শান
ঢাকাই সিনেমায় সুবাতাস বইছে
গত বছরের শেষে করোনার আতঙ্ক কাটিয়ে আবারও পুরোনো রূপে ফেরার চেষ্টা ছিল ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির। যা অনেকাংশে সফল। ব্যবসায়িক সমীকরণ নিয়ে আশার কথা না থাকলেও, দর্শক আবারও যে হলমুখি হওয়া শুরু করেছিল সেটিই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। তাই ধারণা করা হয়েছিল ২০২২ সালের শুরুটাও জমে উঠবে।
সেই ধারণা শেষ পর্যন্ত হতাশ করলেও, ঈদুল ফিতরের সময়টা আবারও পাল্টে দেয় সবকিছু। এস এ হক অলিক নির্মিত ‘গলুই’ ও এম রহিম নির্মিত ‘শান’ সিনেমা দুটি ব্যাপক সাড়া ফেলে এক সম্ভাবনার দিকে নিয়ে যায় ঢালিউড ইন্ডাস্ট্রিকে। একই মাসে মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পূণ্য’। একাধিক তারকা নিয়ে সিনেমাটি নতুন এক উদাহরণ তৈরি করে।
ঢাকাই সিনেমার এই সুবাতাস আপাতত থামছে না। কারণ জুন মাসেও জমজমাট থাকছে দেশের প্রেক্ষাগৃহগুলো। এরইমধ্যে মুক্তির ঘোষণা দিয়েছে ৪ সিনেমা। সেগুলো হলো- ‘অমানুষ’, ‘আগামীকাল’, ‘বিক্ষোভ’ ও ‘তালাশ’।
অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমাটি ঘোষণার পর থেকেই রয়েছে আলোচনায়। যার কয়েকটি কারণের মধ্যে রয়েছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বড়পর্দায় অভিষেক এবং চিত্রনায়ক নিরব হোসেনের লুক ও গল্প। সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ১৭ জুন। এতে আরও অভিনয় করেছেন- মিশা সওদাগর, নওশাবা, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ প্রমুখ।
আরও পড়ুন: সিয়াম আহমেদ এবার বলিউডে
১৭ জুন আরও মুক্তি পাবে চিত্রনায়িকা শবনম বুবলি অভিনীত ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত এই সিনেমায় নায়ক চরিত্রে রয়েছেন আজাদ আদর। এছাড়াও অভিনয় করেছেন- আসিফ খান, দীপক খান, ফকরুল বাশার, মিলি বাশার প্রমুখ। এরইমধ্যে ইউটিউবে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে।
কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে আবারও দেখা যাবে ঢাকাই সিনেমায়। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’-এ অভিনয় করেছেন তিনি। ১০ জুন মুক্তি পেতে যাওয়া সিনেমাটিতে মূল চরিত্রে রয়েছেন চিত্রনায়ক শান্ত খান। এতে আরও অভিনয় করেছেন- বাংলাদেশের সাদেক বাচ্চু, শিবা শানু, সাবেরি আলম প্রমুখ। এছাড়াও কলকাতা থেকে রয়েছেন- রাহুল দেব, রজতাভ দত্ত, জয়দীপ মুখার্জী, শুভশ্রী কর।
জুন মাসে প্রথমেই প্রেক্ষাগৃহে উঠবে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’। সম্প্রতি এ নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সংবাদ সম্মেলন। ঘোষণা হয় ৩ জুন মুক্তি পাবে সিনেমাটি। এরমধ্য দিয়ে প্রায় ১৫ বছর পর বড়পর্দায় জুটি বেঁধেছেন মামুনুন ইমন ও জাকিয়া বারি মম। এছাড়া আরও অভিনয় করেছেন- সূচনা আজাদ, আশীষ খন্দকার, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, সুজাত শিমুল, টুটুল চৌধুরী, সাবেরি আলম প্রমুখ।
এখন পর্যন্ত চারটি সিনেমা মুক্তি নিয়ে আলোচনা চললেও তালিকায় রয়েছে আরও দুটি। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সৌমেন রায় বাবু জানান, ৩ জুন মুক্তির আবেদন করেছে ‘ভাইয়া রে’ ও ১০ জুনের আবেদনে রয়েছে ‘হৃদয় মাঝারে তুমি’ সিনেমা দুটি। তবে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
জুনে যেকটি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে সবগুলোই এরইমধ্যে আলোচনায় রয়েছে। এখন অপেক্ষা মুক্তির পর দর্শকরা কীভাবে কোনটি গ্রহণ করছে। তবে এক মাসে এতগুলো সিনেমা মুক্তি নিয়ে সেব উচ্ছ্বসিত ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট সবাই। সবার প্রত্যশা বছরের প্রতিটি মাস যেন এমন আলোচনায় থাকে ঢালিউড ইন্ডাস্ট্রি।
আরও পড়ুন: ‘শান’ দেখতে তারার মেলা
ঈদে ৩৪ হলে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’
২ বছর আগে
শুরুতে ভয় লাগছিল, এখন আনন্দ হচ্ছে: পূজা চেরি
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ তারকাদের মাঝে দ্বিগুণ হয়ে যায় যখন কোনো সিনেমা মুক্তি পায়। তবে চিত্রনায়িকা পূজা চেরির জন্য এবারের ঈদ আরও বিশেষ কিছু বয়ে নিয়ে এসেছে। কারণ ঈদে ‘গলুই’ও ‘শান’ নামে তার দুটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে।
এ প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘ঈদে সিনেমা মুক্তি মানেই তো বাড়তি ভালোলাগা। আর ক্যারিয়ারের প্রথম একসঙ্গে দুটি সিনেমা মুক্তি পেল। শুরুতে একটু ভয় তো লাগছিলই। কিন্তু এখন খুব আনন্দ হচ্ছে। কারণ দুটি সিনেমাই দর্শক গ্রহণ করেছে। আর এটিই সবচেয়ে বড় পাওয়া।’
আরও পড়ুন: স্করপিয়ন্সের সঙ্গে ম্যাডিসন স্কয়ার মাতালো চিরকুট
এবার ঈদে বিভিন্ন সিনেমা হলে ঘুরে ঘুরে কেটেছে পূজা চেরির। সেই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘সিনমার প্রচরণার ও দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য বিভিন্ন হলে গিয়ে সিনেমা দেখেছি। সবার কথা শুনেছি। এটি অনেক বড় পাওয়া। যাদের জন্য কাজ করছি তারা যখন সরাসরি প্রতিক্রিয়া জানায় এর চেয়ে আনন্দের কী হতে পারে। এসব অনুভূতি আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগায়।’
রোমান্টিক ঘরানা সিনেমা ‘গলুই’। এসএ হক অলিক পরিচালিত এই সিনেমা শাকিব খানে বিপরীতে অভিনয় করেছেন পূজা। অন্যদিকে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘শান’ সিনেমার পরিচালক এ রহিম। যেখানে তৃতীয়বারের মতো সিয়াম-পূজা জুটিকে দেখা গেছে।
আরও পড়ুন: ঈদে ঢাকার প্রেক্ষাগৃহে 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস'
এ ছাড়া চলতি সময়ে আরও বেশ কয়েকটি সিনেমা হাত রয়েছে পূজার। মুক্তি অপেক্ষায় আছে ‘হৃদিতা’ ও ‘জ্বীন’। তাছাড়া সম্প্রতি শেষ করেছেন ‘নাকফুল’এর কাজ।
২ বছর আগে
ঈদে ৩৪ হলে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’
ঢাকা, ০২ মে (ইউএনবি)- বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে ঈদের দিন মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘শান’। ঈদের দিন থেকে দেশের বিভাগীয় শহরগুলোর বড় ও ঐতিহ্যবাহী সিনেমা হলগুলোয় মুক্তি পাচ্ছে ছবিটি। ধাপে ধাপে আরও কয়েকটি দেশে মুক্তি পাবে ‘শান’।
সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের ‘শান’ ৩৪ টি হলে মুক্তি পাচ্ছে।
‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।
পরিচালক জানান, ‘শান’ সব সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের সব বড় বড় হলে মুক্তি পাচ্ছে। এখন পর্যন্ত হল সংখ্যা ৩৪টি। তবে ঈদের আগে আরও দুই একটি বাড়তে পারে।
পরিচালক আরও বলেন, ‘এই সিনেমার পেছনে আমাদের সাড়ে তিন বছর সময়, অজস্র পরিশ্রম আর স্মৃতি জমা হয়ে আছে। মুক্তির সব প্রস্তুতি শেষ, এবার দর্শকের ভালোবাসায় সিক্ত হবার জন্য আমরা অপেক্ষা করছি।’
আরও পড়ুন: ঈদে ঢাকার প্রেক্ষাগৃহে 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস'
এই ছবিটির মাধ্যমে সিয়াম-পূজা ‘পোড়ামন ২’ ও ‘দহনের’ পর একসঙ্গে হাজির হচ্ছেন পর্দায়।
সিয়াম আহমেদ বলেন, ‘অন্যতম স্বপ্নের প্রজেক্ট সিনেমাটি। তাই ছবিটি দর্শকরা যেন হলে গিয়ে দেখুক। ছবিটি দেখার পর ভালো-মন্দ নিয়ে আলাপ করুক।’
পূজাও চেরিও সবাইকে হলে গিয়ে ‘শান’ দেখার আহ্বান জানিয়ে বলেন, ‘এটা আমাদের অন্যতম একটি স্বপ্নের প্রজেক্ট। আশা করি সবাই হলে গিয়ে শান দেখবেন।’
সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।
সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।
২ বছর আগে
ছেলের বাবা হলেন সিয়াম
চিত্রনায়ক সিয়াম আহমেদ ছেলের বাবা হয়েছেন। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
মা ও ছেলে দুজনই সুস্থ আছেন জানিয়ে তাদের জন্য দোয়া চেয়েছেন সিয়াম আহমেদ।
সিয়াম ও অবন্তী দীর্ঘদিন প্রেম করে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে করেন।
আরও পড়ুন: সিয়াম-পূজা জুটির বৈশাখ চমক
সিনেমায়ও নিয়মিত অভিনয় করছেন সিয়াম। এবার ঈদে তার ‘শান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।
এম রহিম পরিচালিত ‘শান’ এ সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরী। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।
২ বছর আগে
সিয়াম-পূজা জুটির বৈশাখ চমক
ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’। এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হলো এর গান ‘চলো পাখি হই’। প্রসেনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। এতে কণ্ঠ দিয়েছেন বলিউডের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুচ্ছল।
‘শান’-এর পরিচালক এম রাহিম জানান, গানটি মূলত 'শান' এর পক্ষ থেকে দর্শকদের জন্য নববর্ষের উপহার।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাধারণত যেকোনো বড় কন্টেন্ট (টিজার, ট্রেলার, গান) সন্ধ্যার সময় প্রকাশ পায়। কিন্তু প্রথা ভেঙে এবার গানটি সকাল ১০টায় ইউটিউবে প্রকাশ করা হলো। কারণ গানটি যেহেতু নববর্ষের উপহার, তাই নববর্ষের দিনের শুরুর ভাগেই গানটি মুক্তি দেয়া।’
সিয়াম ও পূজা জুটির তৃতীয় সিনেমা ‘শান’। পুলিশি অ্যাকশ থ্রিলার গল্প হওয়ায় শুটিংয়ের শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল সিনেমাটি। আজাদ খানের গল্পে ‘শান’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
সিনেমায় অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।
পড়ুন: ১৮ বছরে পা দিলো শিশুদের প্রিয় সিসিমপুর
সিনেমার ব্যস্ততার মধ্যে বিজ্ঞাপনের শুটিংয়ে জাহারা মিতু
২ বছর আগে
সিয়াম-পূজা জুটি ও তাসকিনের অ্যাকশন থ্রিলার ‘শান’ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর
২০২২ সালের প্রথম সিনেমা হিসেবে ‘শান’-এর মুক্তির দিনক্ষণ ঠিক হলো বছরের প্রথম শুক্রবার ৭ জানুয়ারি। করোনা মহামারির কারণে বেশ কয়েকটি ছবির সাথে ‘শান’-এর ২০২১ এর ঈদুল ফিতরে মুক্তির তারিখটি পিছিয়ে যায়। ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমার সফল জুটি সিয়াম ও পূজা থাকছেন ‘শান’-এর শ্রেষ্ঠাংশে। দুই হাতে দুটি রিভলবার নিয়ে উদ্যত নায়ক সিয়ামসহ সিনেমার পোস্টারটি ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। উত্তেজনাটাকে আরেকটু বাড়িয়ে দিতেই যেন সিয়াম-পূজা জুটির সাথে যোগ দিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান। চলুন, বহুল আলোচিত এই সিনেমাটি নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
‘শান’ সিনেমার কাহিনী
একজন পুলিশ অফিসারের জীবনের সত্য ঘটনা অবলম্বনের বানানো হয়ে শান ছবির গল্প। এখানে কেন্দ্রীয় চরিত্র শান পুলিশ অফিসারদের সংগ্রামী জীবনকে প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দেন মেধাবী শান। একমাত্র লক্ষ্য একজন সৎ ও সাহসী পুলিশ অফিসার হয়ে দেশের সেবা করা। এই লক্ষ্য অর্জনে তাকে অসংখ্য দুর্গম প্রতিবন্ধকতা পেরোতে হয়।
অভিনব কিছু মনস্তাত্ত্বিক বিষয়ের সাথে নাটকীয়তার মেলবন্ধনে চিত্রনাট্যে গতি আনবে ছবিতে থাকা অ্যাকশনগুলো। কাহিনীর প্রয়োজনে রোমান্টিকতার উপস্থিতিতে পরিমিতবোধের পরিচয় দিয়েছেন সিনেমাটির চিত্রনাট্যকার আজাদ খান ও নাজিম উদ্দৌলা।
পড়ুন: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়োপিক’
নাজিম উদ্দৌলা মূলত একজন থ্রিলার গল্প লেখক হিসেবেই সুপরিচিত। কাজী আনোয়ার হোসেন-এর কালজয়ী চরিত্র মাসুদ রানা নিয়ে নির্মিতব্য সিনেমার চিত্রনাট্যতেও কাজ করেছেন তিনি। আজাদ খান এই ছবির গল্প ও সংলাপ তৈরির পাশাপাশি ছবিটির প্রযোজনাও করেছেন।
‘শান’ চলচ্চিত্র নির্মাণ
‘শান’-এর মাধ্যমে পরিচালনায় নামছেন ‘নুরজাহান’, ‘পোড়ামন-২’, ‘দহন’ সিনেমার সহকারি পরিচালক এম রাহিম। পূর্বে তিনি প্রায় সাত বছর যাবৎ একটি সিনেমা নির্মাণ সংস্থার প্রধান সহকারি পরিচালক ছিলেন। সে সময় তিনি কলকাতার স্বনামধন্য মুভি নির্মাতা রাজ চক্রবর্তীর সাথেও কাজ করেছেন। নিজের এই প্রথম নির্মাণের পেছনে প্রায় তিন বছর ধরে শ্রম দিয়েছেন নবীন এই নির্দেশক।
দুই বছর আগে ২০১৯ এর ২৬ মে শ্যুটিং শুরু পর ‘শান’-এর প্রথম পোস্টার প্রকাশ পায় ২০১৯ এর ১১ আগস্ট। কিন্তু করোনার কারণে মুক্তির তারিখ পেছানোর পর ২০২১ এর ১৮ নভেম্বর ছবিটির নতুন পোস্টার প্রকাশিত হয়। করোনার দুটি ওয়েভ পেরিয়ে ছবিটির শ্যুটিং শেষ হতে ২০২১ এর মার্চ মাস লেগে যায়।
পড়ুন: রেড নোটিশ: নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মুভি
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কুইক মাল্টিমিডিয়া ও ফিলম্যান এন্টারটেইনমেন্ট। চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন সাইফুল শাহীন।
সিয়াম-পূজা জুটি ও তাসকিনের পাশাপাশি স্পট লাইট থাকবে সিনেমাটির অ্যাকশানের উপর কারণ এর অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। আব্বাস ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, জিসম ২, রাজ-৩, ভারতীয় বাংলা ‘প্যানথার’, হামারি আধুরি কাহানি, আশিকি ২, হেইট স্টোরি ২-৩-৪, এম এস ধোনি, ডিয়ার জিন্দেগি, তালাশ, অগ্নিপথ সহ নামকড়া সব সিনেমার অ্যাকশান স্টান্ট-এর পরিচালক।
এছাড়া এ ছবির মাধ্যমে সঙ্গীতায়োজক হিসেবে অভিষেক ঘটছে ভারতের সারেগামা খ্যাত বাংলাদেশি তরুণ কন্ঠশিল্পী মইনুল হাসান নোবেল-এর। তার পরিচালনায় এ ছবিতে গানে কন্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মল্লিক ও গায়িকা পলক মুচ্ছাল। বাংলাদেশ থেকে থাকছেন কণা ও ইমরান।
আরও পড়ুন: জিৎ-এর প্রযোজনায় প্রসেনজিৎ-মিথিলা জুটির প্রথম ছবি 'আয় খুকু আয়'
২০২২ এর ৭ জানুয়ারি জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
৩ বছর আগে