বিএসএমএমসি
ফরিদপুরে বিএসএমএমসি হাসপাতালে ৮ দালাল গ্রেপ্তার
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে পুলিশের অভিযানে দালাল চক্রের আটজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা কোতয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হচ্ছে- শাহিন শেখ, রাসেল শেখ, জামাল প্রমানিক ওরফে নাসির, প্লাবন মোল্যা, কামরুজ্জামান ওরফে রাব্বি শেখ, নাহিদ মৃধা, শহিদুল বিশ্বাস ও রোমান হোসেন। তাদের বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে। সকলের বাড়ি মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশেই।
গ্রেপ্তারের পর কোতয়ালী থানার এসআই মাসুদ ফকির বাদী হয়ে একটি মামলা করেছেন। শুক্রবার তাদের আদালতে চালান করা হয়।
আরও পড়ুন: ন্যায্যমূল্য ও সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিতের দাবি ফরিদপুরের পেঁয়াজ চাষিদের
সংবাদ সম্মেলনে জামাল পাশা বলেন, আটককৃতরা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের দালাল। দূরদূরান্ত থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে বেশ কিছু দালাল চক্র তাদের হয়রানী করে আসছিল।
তিনি আরও বলেন, এছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগী ও স্বজনদের ভুল বুঝিয়ে নানা কৌশলে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ভয়ভীতি দেখাতো। তারপর আশেপাশে বেসরকারী ক্লিনিক ও ডায়গানস্টিক সেন্টারে নিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতো।
এছাড়া জোর করে রোগীদের প্রেসক্রিপশন নিয়ে পছন্দের ফার্মেসিতে নিয়ে বেশি দাম নিয়ে ক্ষতিগ্রস্ত করতো। আটকদের সাথে কোনও ক্লিনিক মালিক জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: কয়লা সংকটে ফরিদপুরে ইট উৎপাদন বন্ধ
৯৯৯ এ কল: নারায়ণগঞ্জ থেকে অপহৃত কিশোরী ফরিদপুরে উদ্ধার
৩ বছর আগে