অভিজাত উদ্যাননগরী
সিঙ্গাপুর ভ্রমণ: সাগরের উপকন্ঠে অভিজাত উদ্যাননগরী
করোনা মহামারির ফলে দীর্ঘ লকডাউনের পর ভ্রমণপিপাসুদের জন্য ধীরে ধীরে উন্মুক্ত করে দেয়া হচ্ছে পর্যটন দেশগুলো। সেই সারিতে আছে উদ্যাননগরী হিসেবে খ্যাত পরিচ্ছন্ন শহরের দেশ সিঙ্গাপুরও। ২০১৯ এর সমীক্ষানুযায়ী, পৃথিবীর সর্বাধিক ভ্রমণকৃত শহরগুলোর মধ্যে সিঙ্গাপুর শীর্ষ পাঁচ-এ অবস্থান করছে। সিঙ্গাপুর পর্যটন বোর্ড-এর তথ্যমতে, ২০১৯ সালে ১ কোটি ৯১ লাখ দর্শনার্থী সিঙ্গাপুর ভ্রমণ করেছিল যা দেশটির মোট জনসংখ্যার প্রায় সাড়ে তিনগুণ। কি কারণে দেশটি এত বেশি দর্শনার্থীদের আকষর্ণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, এর বিশেষত্বটাই বা কি- সে ব্যাপারে বিস্তারিত নিয়েই এবারের ফিচার সিঙ্গাপুর ভ্রমণ।
সিঙ্গাপুর-এর দর্শনীয় জায়গাগুলো
দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্র উপকূলবর্তী ৭২৮.৬ বর্গকিলোমিটারের এই ছোট্ট দেশটির সৌন্দর্য্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে এক অপার বিস্ময়।
প্রথমেই বলা যায় ঐশ্বর্যময় মেরিনা বে স্যান্ডস-এর (Marina Bay Sands) কথা। এই রিসোর্ট কমপ্লেক্সটির বিশেষ আকর্ষণ হচ্ছে এর শপিং মল যার মাঝ দিয়ে খাল প্রবাহিত হয়েছে, আর্টসায়েন্স মিউজিয়াম এবং মেরিনা বে স্যান্ডস স্কাইপার্ক অবজারভেশন ডেক যেখান থেকে ডাবল হেলিক্স ব্রিজ (Double Helix Bridge), বন্দর, সমুদ্র তীরবর্তী বাগান ও দিগন্তের নয়নাভিরাম দৃশ্য চোখে পড়বে।
এখানকার মূল আকর্ষণ হলো মার্লিয়ন (Merlion) যেটি হলো সিংহের মাথা এবং মাছের দেহের সমন্বয়ে একটি অদ্ভূত ভাস্কর্য। মুখ থেকে ফোয়ারা বের হতে থাকা এই ৭০ টন ওজন এবং ৮.৬ মিটার লম্বা ভাস্কর্যটি বানানো হয়েছে সিঙ্গাপুরের এক পৌরাণিক প্রাণির আদলে।
বিশ্বের বৃহত্তম দৈত্যাকার নাগোরদোলায় চড়তে হলে যেতে হবে সিঙ্গাপুর ফ্লাইয়ার-এ। এখান থেকে দিগন্তরেখার পাশাপাশি মাধ্যাকর্ষণের ভয় মিশ্রিত দৃষ্টি বিস্তৃত হবে ইন্দোনেশিয়ার স্পাইস দ্বীপপুঞ্জ এবং মালয়েশিয়ার জোহর প্রণালী পর্যন্ত।
৩ বছর আগে