নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি অটো রাইস মিলে শনিবার রাতে ঘটা অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত দুই শ্রমিকের নাম হযরত আলি (২৫) ও বেলায়েত হোসেন (৫৯)। অগ্নিকাণ্ড থেকে উদ্ধারের পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয় বলে হাসপাতালের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন জানান।
তিনি জানান, শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হযরত আলী শনিবার রাত সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং বেলায়েত হোসেন ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় রবিবার সকাল ৯টার দিকে মারা যান।
এদিকে, শরীরের ৬৫ শতাংশ পুড়ে যাওয়া আরেক শ্রমিক মো.সিরাজুল ইসলামের (৬০)অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবাসিক সার্জন আইয়ুব হোসেন।
উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলের অগ্নিকাণ্ডে চার শ্রমিক দগ্ধ হন।
আরও পড়ুন: রূপগঞ্জে রাইস মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ ২
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক তানহারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গুরুতর দগ্ধ তিন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং রানা (৩০) নামের আরেক শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, মিলের বয়লারের পাশে রাখা গমের বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: রূপগঞ্জে কারখানায় আগুন: শনাক্ত ২৪ জনের লাশ বুঝে পেল পরিবার