বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে দলে নিতে চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে জাতীয় স্বার্থের কারণে তিনি সেই ডাক উপেক্ষা করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এসব তথ্য জানিয়েছেন।
তাসকিন বাংলাদেশের হয়ে তিন ম্যাচে ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচে ভালোও করেছেন তিনি।
জালাল ইউনুস বলেন, ‘লক্ষ্ণৌ তাসকিনের বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু আমাদের সামনে অনেক ম্যাচ আছে। এই পরিস্থিতিতে আমরা চাই না তাসকিন জাতীয় দল ছেড়ে আইপিএল খেলুক।’
আরও পড়ুন: আইপিএল ২০২২: দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজ, প্রথমদিনে অবিক্রিত সাকিব
এছাড়া তাসকিনও আইপিএলের পরিবর্তে জাতীয় দায়িত্ব পালন করতে চান বলে জানান তিনি।
তবে এ বিষয়ে বক্তব্যের জন্য বার্তা পাঠানো হলে সাড়া দেননি এই পেসার।
তাসকিন আহমেদ ২০১৪ সালে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। ভারতের বিপক্ষে ওয়ানডেতে তার অভিষেক হয়। ইনজুরি ও অফ-ফর্মের কারণে আন্তর্জাতিক ক্যারিয়ারে মিশ্র সময় পার করেছেন এই পেসার। তবে গত দুই বছরে ক্রিকেটের সব সংস্করণেই নিজের উন্নতির প্রমাণ করেছেন তিনি।
তাসকিন সর্বশেষ ১০টি আন্তর্জাতিক বোলিং ইনিংসে ১০ উইকেট শিকার করেছেন। এছাড়া সর্বশেষ ১০ ওয়ানডেতে তার রানরেট ছিল পাঁচের নিচে এবং উইকেটও নিয়েছেন ১৪টি।
আরও পড়ুন: কোভিড-১৯: অবশেষে আইপিএল স্থগিত