি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও স্থানীয়ভাবে প্রশাসন বন্ধ করবেন। যদি কোথাও তথ্য পায় কোচিং চালাচ্ছে তাহলে ব্যবস্থা নিবে।
আরও পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
নতুন সিলেবাসে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর, রুটিন প্রকাশ
২ বছর আগে
কোনো শিক্ষক আর নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কোনো শিক্ষক আর নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবেনা না। এটি বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিং চালু করার কথা বলা হয়েছে আইনে। শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিল কাপ টি-২০ ক্রিকেটে টুর্নামেন্ট-২২ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এসময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন কারণে কোচিংয়ের দরকার হয়। তাদের বিভিন্ন ধরনের পরিক্ষা রয়েছে। সেগুলোর জন্য প্রস্তুতির দরকার হয়। তাছাড়া আমাদের প্রায় প্রত্যেকটি স্কুলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। সেখানে প্রত্যেক শিক্ষকের ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর দিকে সমানভাবে নজর দেয়া সম্ভব হয় না। তাতে অনেকে হয়তো ক্লাসে পড়ায়/শিক্ষায় পিছিয়ে পড়তে পারে। অনেকের বাবা মাও হয়তো কোচিং এ সহযোগীতাও দিতে পারে না।
দীপু মনি বলেন, তাই সে ক্ষেত্রে কখনো কখনো শিক্ষার্থীর কোচিংয়ের দরকার হতে পারে। আমরা তার বিকল্প হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক কোচিং ব্যবস্থা চালু করার কথা বলেছি আইনে।
আরও পড়ুন: জ্বালানি সংকট: শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ২দিন ছুটি ঘোষণা নিয়ে ভাবছে সরকার
তিনি আরও বলেন, কেউ ক্লাসে না পড়িয়ে শিক্ষার্থীকে বাড়িতে বা কোচিং সেন্টারে পড়াতে বাধ্য করে। সেখানে না পড়লে তাকে হয়তো পরীক্ষায় ফেল করিয়ে দেয়া হয়, কম নম্বর দেয়া হয়। এ বিষয়টা একেবারের অনৈতিক, এটি নিষিদ্ধ করা হয়েছে। কোনো শিক্ষক আর নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবেন না।টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবির পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক প্রখ্যাত ক্রিকেটার আকরাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান ও টুর্নামেন্টের আয়োজক বিসিবির কাউন্সিলর অ্যাড. জাহিদুল ইসলাম রোমান এবং এ টুর্নামেন্টের স্পন্সর জেলার বিশিষ্ট সমাজসেবী শাহাবুদ্দীন অনু, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দীন মিলন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ শহরের আরও অনেকে।
আরও পড়ুন: শিক্ষার্থীরা আনন্দের মধ্যদিয়ে সক্রিয় শিখন পদ্ধতিতে লেখাপড়া শিখবে: শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর: দীপু মনি
২ বছর আগে
এইচএসসি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, কোচিং সেন্টার বন্ধ
আগামী ২ ডিসেম্বর সারাদেশে এইচএসসি শুরু হবে। এ কারণে ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। বৃহস্পতিবার বিকালে এইচএসসি পরীক্ষা ২০২১ বিষয়ে আইনশৃংখলা সংক্রান্ত সভা শেষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, ৯টি সাধারণ বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী এবারে অংশ নেবে। এরমধ্যে ছাত্র সাত লাখ ২৯ হাজার ৭৩৮ জন ও ছাত্রী ছয় লাখ ৬৯ হাজার ৯৫২ জন। মোট ৯হাজার ১৮৩ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবে।
দীপু মনি বলেন, আগামী ০২ ডিসেম্বর ২০২১ থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হলেও বৈশ্বিক অতিমারি কোভিড -১৯ এর কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, এ বছর যথাসময়ে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। বর্তমানে আক্রান্তের হার সহনীয় মাত্রায় উন্নীত হওয়ায় পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে
তিনি আরও জানান, সাধারন ৯টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১লাখ ৩৮হাজার ১৭জন। এরমধ্যে ছাত্র পাঁচ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী পাঁচ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। মাদ্রাসা বোর্ডের মোট পরীক্ষার্থী এক লাখ ১৩ হাজার ১১৪ জন। এরমধ্যে ছাত্র ৬১হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৫১হাজার ৪০৬ জন। কারিগরি বোর্ডে মোট পরীক্ষার্থী এক লাখ ৪৮হাজার ৫০৩ জন। এরমধ্যে ছাত্র এক লাখ চার হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৫৬হাজার ৯১১ জন।
আরও পড়ুন: আগামী বছরের পাবলিক পরীক্ষা যথাসময়ে নেয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
৮ টি কেন্দ্রে মোট ৪০৬জন বিদেশি পরীক্ষার্থী অংশ নেবে।
২০২০ সালের তুলনায় ২০২১ সালে মোট পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন। বৃদ্ধির শতকরা হার দুই দশমিক ৪৮ শতাংশ। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১২০ টি এবং মোট কেন্দ্রও বেড়েছে ২০ টি ।
মন্ত্রী আরও বলেন,এইচএসসি পরীক্ষার জন্য আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রাখবে ।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনও পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ঐদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।
সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানে/সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করা হলো।
বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থাসমূহ- দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব ( শ্রুতি লেখক ) সাথে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় বাড়ানো হয়েছে।
ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সব সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে; ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে- পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএসএসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে; ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না;শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন ( তবে ছবি তোলা যায় না এমন ফোন )। এচাড়া পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
প্রতিবন্ধী(অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি)পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক/অভিভাবক/সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়েছে।
আরও পড়ুন: শিক্ষার্থীরা সঠিক সময়ে নতুন বই পাবে: শিক্ষামন্ত্রী
পরীক্ষা সংক্রান্ত আরও কিছু তথ্য- ২০২১ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে পরীক্ষা হবে
ক.বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ ২৫ টির মধ্যে ১২ টির উত্তর দিতে হবে। সময় ১৫ মিনিট, তত্ত্বীয় পরীক্ষায় ৮ টি প্রশ্নের মধ্যে ২ টির উত্তর দিতে হবে। সময় ১ ঘন্টা ১৫ মিনিট।
খ. মানবিক ও ব্যবসায় শাখা পরীক্ষার্থীদের এমসিকিউ ৩০ টির মধ্যে ১৫ টির উত্তর দিতে হবে সময় ১৫ পূর্বে কক্ষ প্রত্যবেক্ষকগণ উচ্চস্বরে বিষয়টি পরীক্ষার্থীদেরকে অবশ্যই অবহিত করবেন। মিনিট, তত্ত্বীয় পরীক্ষায় ১১ টি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। সময় ১ ঘন্টা ১৫ মিনিট।
পরীক্ষা শুরুর পূর্বে কক্ষ প্রত্যবেক্ষকগণ উচ্চস্বরে বিষয়টি পরীক্ষার্থীদেরকে অবশ্যই জানাবেন।
সাধারণ শিক্ষা বোর্ডসমূহ- তত্ত্বীয় পরীক্ষা ০২ ডিসেম্বর হতে শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড- তত্ত্বীয় পরীক্ষা ০২ ডিসেম্বর হতে শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ড- তত্ত্বীয় পরীক্ষা ০২ ডিসেম্বর হতে শুরু হয়ে ০৮ ডিসেম্বরশেষ হবে।
আসন্ন এইচএসসি/সমমান পরীক্ষা-২০২১ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর ২০২১ থেকে ০৩ জানুয়ারী ২০২২ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে ।
মন্ত্রী বলেন, ঢাকায় যানজট কারনে আগামী বছর পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসএস পরীক্ষা হয়ত সময় পিছিয়ে দেয়া হবে। সকালে না করে ১/২ ঘন্টা সময় পেছানো হতে পারে। এ বিষয়ে বিষয় এখনো ভাবনা ।
আরও বলেন, আগামী ১ জানুয়ারী পাঠ্যপুস্তক উৎসব হবে না । স্কুল গুলোতে বই পাঠিয়ে দেয়া হবে।
আরও পড়ুন: সংক্রমণ কমে গেলে ক্লাস বাড়ানো হবে: শিক্ষামন্ত্রী
৩ বছর আগে