তাসকিন
যেসব তথ্য ছড়ানো হচ্ছে তার বেশিরভাগই গুজব: তাসকিন
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম বাস মিস করার কথা স্বীকার করেছেন বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ। তবে এই ঘটনার সঙ্গে তাকে ম্যাচে না খেলানোর বিষয়টি জড়িত নয় বলে জানিয়েছেন তিনি।
সেই ম্যাচে তাসকিনের বদলি হিসেবে জাকের আলীকে দলে নেওয়া হয়। জাকের তাসকিনের মতো পেস বোলার নয় কিন্তু ব্যাটিং লাইনকে শক্তিশালী করতে দলের আরও একজন ব্যাটার নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
তবে এই সপ্তাহের শুরুতে একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাসকিন টিম বাস মিস করেছেন। এই কারণেই তাকে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে বাদ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে বুধবার (৩ জুলাই) দুপুরে ফেসবুকে একটি পোস্টে বিষয়টি নিয়ে লেখেন তাসকিন আহমেদ।
তিনি লিখেছেন (মূল পোস্টের ভাষা অপরিবর্তিত), ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে।
প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন।
দ্বিতীয়ত, ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা আমি পরিষ্কার করতে চাই।
আমি স্বীকার করি যে, আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।
আমি সকাল ৮টা ৩৭-এ উঠেছিলাম এবং ৮টা ৪৩-এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯টায় হোটেল ছেড়েছি। আমি সকাল ৯টা ৪০-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০টায়। আমরা সকাল ১০টা ১৫-তে জাতীয় সংগীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০টা ৩০-এ শুরু হয়েছিল।
এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার/মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে।
যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময়মতো টিমের বাসে না উঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সঙ্গে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত ছিল না।
তাই, আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি।
ভবিষ্যতে, আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে।
আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য।’
তবে এর আগে সাকিব আল হাসানের একটি বক্তব্য জানাচ্ছে ভিন্ন কথা। তিনি জানান, ম্যাচের মাত্র ১০ মিনিট আগে ভেন্যুতে পৌঁছানোই তাসকিনকে একাদশের বাইরে রাখার কারণ বলে সাকিবের কথায় ইঙ্গিত পাওয়া যায়।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে, যা তাদের এখন পর্যন্ত সর্বোচ্চ। আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে জয় পেলেই প্রথমবারের মতো সেমিফাইনালে পা রাখতে পারত টাইগাররা। সেই পরাজয়ই আড়াল করে দিয়েছে এবারের বিশ্বকাপের অন্যসব অর্জন।
৪ মাস আগে
বোলিংয়ের দিকটি ছিল ইতিবাচক, বললেন তাসকিন
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আসার পর দলের বোলিং পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন পেসার তাসকিন আহমেদ।
প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিপক্ষে দুটিসহ সাত ম্যাচে তিন জয় পেয়েছে বাংলাদেশ। তাসকিনের সঙ্গে রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান প্রশংসনীয় বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন।
পারফরম্যান্সে নজিরবিহীন খারাপ করার কথা উল্লেখ করে ব্যাটিং চেষ্টাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্বীকার করেছেন তাসকিন।
ঢাকায় ফিরে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রে পরিস্থিতি ব্যাটসম্যানদের অনুকূলে ছিল না।’ তিনি বলেন, ‘পরিসংখ্যান বলছে, শীর্ষ দলগুলোও চ্যালেঞ্জের মুখে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বোলারদের একটি স্বতন্ত্র সুবিধা ছিল।’
তিনি বোলিং ইউনিটের সাফল্যের জন্য সময়ের সঙ্গে ধারাবাহিক প্রচেষ্টাকে তুলে ধরেছেন।
আরও পড়ুন: দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টির হানা, পণ্ড হলেই ফাইনালে ভারত
বাংলাদেশের জন্য সর্বনিম্ন পয়েন্টটি সুপার এইটে এসেছিল। যেখানে তারা আফগানিস্তানের বিপক্ষে প্রয়োজনীয় মোট রান তুলতে ব্যর্থ হন। এর ফলে ঐতিহাসিক সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করে ফেলেন। ৭৩ বলে মাত্র ১১৬ রান সংগ্রহা করার প্রয়োজন থাকলেও হোঁচট খায় বাংলাদেশ।
লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো ব্যাটসম্যানরা পুরো ইভেন্টে কাঙ্ক্ষিত সাফল্য পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হন। এটি বিরল ছিল- সব ব্যাটসম্যান একইভাবে তাদের ফর্ম হারায়। ফলে শেষ পর্যন্ত বিশ্বকাপে দলের পারফরম্যান্স ভুলে যেতে পারে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুতেই উইকেট হারানোর পর দলের কৌশলগত পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন।
তারা সেমিফাইনালে জায়গা করে নেওয়ার আশা ছেড়ে দেওয়ায় ম্যাচ জেতার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
আরও পড়ুন: সেমির দৌড়ে ১১৬ রানের লক্ষ্যে সমীকরণ মেলাতে হচ্ছে টাইগারদের
৪ মাস আগে
টাইগারদের বোলিং তোপে কাঁপছে দক্ষিণ আফ্রিকা
টস জিতে প্রথমবারের মতো শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ২৩ রান তুলতেই প্রথম চার ব্যাটারকে হারিয়ে চোখে সর্ষের ফুল দেখছে প্রোটিয়ারা।
এদিন ইনিংসের শুরুতে রিশাদের হাতে বল তুলে দেন অধিনায়ক শান্ত। তার প্রথম বলটি ডট গেলেও পরের দুই বলে ছক্কা ও চার মেরে রানের খাতা খোলেন কুইন্টন ডি কক। পঞ্চম বলে স্ট্রাইক রোটেট করলে রিশাদের প্রথম বল মোকাবিলা করতে গিয়েই লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন রিজা হেনড্রিকস।
প্রথম ওভারে ১১ রান দিলেও ব্রেকথ্রু পান রিশাদ। সফল হয় শান্তর কৌশল।
দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেও তাসকিনকে ছক্কা মারেন ডি কক। তবে তৃতীয় ওভারে বোলিংয়ে আসা তানজিম সাকিবের কাছে পরাস্ত হন তিনি। ওভারের প্রথম দুটি বল ডট যাওয়ার পর অফ স্ট্যাম্পে রাখা তৃতীয় বলটি স্কয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন ডি কক। কিন্তু বল কিছুটা নিচে হওয়ায় ব্যাটে সংযোগ ঘটাতে ব্যর্থ হন তিনি। ফলে অফ স্ট্যাম্প ভেঙে দিয়ে চলে যায় তা। আর এর সঙ্গে উল্লাসে মাতে টাইগার সমর্থকরা। তিনি ১১ বলে দুই ছক্কা ও একটি চারে ১৮ রান করে ফিরলে দলীয় ১৯ রানের মাথায় দুই ওপেনারকে হারায় প্রোটিয়ারা।
পরের ওভারের দ্বিতীয় বলে তাসকিনকে একটি চার মেরে পঞ্চম বলে বোল্ড হয়ে যান এইডেন মার্করাম। এর ফলে চলমান বিশ্বকাপে ব্যাট হাতে তার ব্যর্থতা অব্যাহত থাকল।
পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফের গ্যালারির বাংলাদেশি ভক্তদের মাঝে উচ্ছ্বাস। ট্রিস্টান স্টাবসকে আউট করেন তানজিম সাকিব। তানজিমের আউটসাইড অফ স্ট্যাম্পের ডেলিভারিটি কভারের দিকে সজোরে পেটান স্টাবস। কিন্তু চকিতে ঝাঁপিয়ে তা তালুবন্দি করেন সাকিব আল হাসান। ফলে ৫ বলে খালি হাতে ফিরতে হয় তাকে।
২৩ রানের মাথায় তৃতীয় ও চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষ চার উইকেটে ২৪ রান করেছে প্রোটিয়ারা। ডেভিড মিলার ১ ও ক্লাসেন শূন্য রানে অপরাজিত থেকে ক্রিজে রয়েছেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্টকিয়া, ওটনিয়েল বার্টম্যান।
৫ মাস আগে
প্রতিকূলতা সত্ত্বেও বিশ্বকাপে সেরাটা দেওয়ার লক্ষ্য বাংলাদেশের
যুক্তরাষ্ট্রের ডালাসে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে শহরের বাসিন্দাদের অনেকের কাছে বিষয়টি সম্পর্কে তেমন ধারণাই নেই।
ইথিওপিয়ার এক ট্যাক্সি ড্রাইভারের কথাই ধরুন। লোকটি টুর্নামেন্ট সম্পর্কে জেনে একেবারে হতবাক।
তার শহরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হতে চলেছে, এ শুনেই তাজ্জব বনে গেলেন ৩০ বছর ধরে ডালাসে বসবাসকারী এই ট্যাক্সিচালক। শুধু তাই নয়, বাংলাদেশ নামের একটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, তাও তিনি জানেন না।
ডালাসে টলমান বিশ্বকাপের মূল ভেন্যুগুলোর একটি থাকলেও এই চালকের প্রতিক্রিয়া মূলত টেক্সাসের এই শহরটির মানুষের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা না থাকারই বহিঃপ্রকাশ।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ‘গেম চেঞ্জার’ হতে পারেন যারা
ক্যাথরিন নামের এক রাইডশেয়ার ড্রাইভারেরও অবস্থাও এরকম। তিনিও বিশ্বকাপ সম্পর্কে খুবই কম জানেন। ক্রিকেট সম্পর্কে তার ধারণা এতই কম যে তিনি মনে করেন, ক্রিকেট হচ্ছে বেসবলের মতো একটি খেলা; তবে এর ব্যাটটি গোল নয়, চ্যাপ্টা।
তবে যুক্তরাষ্ট্রে অনুকূল জলবায়ু ও সেখানে বাস করা বিপুল পরিমাণ দক্ষিণ এশীয়র ক্রিকেটের প্রতি অনুরাগের কারণে দেশটির ক্রিকেটের কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে ডালাস। আর এই ইতিবাচক পরিবেশ দেশটির সবখানে ক্রিকেটের বিকাশকে ত্বরান্বিত করছে।
তারপরও ওই ইথিওপিয়ান ট্যাক্সিচালক ও ক্যাথরিনের মতো অনেকের কাছেই ক্রিকেট এখানে বেশ অপরিচিত। ক্রিকেটের কেন্দ্র হয়ে উঠলেও ডালাসের স্টেডিয়ামটি ঠিক কোথায়, তা দুজনের কেউই জানেন না।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হতাশাজনক সিরিজ হারের পর হারানো গৌরব ফেরানোর লক্ষ্যে এরই মধ্যে ডালাসে পৌঁছেছে বাংলাদেশের বিশ্বকাপ দল। শনিবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় বিশ্বকাপ মিশনে প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ।
গত ৫ জুন গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন একটি মাঠে (ফ্যাসিলিটি) অনুশীলন করেছে টাইগাররা। তবে অনুশীলনের জায়গাটিতে এখনও উন্নয়ন কাজ চলছে। ফলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম সাকিবদের মতো পেসারদের পূর্ণ রানআপের জায়গা বের করে অনুশীলন করতে বেশ বেগ পেতে হচ্ছিল। বিশ্বকাপের ম্যাচ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তাই এই বিষয়টি তাদের মনে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি রয়েছে বলে অনুভূতি সৃষ্টি করতে পারে।
বিশ্বকাপের আগে বাংলাদেশের দুটি গা গরমের ম্যাচ থাকলেও সেখানেও বাধাপ্রাপ্ত হয়েছে টাইগাররা। প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারে বাংলাদেশ, যেখানে খেলোয়াড়দের দুর্বলতা স্পষ্ট হয়েছ। পরের ম্যাচটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পরিত্যক্ত হয়।
আরও পড়ুন: দ্বিতীয় টি-টোয়েন্টি: যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের স্বাদ পেল বাংলাদেশ
স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের রয়েছেন আফিফ হোসেন ধ্রুব। অনুশীলন সুবিধার ব্যাপারে প্রশ্ন করতেই দ্বিধায় জড়ান তিনি। তার জোর করে ‘হ্যাঁ’ বলা থেকেই বোঝা যাচ্ছিল যে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে স্বাভাবিকের চেয়ে অনেক কম অনুশীলন সুবিধা পাচ্ছেন তারা।
তবে এতকিছুর মধ্যেও আশার বিষয় হচ্ছে, দলের মূল পেসার তাসকিন আহমেদ পূর্ণ শক্তিতে বোলিংয়ে ফিরেছেন।
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।
ডালাসে সাংবাদিকদের তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার আগেও চোট নিয়ে আমরা অনেক আশঙ্কায় ছিলাম। এখন আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে শরিফুলের ছয়টি সেলাই। ওর সেরে উঠতে কতদিন লাগবে, তা বুঝতে আমাদের আরও সময় প্রয়োজন।’
তবে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিন খেলতে পারবেন বলে আশা করছেন তিনি।
৫ মাস আগে
লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে ডাক পেয়েছেন তাসকিন ও তৌহিদ
আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার ডাক পেয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং তরুণ ডানহাতি ব্যাটার তৌহিদ হৃদয়।
চলতি জুলাই মাসের শেষের দিকে এলপিএল শুরু হচ্ছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩ ভেন্যু: ভারতের যে স্টেডিয়ামগুলোতে খেলা হবে
বর্তমানে বুলাওয়ে ব্রেভিসের জিম আফ্রো টি-টোয়েন্টি লিগে অংশ নিয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
এটি তরুণ ডানহাতি ব্যাটার তৌহিদ হৃদয়েরও বিদেশি লিগে খেলার প্রথম সুযোগ।
তিনি এলপিএলের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলছেন।
তবে, বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং তরুণ ডানহাতি ব্যাটার তৌহিদ হৃদয়ের এলপিএলে অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি।
কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তি সনদ (এনওসি) ইস্যু করার অপেক্ষায় রয়েছেন তারা।
তাসকিন এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও খেলার ডাক পেয়েছিলেন। তবে সেসময় জাতীয় দলের খেলা থাকায় আইপিএলে অংশ নিতে পারেননি তিনি।
এখন পর্যন্ত ১৫৮ উইকেট নিয়ে বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদের ১৩৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলার একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে।
এ ছাড়া ২২ বছর বয়সী তরুণ ডানহাতি ব্যাটার তৌহিদ হৃদয় ইতোমধ্যে ৫৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৮টি হাফসেঞ্চুরি সহ ১২৮২ রান সংগ্রহ করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ ড্র
নারী ওয়ানডেতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ফারজানা
১ বছর আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: প্রথম ২ বলে ২ উইকেট তাসকিনের
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই বলে দুই উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। প্রথমে বাঁহাতি ব্যাটারর বিক্রমজিত সিংকে পরের বলে ডানহাতি বাস ডি লিডে তুলে নিয়ে দারুণ সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে।
এর আগে নেদারল্যান্ডসকে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
দলের পক্ষে দুই চার ও দুই ছয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। এছাড়া ওপেনার নাজমুল শান্ত ২০ বলে ২৫ রান করেন।
ডাচদের হয়ে পল ভ্যান মিকারেন ও ডি লিডে দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনারদের ভালো শুরুর পরও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ৪৩ রান করে। কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলে পল ভ্যান মিকেরেন বোল্ড হয়ে ১৪ বলে ১৪ রান করা সৌম্যকে হারায় বাংলাদেশ।এরপর পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারের প্রথম বলে ভালো খেলতে থাকা শান্তকেও (২০ বলে ২৫) হারায় বাংলাদেশ।
ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন লিটন। ভ্যান বিনের একটি শর্ট বলে অফে ক্লিয়ার করতে গিয়ে ধরা পড়েন লিটন।
শারিজ আহমেদের শিকার হয়েছেন সাকিব। বাঁ-হাতি ব্যাটার বড় শট খেলার চেষ্টা করলেও ডি লিড ডিপ মিডউইকেটে বাউন্ডারিতে অসামান্য ক্যাচ নেন।
শেষের দিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২০ রান করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন।
২ বছর আগে
দেশের স্বার্থে আইপিএলের ডাক উপেক্ষা তাসকিনের
বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে দলে নিতে চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে জাতীয় স্বার্থের কারণে তিনি সেই ডাক উপেক্ষা করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এসব তথ্য জানিয়েছেন।
তাসকিন বাংলাদেশের হয়ে তিন ম্যাচে ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচে ভালোও করেছেন তিনি।
জালাল ইউনুস বলেন, ‘লক্ষ্ণৌ তাসকিনের বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু আমাদের সামনে অনেক ম্যাচ আছে। এই পরিস্থিতিতে আমরা চাই না তাসকিন জাতীয় দল ছেড়ে আইপিএল খেলুক।’
আরও পড়ুন: আইপিএল ২০২২: দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজ, প্রথমদিনে অবিক্রিত সাকিব
এছাড়া তাসকিনও আইপিএলের পরিবর্তে জাতীয় দায়িত্ব পালন করতে চান বলে জানান তিনি।
তবে এ বিষয়ে বক্তব্যের জন্য বার্তা পাঠানো হলে সাড়া দেননি এই পেসার।
তাসকিন আহমেদ ২০১৪ সালে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। ভারতের বিপক্ষে ওয়ানডেতে তার অভিষেক হয়। ইনজুরি ও অফ-ফর্মের কারণে আন্তর্জাতিক ক্যারিয়ারে মিশ্র সময় পার করেছেন এই পেসার। তবে গত দুই বছরে ক্রিকেটের সব সংস্করণেই নিজের উন্নতির প্রমাণ করেছেন তিনি।
তাসকিন সর্বশেষ ১০টি আন্তর্জাতিক বোলিং ইনিংসে ১০ উইকেট শিকার করেছেন। এছাড়া সর্বশেষ ১০ ওয়ানডেতে তার রানরেট ছিল পাঁচের নিচে এবং উইকেটও নিয়েছেন ১৪টি।
আরও পড়ুন: কোভিড-১৯: অবশেষে আইপিএল স্থগিত
২ বছর আগে
সিয়াম-পূজা জুটি ও তাসকিনের অ্যাকশন থ্রিলার ‘শান’ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর
২০২২ সালের প্রথম সিনেমা হিসেবে ‘শান’-এর মুক্তির দিনক্ষণ ঠিক হলো বছরের প্রথম শুক্রবার ৭ জানুয়ারি। করোনা মহামারির কারণে বেশ কয়েকটি ছবির সাথে ‘শান’-এর ২০২১ এর ঈদুল ফিতরে মুক্তির তারিখটি পিছিয়ে যায়। ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমার সফল জুটি সিয়াম ও পূজা থাকছেন ‘শান’-এর শ্রেষ্ঠাংশে। দুই হাতে দুটি রিভলবার নিয়ে উদ্যত নায়ক সিয়ামসহ সিনেমার পোস্টারটি ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। উত্তেজনাটাকে আরেকটু বাড়িয়ে দিতেই যেন সিয়াম-পূজা জুটির সাথে যোগ দিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান। চলুন, বহুল আলোচিত এই সিনেমাটি নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
‘শান’ সিনেমার কাহিনী
একজন পুলিশ অফিসারের জীবনের সত্য ঘটনা অবলম্বনের বানানো হয়ে শান ছবির গল্প। এখানে কেন্দ্রীয় চরিত্র শান পুলিশ অফিসারদের সংগ্রামী জীবনকে প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দেন মেধাবী শান। একমাত্র লক্ষ্য একজন সৎ ও সাহসী পুলিশ অফিসার হয়ে দেশের সেবা করা। এই লক্ষ্য অর্জনে তাকে অসংখ্য দুর্গম প্রতিবন্ধকতা পেরোতে হয়।
অভিনব কিছু মনস্তাত্ত্বিক বিষয়ের সাথে নাটকীয়তার মেলবন্ধনে চিত্রনাট্যে গতি আনবে ছবিতে থাকা অ্যাকশনগুলো। কাহিনীর প্রয়োজনে রোমান্টিকতার উপস্থিতিতে পরিমিতবোধের পরিচয় দিয়েছেন সিনেমাটির চিত্রনাট্যকার আজাদ খান ও নাজিম উদ্দৌলা।
পড়ুন: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়োপিক’
নাজিম উদ্দৌলা মূলত একজন থ্রিলার গল্প লেখক হিসেবেই সুপরিচিত। কাজী আনোয়ার হোসেন-এর কালজয়ী চরিত্র মাসুদ রানা নিয়ে নির্মিতব্য সিনেমার চিত্রনাট্যতেও কাজ করেছেন তিনি। আজাদ খান এই ছবির গল্প ও সংলাপ তৈরির পাশাপাশি ছবিটির প্রযোজনাও করেছেন।
‘শান’ চলচ্চিত্র নির্মাণ
‘শান’-এর মাধ্যমে পরিচালনায় নামছেন ‘নুরজাহান’, ‘পোড়ামন-২’, ‘দহন’ সিনেমার সহকারি পরিচালক এম রাহিম। পূর্বে তিনি প্রায় সাত বছর যাবৎ একটি সিনেমা নির্মাণ সংস্থার প্রধান সহকারি পরিচালক ছিলেন। সে সময় তিনি কলকাতার স্বনামধন্য মুভি নির্মাতা রাজ চক্রবর্তীর সাথেও কাজ করেছেন। নিজের এই প্রথম নির্মাণের পেছনে প্রায় তিন বছর ধরে শ্রম দিয়েছেন নবীন এই নির্দেশক।
দুই বছর আগে ২০১৯ এর ২৬ মে শ্যুটিং শুরু পর ‘শান’-এর প্রথম পোস্টার প্রকাশ পায় ২০১৯ এর ১১ আগস্ট। কিন্তু করোনার কারণে মুক্তির তারিখ পেছানোর পর ২০২১ এর ১৮ নভেম্বর ছবিটির নতুন পোস্টার প্রকাশিত হয়। করোনার দুটি ওয়েভ পেরিয়ে ছবিটির শ্যুটিং শেষ হতে ২০২১ এর মার্চ মাস লেগে যায়।
পড়ুন: রেড নোটিশ: নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মুভি
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কুইক মাল্টিমিডিয়া ও ফিলম্যান এন্টারটেইনমেন্ট। চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন সাইফুল শাহীন।
সিয়াম-পূজা জুটি ও তাসকিনের পাশাপাশি স্পট লাইট থাকবে সিনেমাটির অ্যাকশানের উপর কারণ এর অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। আব্বাস ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, জিসম ২, রাজ-৩, ভারতীয় বাংলা ‘প্যানথার’, হামারি আধুরি কাহানি, আশিকি ২, হেইট স্টোরি ২-৩-৪, এম এস ধোনি, ডিয়ার জিন্দেগি, তালাশ, অগ্নিপথ সহ নামকড়া সব সিনেমার অ্যাকশান স্টান্ট-এর পরিচালক।
এছাড়া এ ছবির মাধ্যমে সঙ্গীতায়োজক হিসেবে অভিষেক ঘটছে ভারতের সারেগামা খ্যাত বাংলাদেশি তরুণ কন্ঠশিল্পী মইনুল হাসান নোবেল-এর। তার পরিচালনায় এ ছবিতে গানে কন্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মল্লিক ও গায়িকা পলক মুচ্ছাল। বাংলাদেশ থেকে থাকছেন কণা ও ইমরান।
আরও পড়ুন: জিৎ-এর প্রযোজনায় প্রসেনজিৎ-মিথিলা জুটির প্রথম ছবি 'আয় খুকু আয়'
২০২২ এর ৭ জানুয়ারি জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
৩ বছর আগে