রাইস মিল
নাটোরে রাইস মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে রাইস মিলের ফিতায় জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বিন্যাবাড়ি হাজির মোড় এলাকায় নাজিম উদ্দিনের রাইস মিলে ধান ভাঙ্গানোর কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিহত রমজান আলী(৪০) একই এলাকান বাসিন্দা।
পুলিশ জানায়,সকালে উপজেলার বিন্যাবাড়ি হাজির মোড় এলাকায় নাজিম উদ্দিনের রাইস মিলে ধান ভাঙ্গানোর কাজ করছিলেন শ্রমিক রমজান। হঠাৎ মেশিনের ফিতায় জড়িয়ে পুরো শরীর ঘুরতে ঘুরতে ক্ষত বিক্ষত হয়ে কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে।
পরে মিল মালিক বৈদ্যুতিক সংযোগ বিচ্ছন্ন করে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করেন পুলিশ।
আরও পড়ুন: কর্মক্ষেত্রে দুর্ঘটনা: ২০২২ সালে ১ হাজার ৩৪ জন শ্রমিকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু
১ বছর আগে
কুষ্টিয়ায় বয়লার মেশিন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কুষ্টিয়ার কবুরহাটে রাইস মিলের বয়লার মেশিনের ওপর থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে কবুরহাট ব্যাপারী এগ্রোফুড অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
নিহত নাইম হোসেন (১৮) নামে রাজশাহী জেলার পুটিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের শহিদ ফকিরের ছেলে নাইম হোসেন। তিনি কবুরহাট বাজার এলাকায় ভাড়া থেকে ওই রাইচ মিলের হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, কবুরহাট এলাকার ব্যাপারী এগ্রোফুড অটো রাইস মিলে রাতে নাইট ডিউটিতে হেলপারের কাজ করছিলেন নাইম। সকালের দিকে রাইস মিলের বয়লার মেশিনে পানি শেষ হলে পানি চালু করতে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে শ্রমিকরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, রাইস মিলের বয়লার মেশিনের পানি শেষ হওয়ায় পানি চালু করতে গেলে নিচে পড়ে মারা যায়। তবে এ বিষয়ে স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বাড়িওয়ালাকে হত্যার দায়ে দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়ায় প্রকৌশলীর বাসা থেকে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে
রূপগঞ্জে রাইস মিলে অগ্নিকাণ্ড: দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি অটো রাইস মিলে শনিবার রাতে ঘটা অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত দুই শ্রমিকের নাম হযরত আলি (২৫) ও বেলায়েত হোসেন (৫৯)। অগ্নিকাণ্ড থেকে উদ্ধারের পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয় বলে হাসপাতালের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন জানান।
তিনি জানান, শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হযরত আলী শনিবার রাত সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং বেলায়েত হোসেন ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় রবিবার সকাল ৯টার দিকে মারা যান।
এদিকে, শরীরের ৬৫ শতাংশ পুড়ে যাওয়া আরেক শ্রমিক মো.সিরাজুল ইসলামের (৬০)অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবাসিক সার্জন আইয়ুব হোসেন।
উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলের অগ্নিকাণ্ডে চার শ্রমিক দগ্ধ হন।
আরও পড়ুন: রূপগঞ্জে রাইস মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ ২
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক তানহারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গুরুতর দগ্ধ তিন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং রানা (৩০) নামের আরেক শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, মিলের বয়লারের পাশে রাখা গমের বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: রূপগঞ্জে কারখানায় আগুন: শনাক্ত ২৪ জনের লাশ বুঝে পেল পরিবার
রূপগঞ্জে হবে মসলিন কারখানা
৩ বছর আগে
রূপগঞ্জে রাইস মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি অটো রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছে। শনিবার বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধ দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। উদ্ধারের পর তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১৮ বোতল ফেন্সিডিল জব্দ, আটক ১
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক তানহারুল ইসলাম জানান,অগ্নিকাণ্ডে দু’জন আহত হয়েছে। এছাড়া আগুনে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এটি বয়লার বিস্ফোরণ নয়,হোয়েটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: নারায়ণগঞ্জ থেকে অপহৃত কিশোরী ফরিদপুরে উদ্ধার
দেশে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন
৩ বছর আগে