নেপাল ভ্রমণ
নেপাল ভ্রমণ: শত বছরের তীর্থস্থান ঘুরতে হিমালয়ের দেশে
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে প্রায় দেড় বছর ধরে বিধিনিষেধের বেড়াজালে বন্দি ছিলো আন্তর্জাতিক ফ্লাইটগুলো। বিশ্বজুড়ে লকডাউনের প্রকোপটা ধীরে ধীরে হালকা হওয়ার পর থেকে সেই বিধিমালাতেও আসছে শিথিলতা। সেই সাথে যারা ভ্রমণের মাঝে জীবনের অন্তর্নিহিত অর্থ খুঁজে পান তাদের দীর্ঘশ্বাস ফেলার দিন শেষ হতে যাচ্ছে। যে দেশগুলো নিজেদের সীমান্ত উন্মুক্ত করে দিচ্ছে সেগুলোর মধ্যে হিমালয়ের দেশ নেপালও আছে। শত বছরের পবিত্র স্থাপনায় সমৃদ্ধ দেশটি সারা বিশ্বের পর্যটকদের প্রিয় দেশগুলোর একটি। বাংলাদেশি পর্যটকরা কিভাবে নেপালের বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান ঘুরে দেখবেন- তা নিয়েই আজকের ভ্রমণ বিষয়ক ফিচার।
নেপালের জগদ্বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ
কাঠমান্ডু
নেপালের সাংস্কৃতিক রাজধানী কাঠমান্ডু হল সেই জায়গা যেখানে নেপালের বেশিরভাগ অ্যাডভেঞ্চার শুরু হয়, কারণ এই শহরেই রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। ১০ লাখেরও বেশি মানুষের জনাকীর্ণ মহানগর কাঠমান্ডুর দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে দরবার স্কোয়ার যেটি সাম্প্রতিক ভূমিকম্পের কারণে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। স্থাপনাটির অনেকাংশেরই পুনরুদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে। জঙ্গল ঘেরা পাহাড়ের উপর স্বয়ম্ভুনাথের প্রাচীন বৌদ্ধ কমপ্লেক্স থেকে কাঠমান্ডু উপত্যকার অপূর্ব দৃশ্য চোখে পড়ে।
আরও পড়ুন: নাজমুন নাহার: পৃথিবীর ১৫০তম দেশ ভ্রমণ করে ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশি পরিব্রাজক
৩ বছর আগে